Boipatra- বইপত্র

  • Home
  • Boipatra- বইপত্র

Boipatra- বইপত্র মননশীল ও সৃজনশীল পাঠকের জন্য।

🇧🇩আপনার নার্সিং ক্যারিয়ার শুরু হোক নিউরনে, বিজয়ের মাসে বিশেষ ছাড়ে!🇧🇩🎉  💟এখনই ভর্তি হয়ে উপভোগ করুন আকর্ষণীয় ছাড় ও বিশেষ ...
09/12/2024

🇧🇩আপনার নার্সিং ক্যারিয়ার শুরু হোক নিউরনে, বিজয়ের মাসে বিশেষ ছাড়ে!🇧🇩🎉

💟এখনই ভর্তি হয়ে উপভোগ করুন আকর্ষণীয় ছাড় ও বিশেষ সুবিধা।🎁

🪜নার্সিংয়ের দুনিয়ায় নিজের স্থান তৈরি করতে নিউরনই হবে আপনার প্রথম পদক্ষেপ। আজই সুযোগটি গ্রহণ করুন!

✅কেন নিউরনের সাথে থাকবেন:-

❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ঢাকা থেকে দেশ সেরা এক্সপার্ট প্যানেলের সমন্বয়ে রচিত নিউরন স্ট্যাডি ম্যাটারিয়াল❇️

🌻আমাদের ক্লাসের মান, ক্লাস শিক্ষক আর স্ট্যাডি ম্যাটারিয়াল অনন্য।🌻

✅জাতীয় মেধায় #বিএসসি_১ম, #ডিপ্লোমা_১মসহ, ২য়, ৩য়, ৪র্থ ও ৭ম সহ প্রথম ২০ জনে ১৬জন এবং সর্বমোট ২৭৩২+ জন চান্স পেয়েছে।

দেশ সেরা নার্সিং কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিং সিলেট শাখার ভর্তির কার্যক্রম পুরোদমে চলছে।
𝟭𝘀𝘁 𝗧𝗶𝗺𝗲, 𝟮𝗻𝗱 & 𝟯𝗿𝗱 𝗧𝗶𝗺𝗲 ব্যাচে আবাসিক সুবিধাসহ সরাসরি ভর্তি চলছে.....!!

🍎 কোর্স ফি : (ছাড় ব্যতীত)

🍊বিএসসি ইন নার্সিং= ১৭০০০/-
🍓ডিপ্লোমা ইন নার্সিং= ১৫৫০০/-
🍏 ডিপ্লোমা ইন মিডওয়াইফারি = ১৫৫০০/-

📍সিলেট শাখা: মানিক পীর রোড (মেইন গেটের বিপরীতে), নয়া সড়ক, সিলেট

🏨প্রধান কার্যালয় : বিটিআই সেন্ট্রাল প্লাজা (আনন্দ সিনেমা হল এর বিপরীতে), তৃতীয় তলা, ফার্মগেট, ঢাকা।

📲 01812-866416 ☎️01812-866396

🛜 01717929685

#নার্সিং #ছাড়

🇧🇩আঞ্চলিক নয় দেশ সেরা রিয়াল নার্সিং কোচিং নিউরনে আপনাকে স্বাগতম।🙏               🎯নার্সিং ভর্তি কোচিং ২০২৪-২০২৫।❤️🔴দেশ স...
14/11/2024

🇧🇩আঞ্চলিক নয় দেশ সেরা রিয়াল নার্সিং কোচিং নিউরনে আপনাকে স্বাগতম।🙏
🎯নার্সিং ভর্তি কোচিং ২০২৪-২০২৫।❤️

🔴দেশ সেরা নার্সিং ভর্তি কোচিং নিউরন সিলেট শাখায় রেজাল্ট পরবর্তী নতুন ব্যাচে ৩৫০০ টাকা ছাড়ে ভর্তি চলছে।

