
19/06/2025
এই যে যুদ্ধ শুরু হয়েছে এটাই পৃথিবীর শেষ যুদ্ধ!
এ যুদ্ধের পর আর কোনো বৈশ্বিক যুদ্ধ থাকবে না, কারণ এ যুদ্ধই হবে আধুনিকতার কবর গাথা। এই যুদ্ধ ধীরে ধীরে চূড়ান্ত রূপ ধারণ করবে, বিস্তৃত হবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত।
এই যুদ্ধ শেষ হবে কোথায়?
বাবে লুদে ইসরাঈলের এক স্থান যেখানে ঈসা ইবনে মারইয়াম عَلَيْهِ السَّلَام দাজ্জালকে হত্যা করবেন!
সেই দিনই হবে মিথ্যার রাজত্বের শেষ দিন ইনশাআল্লাহ।
এর আগে বিলাদুশ শামে (শামভূমি)
ইসরাঈলের পতন ঠেকাতে ৮০টি কুফ্ফার জোট এসে জড়ো হবে তবুও তারা পরাজিত হবে শেষ রক্ষা হবে না কারণ...
আল-কাদির আল-মুতাকাব্বির (الله تعالى)
তাদের ধ্বংসের ফয়সালা আগেই করেছেন 📜
যারা ভাবেন “এটা শুধুই ভৌগোলিক আধিপত্য, কিংবা সম্পদের লড়াই,” তারা মহাভুলে আছেন! এই যুদ্ধ জন্ম নিচ্ছে আখিরুযযামানের পবিত্র ভবিষ্যদ্বাণী থেকে, এটা হচ্ছে হক ও বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব!
এই যুদ্ধের সাথেই ঘটবে:
▪️ ফোরাত নদীর সোনার পাহাড়ের যুদ্ধ
▪️ মালহামাতুল কুবরা – সর্ববৃহৎ রক্তাক্ত যুদ্ধ
▪️ গাযওয়াতুল হিন্দ – উপমহাদেশে সংঘটিত ইসলামের বিজয়!
একে একে সব ফিতনা উন্মোচিত হবে আর প্রতিটি ফিতনা ডেকে আনবে এক নতুন অধ্যায়ের শেষ অধ্যায়!
তবে সুসংবাদ হলো – এই যুদ্ধ শেষ হবে যখন দাজ্জাল নিহত হবে, আর ইহুদি শক্তির মেরুদণ্ড ভেঙে যাবে। তারপরই আসবে পৃথিবীর শান্তি, ইসলামী খেলাফতের সোনালি যুগ ইনশাআল্লাহ!!
তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব:
শেষ জামানা নিয়ে গভীরভাবে ইলম অর্জন করা
নিজেকে, পরিবারকে ও উম্মাহকে প্রস্তুত রাখা
চিন্তায় ও কাজে একজন 'মুনতাযির' হওয়া –
যিনি ইমাম মাহদী ও ঈসা (আঃ) এর কাফেলায় থাকতে চায়।
আসুন! এখনই নিজের ভিতর জাগাই সজাগতা, ঈমানের আলো ও তাওয়াক্কুল। কারণ দুনিয়ার এই মঞ্চে আমরা এখন ইতিহাসের শেষ অধ্যায়ে প্রবেশ করেছি… আর দায়িত্ব শুধু পড়ে থাকবে না… গায়েও লাগবে! ☝️
اللهم ثبتنا على الحق و اجعلنا من أنصار المهدي و عيسى بن مريم عليهم السلام
اللّٰهُمَّ آمين يا ربّ العالمين 🤲