29/05/2025
একটা সত্যি কথা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ তার লিগ্যাসি হারাচ্ছে
আমার মতো কয়েকজন হানিফ ফ্যানদের কাছে। হ্যাঁ ভাই আমার মতো এই কয়জনের মধ্যে তার লিগ্যাসি হারালে হানিফের কিছুই যায় আসবে না এটা আমিও জানি, বাট এজ এ বাস লাভার হিসেবে "হানিফ এন্টারপ্রাইজ" হিসেবে তাদের বডির কাজ কারবার দেখে সত্যি হতাশ।
হ্যাঁ ঠিক আছে নতুনত্ব আনুক, বাট একটুতো দেখে অনন্ত পরিলিহ্মিত করে আনা উচিৎ ঠিক কি আনছে তারা। এই আজকে যে লটের মার্সিডিজ গুলো বের হয়েছে এটার পেইন্ট স্কিমটাও তাও যথেষ্ট ঠিক আছে বাট আপনারা লিখার ফন্ট দেখলে মনে হবে লোকাল হানিফ মনে হচ্ছে আর ফ্রন্টতো না-ই বলি। আপনি ছোট সেকশনে রিসেন্ট মার্সি প্যাকেট গুলো দেখুন। সেম ফ্রন্ট, বডিশেপ জাস্ট লিখার ফন্টটার জন্য কতটা গর্জিয়াস লাগছে। কিছু হ্মুদ্র হ্মুদ্র জিনিসও অনেক কিছু ম্যাটার করে।
আহা কই গেলো সেই "অভি মটরস "যেসময় একেকটা প্যাকেটের বডি ফ্রন্ট দেখলেই শরীরে হিট আসতো। আমিতো মনে করি আমার তাও সামান্য সৌভাগ্য হয়েছিলো অভির বেস্ট ইরা দেখে যাওয়ার, জানি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রয়েছে। বাট তখন ওসবই হয়তো ওদের কাছে ক্লাসি জিনিস।
আমার এই পোস্টটা হানিফকে ক্রিটিসাইজ করার জন্য না, এবং আমি এটাও জানি আমার পোস্ট হয়তো কখনোই হানিফের ম্যানেজমেন্টের কাছে যাবেও না, জাস্ট নিজের কয়েকটা মনের ভাব প্রকাশ করলাম
ছবিতে অভির তৈরি সর্বকালের সর্বসেরা ফ্রন্টের একটি বাস
ঢাকা-সিলেট রুটে চলাচল করছে
রেজ: ১৫-২৯৭১