✅কেন নিউরনের সাথে থাকবেন:-

❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ঢাকা থেকে দেশ সেরা এক্সপার্ট প্যানেলের সমন্বয়ে রচিত নিউরন স্ট্যাডি ম্যাটারিয়াল❇️

🌻আমাদের ক্লাসের মান, ক্লাস শিক্ষক আর স্ট্যাডি ম্যাটারিয়াল অনন্য।🌻

✅জাতীয় মেধায় #বিএসসি_১ম, #ডিপ্লোমা_১মসহ, ২য়, ৩য়, ৪র্থ ও ৭ম সহ প্রথম ২০ জনে ১৬জন এবং সর্বমোট ২৭৩২+ জন চান্স পেয়েছে।

দেশ সেরা নার্সিং কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিং সিলেট শাখার ভর্তির কার্যক্রম পুরোদমে চলছে।
𝟭𝘀𝘁 𝗧𝗶𝗺𝗲, 𝟮𝗻𝗱 & 𝟯𝗿𝗱 𝗧𝗶𝗺𝗲 ব্যাচে আবাসিক সুবিধাসহ সরাসরি ভর্তি চলছে.....!!

🍎 কোর্স ফি :

🍊বিএসসি ইন নার্সিং= ১৭০০০/-
🍓ডিপ্লোমা ইন নার্সিং= ১৫৫০০/-
🍏 ডিপ্লোমা ইন মিডওয়াইফারি = ১৫৫০০/-

📢অগ্রীম ভর্তি হলে ৩০০০ টাকা ডিসকাউন্ট!!!🏄🏄‍♀️🏄‍♂️

📍সিলেট শাখা: মানিক পীর রোড (মেইন গেটের বিপরীতে), নয়া সড়ক, সিলেট

🏨প্রধান কার্যালয় : বিটিআই সেন্ট্রাল প্লাজা (আনন্দ সিনেমা হল এর বিপরীতে), তৃতীয় তলা, ফার্মগেট, ঢাকা।

📲 01812-866416 ☎️01812-866396

🛜 01717929685

#নার্সিং #নার্সিংভর্তিকোচিংসিলেট #সিলেটনার্সিংভর্তিকোচিং #সিলেটনিউরন_নার্সিংভর্তি_কোচিং #এইচএসসি২৪ #নিউরনমানিকপীররোড_নয়াসড়ক_সিলেট

30/10/2024
14/09/2024
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে  সিলেট বোর্ডের HSC/Alim পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সামনে দাঁড়িয়ে তোমার কি এক...
08/07/2024

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিলেট বোর্ডের HSC/Alim পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সামনে দাঁড়িয়ে তোমার কি একটু অজানা রকম অনুভূতি আসছে? একটু ভয়, একটু আনন্দ, একটু শঙ্কা, একটু উচ্ছ্বাস।

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন আগামীর জীবন গড়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

আমাদের প্রত্যাশা তুমি সফলভাবে এই বাধা অতিক্রম করে সাফল্যের পথে নিজেকে একটুখানি এগিয়ে নিবে।

তোমার জন্য দোয়া ও শুভকামনা রইলো, প্রিয় ♥️♥️

🟥 𝟐𝐧𝐝 𝐓𝐢𝐦𝐞 𝐚𝐧𝐝 𝟑𝐫𝐝 𝐭𝐢𝐦𝐞 ব্যাচে ভর্তি চলছে।🟥✅কেন নিউরনের সাথে থাকবেন:-❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁ...
04/07/2024

🟥 𝟐𝐧𝐝 𝐓𝐢𝐦𝐞 𝐚𝐧𝐝 𝟑𝐫𝐝 𝐭𝐢𝐦𝐞 ব্যাচে ভর্তি চলছে।🟥

✅কেন নিউরনের সাথে থাকবেন:-

❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ঢাকা থেকে দেশ সেরা এক্সপার্ট প্যানেলের সমন্বয়ে রচিত নিউরন স্ট্যাডি ম্যাটারিয়াল❇️

