
04/09/2023
শুধু মাত্র নথির জন্য: বাংলাদেশ ৩৩৪/৫ বনাম এএফজি এশিয়া কাপে তাদের সর্বোচ্চ স্কোর, এটি ঘরের বাইরে সর্বোচ্চ স্কোর। আগের সেরাটি ছিল 2019 বিশ্বকাপে নটিংহামে (ইউকে) 333/8 বনাম AUS। এটিও তাদের সর্বোচ্চ বনাম এএফজি। মেহেদী হাসান মিরাজ ওপেনার হিসেবে ছিলেন ১১২ রান। এর আগে লিটন দাস 2022 সালে হোম বনাম এএফজিতে 136 রান করেছিলেন। বাংলাদেশের হয়ে ওডিআইতে সেঞ্চুরি করতে একজন ওপেনারের 26 ম্যাচ লেগেছিল। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর মধ্যে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। মিরাজ এবং শান্ত উভয়েরই সেঞ্চুরি দেখে দারুন, শেষবার বাংলাদেশের হয়ে ওডিআইতে 2 ব্যাটার সেঞ্চুরি করেছেন 2020 সালে সিলেটে জিআইএম বনাম। তামিম ইকবাল 128 এবং লিটন দাস 176।