Creative Quoz

Creative Quoz ▫In the remembrance of Allah
hearts find peace – [Quran 13:28]

এই যে যুদ্ধ শুরু হয়েছে এটাই পৃথিবীর শেষ যুদ্ধ!এ যুদ্ধের পর আর কোনো বৈশ্বিক যুদ্ধ থাকবে না, কারণ এ যুদ্ধই হবে আধুনিকতার ...
19/06/2025

এই যে যুদ্ধ শুরু হয়েছে এটাই পৃথিবীর শেষ যুদ্ধ!
এ যুদ্ধের পর আর কোনো বৈশ্বিক যুদ্ধ থাকবে না, কারণ এ যুদ্ধই হবে আধুনিকতার কবর গাথা। এই যুদ্ধ ধীরে ধীরে চূড়ান্ত রূপ ধারণ করবে, বিস্তৃত হবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত।

এই যুদ্ধ শেষ হবে কোথায়?
বাবে লুদে ইসরাঈলের এক স্থান যেখানে ঈসা ইবনে মারইয়াম عَلَيْهِ السَّلَام দাজ্জালকে হত্যা করবেন!
সেই দিনই হবে মিথ্যার রাজত্বের শেষ দিন ইনশাআল্লাহ।

এর আগে বিলাদুশ শামে (শামভূমি)
ইসরাঈলের পতন ঠেকাতে ৮০টি কুফ্ফার জোট এসে জড়ো হবে তবুও তারা পরাজিত হবে শেষ রক্ষা হবে না কারণ...
আল-কাদির আল-মুতাকাব্বির (الله تعالى)
তাদের ধ্বংসের ফয়সালা আগেই করেছেন 📜

যারা ভাবেন “এটা শুধুই ভৌগোলিক আধিপত্য, কিংবা সম্পদের লড়াই,” তারা মহাভুলে আছেন! এই যুদ্ধ জন্ম নিচ্ছে আখিরুযযামানের পবিত্র ভবিষ্যদ্বাণী থেকে, এটা হচ্ছে হক ও বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব!

এই যুদ্ধের সাথেই ঘটবে:
▪️ ফোরাত নদীর সোনার পাহাড়ের যুদ্ধ
▪️ মালহামাতুল কুবরা – সর্ববৃহৎ রক্তাক্ত যুদ্ধ
▪️ গাযওয়াতুল হিন্দ – উপমহাদেশে সংঘটিত ইসলামের বিজয়!

একে একে সব ফিতনা উন্মোচিত হবে আর প্রতিটি ফিতনা ডেকে আনবে এক নতুন অধ্যায়ের শেষ অধ্যায়!

তবে সুসংবাদ হলো – এই যুদ্ধ শেষ হবে যখন দাজ্জাল নিহত হবে, আর ইহুদি শক্তির মেরুদণ্ড ভেঙে যাবে। তারপরই আসবে পৃথিবীর শান্তি, ইসলামী খেলাফতের সোনালি যুগ ইনশাআল্লাহ!!

তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব:
শেষ জামানা নিয়ে গভীরভাবে ইলম অর্জন করা
নিজেকে, পরিবারকে ও উম্মাহকে প্রস্তুত রাখা
চিন্তায় ও কাজে একজন 'মুনতাযির' হওয়া –
যিনি ইমাম মাহদী ও ঈসা (আঃ) এর কাফেলায় থাকতে চায়।

আসুন! এখনই নিজের ভিতর জাগাই সজাগতা, ঈমানের আলো ও তাওয়াক্কুল। কারণ দুনিয়ার এই মঞ্চে আমরা এখন ইতিহাসের শেষ অধ্যায়ে প্রবেশ করেছি… আর দায়িত্ব শুধু পড়ে থাকবে না… গায়েও লাগবে! ☝️

اللهم ثبتنا على الحق و اجعلنا من أنصار المهدي و عيسى بن مريم عليهم السلام
اللّٰهُمَّ آمين يا ربّ العالمين 🤲

16/06/2025

যুবক বন্ধু! সময়ের আলসেমি ঝেড়ে ফেলো অন্তরকে পরিশুদ্ধ করো। তোমাকে বদলাইতেই হবে, ফিরে আসতেই হবে মহান আল্লাহর রহমতের ছায়ায়। যে পথে রয়েছে চির শান্তি সেই পথেই খুঁজে পাবে জীবনের প্রকৃত সার্থকতা। তাই আর দেরি নয় ফিরে এসো হেদায়াতের সোনালী পথে ফিরে এসো প্রিয় রবের ডাকে। 🤲✨

14/06/2025

মৃত্যুর পর কেউ আপনাকে মনে রাখবে না!!
যে মুখগুলো আজ হাসছে যাদের জন্য আপনি জীবন উৎসর্গ করছেন তারা আপনাকে ভুলে যেতে ৪০ দিনও নেবে না। তাই এই দুনিয়ায় নয়, আখিরাতের জন্য কাজ করুন...

ত্যাগ ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল আযহা। আসুন কুরবানির মূল শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং মানবিকতার আল...
06/06/2025

ত্যাগ ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল আযহা। আসুন কুরবানির মূল শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং মানবিকতার আলো ছড়িয়ে দিই সবার মাঝে।
Creative Quoz টিমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মোবারক! 🌸🌍

োবারক

ইয়া রব, আরাফার এই পবিত্র দিনে আমাদের দোয়া কবুল করুন, আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং আমাদের ও সমগ্র মানবজাতির ওপ...
05/06/2025

ইয়া রব, আরাফার এই পবিত্র দিনে আমাদের দোয়া কবুল করুন, আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং আমাদের ও সমগ্র মানবজাতির ওপর আপনার অশেষ রহমত বর্ষণ করুন...

প্রত্যেক নিঃশব্দ প্রার্থনা আপনার দরবারে পৌঁছাক, প্রতিটি অশ্রু হোক আমাদের খাঁটি তাওবার সাক্ষ্য, আর প্রতিটি হৃদয় খুঁজে পাক প্রশান্তি ও নতুন জীবনের আলো 🤍

আমিন ইয়া রব...

30/05/2025

যেনা এটি শুধু একটি পাপ নয় এটি হৃদয়ের প্রশান্তি নষ্ট করার আগুন!! চোখের একটি হারাম দৃষ্টি, অন্তরের একটি গোপন বাসনা, শয়তানের ফাঁদে পা রাখার প্রথম ধাপ 🙂
আল্লাহ তোমার চোখের পানিও দেখেন, তোমার অন্তরের লড়াইও জানেন তাই ফিরে এসো হারাম প্রেম নয় হালাল ভালোবাসায় জীবন সাজাও...

(আর যেনার নিকটবর্তী হয়ো না,নিশ্চয় এটি অশ্লীলতা এবং খুবই মন্দ পথ) - সূরা আল-ইসরা, আয়াত ৩২

21/05/2025

ইসলাম কী এতো সস্তা হয়ে গেল!!

17/05/2025

বিনয় ভুলে যাবেন না 🤍

17/05/2025

দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবেই এটাই চূড়ান্ত সত্য। তাই চলুন আমরা আখিরাতের জন্য প্রস্তুত হই, আল্লাহর পথে ফিরে আসি 🤍

16/05/2025

আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক (অভিভাবক) 🤍

16/05/2025

🤍💯

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Creative Quoz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Quoz:

Share