🌻আমাদের ক্লাসের মান, ক্লাস শিক্ষক আর স্ট্যাডি ম্যাটারিয়াল অনন্য।🌻

✅জাতীয় মেধায় #বিএসসি_১ম, #ডিপ্লোমা_১মসহ, ২য়, ৩য়, ৪র্থ ও ৭ম সহ প্রথম ২০ জনে ১৬জন এবং সর্বমোট ২৬১২+ জন চান্স পেয়েছে।

⚛️নিউরন নার্সিং ভর্তি প্রস্তুতি কোর্স সমূহঃ
⏺️বিএসসি ইন নার্সিং
⏺️ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
⏺️ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
⏺️সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কোচিং🥰
✅আমরা যে কারনে সেরাঃ-
⚠️সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা।
⚠️অভিজ্ঞ শিক্ষক দ্বারা অফলাইন ক্লাস পরিচালনা।
⚠️নিয়মিত ক্লাস,পরীক্ষা ও মডেল টেস্ট।
⚠️ফ্রি নার্সিং ভর্তি/নিয়োগ গাইড প্রদান।
⚠️গুরুত্বপূর্ণ হ্যান্ড সাজেশন প্রদান।
⚠️ফ্রি লেকচারশিট প্রদান।
⚠️সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা।
👉কোর্সের মেয়াদকালঃ নার্সিং এডমিশন পরীক্ষার পূর্ব পর্যন্ত।
#সিলেট শাখা: আল আমিন ৯৪ ( দ্বিতীয় তলা), মানিক পীর রোড, নয়া সড়ক, সিলেট।

📱01812 866416, (01717-929685)
#নিউরন_সিলেট #সিলেট_নিউরন #নিউরন #নিউরন_সিলেট #নিউরনার্সিংকোচিংসিলেট #নিউরন_নার্সিং_কোচিং_সিলেট

"—সর্বশেষ প্রশ্ন। জ্ঞানীরা বিনয়ী হয়, এরকম একটি কথা এ দেশে খুব জনপ্রিয়। এ বিষয়ে অভিমত জানতে চাই।—না, জ্ঞানীরা বিনয়ী ...
23/06/2024

"—সর্বশেষ প্রশ্ন। জ্ঞানীরা বিনয়ী হয়, এরকম একটি কথা এ দেশে খুব জনপ্রিয়। এ বিষয়ে অভিমত জানতে চাই।

