Sylhet News Day

Sylhet News Day Contact for details.........

ইন্না-লিল্লাহ 🥺ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমা শিববাড়ী প্রগতি সিএনজি পাম্পের সামনে।🥺বেশ কয়েকজন পুরুষ, নারী ও শিশুর অবস্...
19/05/2025

ইন্না-লিল্লাহ 🥺
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমা শিববাড়ী প্রগতি সিএনজি পাম্পের সামনে।🥺
বেশ কয়েকজন পুরুষ, নারী ও শিশুর অবস্থা আশঙ্কাজনক।। 😰😭

ইউনিয়ন অফিস কারো বাপ দাদার সম্পত্তি নয় যে ইউনিয়ন এর জনগণের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন মনে রাখবেন আপনারা মেম্বার চেয়...
19/05/2025

ইউনিয়ন অফিস কারো বাপ দাদার সম্পত্তি নয় যে ইউনিয়ন এর জনগণের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন

মনে রাখবেন আপনারা মেম্বার চেয়ারম্যান দের কে জনগণ ভোট ভিক্ষা দিয়ে ইউনিয়নে পাঠিয়েছে

পারলে সেবা দিন নয়তো অব্যাহতি নিন

মানুষকে ভালোবাসতে শিখুন

কপি পোস্ট

নাছিম আহমদ হিমু
এসিস্ট্যান্ট সেক্রেটারি
১ নং মোল্লারগাঁও ইউনিয়ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবিমানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ...
12/05/2025

সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চব্বিশ কেন গুরুত্বপূর্ণ তার প্রমাণ এই ছবিটা।চব্বিশে শুধু হাসিনার পতন হয় নাই সাথে এই দেশের উপর ভা র তের ছড়ি ঘুরানোর পতনও ...
29/04/2025

চব্বিশ কেন গুরুত্বপূর্ণ তার প্রমাণ এই ছবিটা।
চব্বিশে শুধু হাসিনার পতন হয় নাই সাথে এই দেশের উপর ভা র তের ছড়ি ঘুরানোর পতনও হয়েছে।

চব্বিশ আমরা আমাদের মেরুদণ্ড ফিরে পেয়েছি। বছরের পর বছর সিমান্তে ভা র তী য় সেনাদের হাতে নিহত হয়েছে বাংলাদেশের অসংখ্য কৃষক, সাধারণ নাগরিক।

আমরা মুখ বুজে সেসব সীমান্ত হত্যা সহ্য করেছি। চব্বিশ আমাদেরকে এসব প্রতিহত করার সাহস দিয়েছে, জবাব দেওয়ার শক্তি দিয়েছে।

এটাই চব্বিশের স্বাধীনতার ক্ষমতা। এভাবেই শাহীনদের ধরে ফেলতে হবে। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এক চুলও ছাড় দেওয়া হবে না।

একটি নিখোঁজ সংবাদ সিলেট কলবাখানী ৩০ মিনা ভবন  বাসা থেকে চাচার বাসায় যাওয়ার সময়  দুইটা মেয়ে হারানো গিয়েছে ওরা দুই বোন...
28/04/2025

একটি নিখোঁজ সংবাদ সিলেট কলবাখানী ৩০ মিনা ভবন বাসা থেকে চাচার বাসায় যাওয়ার সময় দুইটা মেয়ে হারানো গিয়েছে ওরা দুই বোন একজনের নাম সামিয়া বয়স ৩/ সাদিয়া বয়স ১৫/ কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন মেয়ের বাবা 01763786458

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৩ জন পুরুষ ও ০৫ জন নার...
15/04/2025

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৩ জন পুরুষ ও ০৫ জন নারীসহ মোট ১৮ জন গ্রেফতারঃ

১৪/০৪/২০২৫ খ্রিঃ ২২.০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ সজীব খাঁন মহোদয়ের এর নেতৃত্বে ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর সার্বিক তত্বাবধানে সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং এসএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগের টিমের সহযোগীতায় কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ (তেরো) জন পুরুষ ও ০৫ (পাঁচ) জন নারীসহ মোট ১৮ (আঠান) জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা :
১। কাওসার হোসেন(২৮), ২। মোঃ ফারুক(৪৫), ৩। মোঃ আলী (২৭), ৪। উজ্জল আহমদ(২৩), ৫। শুভ আহমেদ(২০), ৬। মারুফ খান (২০), ৭। আঃ মজিদ (৩৫), ৮। রিমন(২৪), ৯। মোঃ রাসেল (৩০), ১০। আল আমিন আহমদ (২৪), ১১। হাসেম (২৭), ১২। মতিউর রহমান(৩২), ১৩। রাফি (২২), ১৪। তিশা আক্তার (৩০), ১৫। রুমা খাতুন (২২), ১৬। কেয়া মনি (২৬), ১৭।জান্নাতুল ফেরদৌস(২৬), ১৮। নিলুফা(২৭)।