—না, জ্ঞানীরা বিনয়ী হয়— এ কথার সাথে আমি একমত নই। জ্ঞানের সাথে বিনয়ের কোনো সম্পর্ক নেই। বিনয়ী মাত্রই জ্ঞানী নয়। বরং বিনয় হলো অজ্ঞানতা ঢাকার একটি প্রাচীন কৌশল। এটি একপ্রকার অভিনয়, যা দিয়ে নিজের সম্পর্কে অন্যের কাছে সত্য গোপন করা হয়। নিজেকে ইচ্ছে করে ছোট করে দেখা, নিজের সক্ষমতা ও মূল্য সম্পর্কে সারাক্ষণ অস্বস্তিতে ভোগা, সর্বদা এক ধরনের সেলফ-ডিনাউন্সমেন্টের মধ্য দিয়ে যাওয়া, এটিই বিনয়। বিনয়ের ইংরেজিটা দেখুন, হিউমিলিটি, কী চমৎকার শব্দ! হিউমিলিটির মূল উৎস কিন্তু হিউমাস, যার অর্থ মাটি। নিজেকে মাটির মতো পদদলিত ভাবাটাই বিনয়। বাঙালি আদিকাল থেকেই পদদলিত জীবনযাপন করে আসছে। রাজা-বাদশাহ ও মন্ত্রী-ফন্ত্রীর পায়ের চাপে তার মানসিকতা চিড়ে-চ্যাপ্টা হয়ে গেছে। এমন কোনো শাসক বাঙালি পায় নি, যার সামনে গিয়ে সে বুক টানটান করে দাঁড়াতে পেরেছে। মন্ত্রী দেখলেই মুখ কাঁচুমাচু করে সে মাটিতে মিশে যায়। তার কবিতা ও গান ভরে আছে ‘চরণ ধূলি’ নামক একটি শব্দে। পদধূলি তার খুব পছন্দ। ‘মাননীয়’ শব্দটি এখানে এতো বেশি ব্যবহৃত হয় যে, মনে হয়, কোনো অদৃশ্য রাখাল বুঝি তাড়িয়ে বেড়াচ্ছে ষোলো কোটি ভেড়া। কান পাতলেই শোনা যায় স্যার স্যার স্যার স্যার স্যার। সে-হিসেবে আমি বিনয়ী নই। কারণ আমি অভিনেতা নই। কাউকে যাচাই বাছাই না করে সম্মান করি না। আমার মনে পড়ে না, সর্বশেষ কবে কাকে ‘মাননীয়’ ডেকেছি। কারও সাথে ভালো ব্যবহার করা, হাসিমুখে কথা বলা, এগুলো বিনয়ের অংশ নয়। এগুলো সাধারণ সৌজন্যতা। সাধারণ ভদ্রতা। কিন্তু আমরা এতোই অভদ্র, এতোই শিষ্টাচারবর্জিত যে, সাধারণ ভদ্র আচরণকেও এখানে বিনয় বলে ভুল হয়। যাকে চিনি না, জানি না, যার সাথে কোনোদিন ভালো-মন্দ আচরণই করি নি, সে-ও বলছে, আপনি তো বিনয়ী নন! বিনয়ের জন্ম স্লেইভ মোরালিটি থেকে। আমি কি স্লেইভ? কারও সাথে কি আমার দাস-প্রভু সম্পর্ক আছে? কারও সাথে কি আমি খারাপ ব্যবহার করেছি? চড়-থাপ্পড় মেরেছি? গালিগালাজ করেছি? মামলা ঠুকেছি? বাড়িতে বেড়াতে এলে কাউকে না খাইয়ে ছেড়েছি? তারপরও রিকশাওয়ালাকে কিল-ঘুষি মারা লোকজন এসে বলছে, আপনি তো বিনয়ী নন! কারণ আমি তাদের পীর বা প্রভুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। দাসের সামনে যেমন প্রভুর সমালোচনা করা যায় না, মুরিদের সামনেও তেমনি পীরকে দুই কথা বলা যায় না। বললেই শুনতে হয়, জ্ঞানীরা বিনয়ী হয়। নির্বোধ বিনয়ীর চেয়ে চক্ষুষ্মান অহংকারী যে উত্তম, এ খবর বাঙালি রাখে না। মানুষের অহং থাকতে হয়। যে একেবারেই অহংশূন্য, সে শরীর বয়ে বেড়ায় মানুষের, কিন্তু আত্মা বয়ে বেড়ায় ইতরের। মন্ত্রীদের সামনে যে আমাদের সাংবাদিকরা সারাক্ষণ আল্লাহ আল্লাহ করেন, ঘাইঘুই প্রশ্ন করেন, এর মূল কারণ তাদের অহং নেই। অহংহীন মানুষ ইঁদুরের সমান।

—তাহলে কি আপনি মানুষকে অহংকারী হতে বলছেন?

—না, তা বলছি না। অহং ও অহংকার এক জিনিস নয়। অহংকার একটি বদগুণ। অহং হলো স্বাভাবিক আত্মমর্যাদা, যেটি মানুষকে সৎ থাকতে সাহায্য করে। ক্ষমতা ও লোভের পায়ে লুটিয়ে পড়তে নিষেধ করে। সারাক্ষণ কারও প্রশংসা করা বিনয়ের লক্ষণ নয়। এটি সুবিধাবাদ ও চাটুকারিতার লক্ষণ। অহংকার একপ্রকার ভান, যা দিয়ে তিলের সমান ব্যক্তিরা তালের আকার ধারণ করেন। কেউ আত্মবিশ্বাসী, একা একা চলেন, কারও ধার ধারেন না, চুপচাপ থাকেন, কথা কম বলেন, এর মানে এই নয় যে তিনি অহংকারী। আবার কেউ বিশেষ কোনো দেবতার নামে ভক্তিতে গদগদ করছেন, সারাক্ষণ মানুষের মন জুগিয়ে চলছেন, মুখ কাঁচুমাচু করে ‘আমি বিনয়ী! আমি বিনয়ী!’ বলে চিৎকার করছেন, তার অর্থ এই নয় যে লোকটি বিনয়ী। বিনয় হলো স্বাভাবিক ভদ্রতা, সাধারণ শিষ্টাচার। বাংলা ভাষায় বিনয়ের অর্থ পাল্টে গেছে। মতলববাজদেরকে এখন বলা হচ্ছে বিনয়ী।”


—মহিউদ্দিন মোহাম্মদ
পৃষ্ঠা ৩০২-৩০৪, অধ্যায়: বিনয়ী বাঘ
বই: ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেলে ও নার্সিং এ চান্স পাওয়া সকল এমবিবিএস শিক্ষার্থীদের জানাচ্ছি প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা...
19/05/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেলে ও নার্সিং এ চান্স পাওয়া সকল এমবিবিএস শিক্ষার্থীদের জানাচ্ছি প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ♥️♥️

মেডিকেল, ডেন্টাল ও নার্সিং এর যেকোনো বই, এপ্রোন, বোনস ও সার্জিক্যাল ইকুইপমেন্ট এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।🌹🌹

𝗦𝗮𝗽𝗶𝗲𝗻𝘀 𝗢𝘂𝘁𝗹𝗲𝘁

𝗥𝗮𝗷𝗮 𝗠𝗮𝗻𝘀𝗶𝗼𝗻, 𝗭𝗶𝗻𝗱𝗮𝗯𝗮𝘇𝗮𝗿, 𝗦𝘆𝗹𝗵𝗲𝘁
📲 𝟬𝟭𝟳𝟭𝟳𝟵𝟮𝟵𝟲𝟴𝟱

We are here to serve you medical books, bones, instruments, OT & Apron.

🌍অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন- https://www.facebook.com/sapiensbooks/

🎯 বিকাশে ডেলিভারি চার্জসহ টাকা পেমেন্ট করে অর্ডার করতে পারেন- Bkash Number 01717929685 .বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01717929685

📲 দেশি-বিদেশি যে কোন প্রকাশনার বই পেতে যোগাযোগ করুনঃ
01717 929685/ 01791 334270 এই নম্বরে!
( প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত)




সংগৃহীত..….................💯বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাস...
12/04/2024

সংগৃহীত..….................💯
বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

🟪নার্সিং ভর্তি প্রস্তুতি '২৪🟪প্রিয় নার্সিং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা, সময় যত অতিক্রম করছে, প্রতিযোগিতা জ্যামিতিক হারে বা...
20/01/2024