সিলেটে আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-৯। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর মহানগর...
15/04/2025

সিলেটে আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-৯।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর মহানগরের বালুচর এলাকাস্থ তার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু (৪৫) সিলেট মহানগর ৭ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি সিলেটের জালালাবাদ থানার জাহাঙ্গীরনগর এলাকায়।

মজলুমের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে অতী আবেগী হয়ে নিজে অন্যায়ে জড়িয়ে গেলেন। অবশেষে এটাও একটা জুলুম হয়ে গেলো। আমরা ঘুরে ...
07/04/2025

মজলুমের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে অতী আবেগী হয়ে নিজে অন্যায়ে জড়িয়ে গেলেন। অবশেষে এটাও একটা জুলুম হয়ে গেলো।

আমরা ঘুরে ফিরে জালিমই রয়ে গেলাম। মজলুম মজলুমই রয়ে গেলো। আমাদের প্রতিবাদ তো কোন কাজে আসলোই না।

বরং আন্তর্জাতিক মিডিয়ায় আমরা চোরই রয়ে গেলাম।

হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন
29/03/2025

হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন

মেয়েকে ধর্ষনের ৬ দিন পর বাবা কে হত্যা!বরগুনায় গিয়েছিলাম, নির্যাতনের শিকার হওয়া শিশুটির বয়স সব মিলে ১২ বছর হবে! হ্যাংলা প...
14/03/2025

মেয়েকে ধর্ষনের ৬ দিন পর বাবা কে হত্যা!
বরগুনায় গিয়েছিলাম, নির্যাতনের শিকার হওয়া শিশুটির বয়স সব মিলে ১২ বছর হবে! হ্যাংলা পাতলা মেয়ে! গায়ে ওজন হতে পারে ৩০-৩২ কেজি!
তার ভাষ্য অনুযায়ী ধর্ষকের বাড়ির পেছনের এক ঝোপের মধ্যে হাত-পায়ে রশি বেঁধে তাকে আটকে রাখা হয়! এক রাতে ৩ বার ধর্ষন করা হয় শিশুটিকে! পরের দিক সকালে ধর্ষক নিজেই মেয়েটিকে রাস্তায় ফেলে রেখে যায়!

এই ঘটনায় মেয়েটির বাবা ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করলে মামলার শুনানীর আগের রাতে তাকেও হত্যা করা হয়েছে!

ভুক্তভোগী মেয়েটি প্রশ্ন করেছিল- ভাইয়া বাবার হত্যার বিচার চাইবো? নাকি আমার উপর হওয়া অমানবিক নির্যাতনের সেটা এখানো বুঝে উঠতে পারছিনা! আমার মায়ের কোলে দেড় মাসের একটা ছোট শিশু! আমিও ক্লাস সেভেনে পরি! বড় কোন ভাই নেই! কিভাবে আমার সংসার চলবে এটা জানিনা! বিচার চাইবো নাকি খেয়ে পরে বেঁচে থাকবো সেই নিশ্চয়তাও পাচ্ছিনা!

আমি কোন উত্তর না দিয়ে ওর ইন্টারভিউ বন্ধ করে দিয়ে ওরে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছি! কেননা ওর প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না!

আপনাদের কাছে কি আছে ওর প্রশ্নের উত্তর??

Md. Omar Faruk এর টাইমলাইন থেকে নেয়া।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বোন আছিয়া   আর আমাদের মাঝে নেই।
13/03/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বোন আছিয়া আর আমাদের মাঝে নেই।

সিলেটের মাটিকে কলঙ্কিত করতে এই উসমানী মেডিকেল ই যথেষ্ট!সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রুগী ...
12/03/2025

সিলেটের মাটিকে কলঙ্কিত করতে এই উসমানী মেডিকেল ই যথেষ্ট!

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০০টাকা হলে বেড আছে। যেমন আমি বেড নিছি ১৯৫০ টাকায় তাও আবার pn বেড।
না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে। আবার ডাক্তারকে কিছু বললে পুলিশের ভয় দেখায় যেমনটা আমার সাথে হয়েছে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

আমরা জানি এতে করে ওরা টিক হয়ে যাবে না কিন্তু এই রকমের প্রতিবাদ অব্যাহত রাখলে হয়তো সেটা ১০০ থেকে ৫০ শে নেমে আসতে পারে আর সেটাই বা কম কিসে! রক্তে যখন ভেজাল সেটা এতো সহজে নিরাময় হবার নয়!

আপনি শেয়ার করবেন একটু হলেও কাজে আসবে....🥲  collected

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet News Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share