🟪নার্সিং ভর্তি প্রস্তুতি '২৪🟪

প্রিয় নার্সিং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা,
সময় যত অতিক্রম করছে, প্রতিযোগিতা জ্যামিতিক হারে বাড়ছে! সবকিছুই কেমন যেনো কঠিন হয়ে যাচ্ছে। স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা আত্মবিশ্বাসী ও সফলদের দেখতে পাই! তুমি যদি ওদের জীবন নিয়ে পর্যালোচনা করো, দেখতে পাবে ওরা সময়ের সবথেকে সঠিক ব্যবহার করে থাকে। এইচএসসি পরীক্ষার পর পরই নার্সিং ভর্তির কোর্স প্ল্যানের আলোকে বেসিক কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝে নেয়। কঠিন বিষয়গুলো আয়ত্ত করে নেয়।তোমাকেও এভাবে এগিয়ে থাকতে হবে। স্বপ্নের সিঁড়িতে পা রেখে অগ্রসর হতে হবে। তোমাকে লাখো পরীক্ষার্থীদের মাঝে এগিয়ে রাখতেই আমাদের
🩺নার্সিং ভর্তি প্রস্তুতি'২৪🩺 প্রোগ্রাম।

✅কেন নিউরনের সাথে থাকবেন:-

❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ঢাকা থেকে দেশ সেরা এক্সপার্ট প্যানেলের সমন্বয়ে রচিত নিউরন স্ট্যাডি ম্যাটারিয়াল❇️

🌻আমাদের ক্লাসের মান, ক্লাস শিক্ষক আর স্ট্যাডি ম্যাটারিয়াল অনন্য।🌻

✅জাতীয় মেধায় #বিএসসি_১ম, #ডিপ্লোমা_১মসহ, ২য়, ৩য়, ৪র্থ ও ৭ম সহ প্রথম ২০ জনে ১৬জন এবং সর্বমোট ২৬১২+ জন চান্স পেয়েছে।

⚛️নিউরন নার্সিং ভর্তি প্রস্তুতি কোর্স সমূহঃ
⏺️বিএসসি ইন নার্সিং
⏺️ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
⏺️ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

✅আমরা যে কারনে সেরাঃ-
⚠️সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা।
⚠️অভিজ্ঞ শিক্ষক দ্বারা অফলাইন ক্লাস পরিচালনা।
⚠️নিয়মিত ক্লাস,পরীক্ষা ও মডেল টেস্ট।
⚠️ফ্রি নার্সিং ভর্তি/নিয়োগ গাইড প্রদান।
⚠️গুরুত্বপূর্ণ হ্যান্ড সাজেশন প্রদান।
⚠️ফ্রি লেকচারশিট প্রদান।
⚠️সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা।
👉কোর্সের মেয়াদকালঃ নার্সিং এডমিশন পরীক্ষার পূর্ব পর্যন্ত।

তাহলে আর অপেক্ষা কেনো!!ভর্তি হয়ে যাও " নিউরন নার্সিং ভর্তি প্রস্তুতি'২৪"- এ।

#সিলেট শাখা: আল আমিন ৯৪ ( দ্বিতীয় তলা), মানিক পীর রোড, নয়া সড়ক, সিলেট।

📱01812 866416, 01717929685

ভর্তি তথ্য ও সহযোগিতার জন্য সরাসরি হেড অফিসে কথা বলুন।
হেড অফিস - 01743913455, 01518499488

#নিউরন_সিলেট #সিলেট_নিউরন #নিউরন #নিউরন_সিলেট #নিউরনার্সিংকোচিংসিলেট #নিউরন_নার্সিং_কোচিং_সিলেট

প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা,🌹শুধু এক বস্তা বই কিনে দিনরাত ঘরে বসে পড়লেই ভর্তি পরিক্ষায় জয়ী হওয়া যায়না। দরকার স্ট্র‍্যাট...
08/12/2023

প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা,🌹
শুধু এক বস্তা বই কিনে দিনরাত ঘরে বসে পড়লেই ভর্তি পরিক্ষায় জয়ী হওয়া যায়না। দরকার স্ট্র‍্যাটেজি ও টেকনিক। কৌশলগত ভাবে তোমাকে ভর্তি পরিক্ষায় কিভাবে ঠিকে থকতে হবে সেটা নিউরনের প্রস্তুতকৃত সুপার কোর্স প্ল্যান ও শিখন পদ্বতির আলোকে হাতেকলমে শিখানো নিশ্চিত করা হয় আমাদের ক্লাসরুমে। আমরা বিশ্বাস করি সব শিক্ষার্থী সমান নয়। কেউ মেধাবী ও কেউ অপেক্ষাকৃত দুর্বল। তাই পাঠ পরিচালনায় আমাদের দেশ সেরা শিক্ষকমণ্ডলী প্রয়োগ করেন বিভিন্ন পদ্ধতি ও কৌশল। এসব পদ্ধতি প্রয়োগের জন্য তোমাদের পাশে সব ক্লাসে পাবা ওসমানী মেডিকেল কলেজে, সিলেট নার্সিং কলেজ ও দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে সাফল্য অর্জনকারী আমাদের মেধাবী শিক্ষকমণ্ডলী।

🌺🌺রেজাল্ট পরবর্তী ব্যাচে ভর্তি চলছে।🌺🌺
প্রস্তুতি কে শাণিত করতে চলে এসো নিউরনে। 💯

🌻আমাদের ক্লাসের মান, ক্লাস শিক্ষক আর স্ট্যাডি ম্যাটারিয়াল অনন্য।🌻

❇️সিলেট ওসমানী মেডিকেল ও সিলেট নার্সিং কলেজের একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ঢাকা থেকে দেশ সেরা এক্সপার্ট প্যানেলের সমন্বয়ে রচিত নিউরন স্ট্যাডি ম্যাটারিয়াল।

❇সিলেট শাখায় শুরু হয়েছে বিএসসি ও ডিপ্লোমার রেজাল্ট পরবর্তী ব্যাচের ক্লাস। সময় সীমিত, পড়া অনেক। নার্সিং এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আর দেরি না করে প্রস্তুতি নিতেই দ্রুত ভর্তি হয়ে যাও।

🌻নার্সিং ভর্তির সেরা কোচিং #সিলেট শাখায় ♦️বিশেষ ছাড়ে 𝐇𝐒𝐂-𝟐𝟑 ব্যাচে ভর্তি চলছে!!!!!!
✅জাতীয় মেধায় #বিএসসি_১ম, #ডিপ্লোমা_১মসহ, ২য়, ৩য়, ৪র্থ ও ৭ম সহ প্রথম ২০ জনে ১৬জন এবং সর্বমোট ২৬১২+ জন চান্স পেয়েছে।

⚛️নিউরন নার্সিং ভর্তি প্রস্তুতি কোর্স সমূহঃ
⏺️বিএসসি ইন নার্সিং
⏺️ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
⏺️ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
⏺️সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কোচিং🥰
✅আমরা যে কারনে সেরাঃ-
⚠️সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা।
⚠️অভিজ্ঞ শিক্ষক দ্বারা অফলাইন ক্লাস পরিচালনা।
⚠️নিয়মিত ক্লাস,পরীক্ষা ও মডেল টেস্ট।
⚠️ফ্রি নার্সিং ভর্তি/নিয়োগ গাইড প্রদান।
⚠️গুরুত্বপূর্ণ হ্যান্ড সাজেশন প্রদান।
⚠️ফ্রি লেকচারশিট প্রদান।
⚠️সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা।
👉কোর্সের মেয়াদকালঃ নার্সিং এডমিশন পরীক্ষার পূর্ব পর্যন্ত।

#সিলেট শাখা: আল আমিন ৯৪ ( দ্বিতীয় তলা), মানিক পীর রোড, নয়া সড়ক, সিলেট।

📱01812 866416, 01717929685

ভর্তি তথ্য ও সহযোগিতার জন্য সরাসরি হেড অফিসে কথা বলুন।
হেড অফিস - 01743913455, 01518499488

#নিউরন_সিলেট #সিলেট_নিউরন #নিউরন

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880821719054

Alerts

Be the first to know and let us send you an email when Boipatra- বইপত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boipatra- বইপত্র:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share