Sylhet Journalist Unity Club

Sylhet Journalist Unity Club সবার আগে সংবাদ পেতে
'Sylhet Journalist Unity Club'
পেইজে চোখ রাখুন।

দোয়ারাবাজারে নসকসের ৩৪তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ডেস্ক নিউজ:দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়...
15/11/2025

দোয়ারাবাজারে নসকসের ৩৪তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে বর্ণিল আঙ্গিকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ছাতক-দোয়ারা সর্ববৃহৎ এই মেধাবৃত্তি। বৃত্তি পরিক্ষায় ছাতক-দোয়ারা অঞ্চলের ৮০ টির ও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নসকস মেধাবৃত্তি পরীক্ষা-২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি হোসাইন আহমদ এবং সদস্য সচিব মাষ্টার আজিজুর রহমান অলি'র নেতৃত্বে আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টীম আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান। বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় বৃত্তি পরীক্ষার আমেজে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ দেখা দেয়। দু'উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত ছিলো পুরো এলাকা। নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা আগামীতেও প্রয়োজন বলে মনে করেছেন অভিভাবকবৃন্দ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন, নসকস উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, নসকস উপদেষ্টা দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক মাষ্টার রফিজ আলী , উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুর রাশিদ, উপদেষ্টা খলিলুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সভাপতি ও চাটিবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান কয়েছ, সাবেক সভাপতি ব্যাংকার আলাউর রাহমান আলাল, সাবেক সভাপতি রফিকুর রহমান, সাবেক সভাপতি ও সারপিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য ও শ্রিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সাবেক সভাপতি আবিদ রনি, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আলিম, আবু সালেহ মোহাম্মদ বোরহান ও সোহেল মিয়া, নসকস সদস্য মুহিব রহমান, রাগীব রাবেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ফখর উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, ১নং কেন্দ্র সচিব ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, উপ-কেন্দ্র সচিব মাষ্টার মাওলানা আব্দুস শহীদ , ২নং কেন্দ্র সচিব আরিফ আল আশরাফ তানভীর ও উপকেন্দ্র সচিব ইয়াকুব আল হাসান। পরিক্ষায় সহযোগী দায়িত্ব পালন করেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠা বছরেই ১ম মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে (করোনাকালীন দুই বছর ছাড়া) ধারাবাহিকভাবে এ পর্যন্ত ৩৪ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে.. ওসি শফিকডেস্ক নিউজ:ছাতকে কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় স...
10/11/2025

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে.. ওসি শফিক

ডেস্ক নিউজ:
ছাতকে কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০নভেম্বর) বিকাল ৪ টায় কালারুকা বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে কালারুকা বাজার উন্নয়ন কমিটি উপদেষ্টা নজমুল হোসেন’র সভাপতিত্বে ও কালারুকা বাজার উন্নয়ন কমিটির সেক্রেটারী আফতাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, কালারুকা বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ৪নং ওয়ার্ডের সদস্য আবু সাদাত মোঃ দুলাল, কালারুকা উন্নয়ন কমিটির সহ-সেক্রেটারি ফারুক আহমদ। সভায় সাংবাদিক পাপলু মিয়া, কালারুকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল মাসুদ, রইস উদ্দিন রানাসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসানের মৃত্যুতে শোক প্রকাশ ডেস্ক নিউজ:সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর ন...
27/10/2025

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসানের মৃত্যুতে শোক প্রকাশ

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ অক্টোবর) ভোরে তিনি ইন্তেকাল করেন। সদা হাস্যোজ্জ্বল ও সরল স্বভাবের এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬। তিনি স্ত্রী, ৩ মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে সুনামগঞ্জের আমবাড়ী এলাকার শাহানা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহিত জীবনে ৩ জন মেয়ে সন্তানের পিতা হন তিনি। প্রথম মেয়ের বয়স ১০, দ্বিতীয় মেয়ে ৭, তৃতীয় মেয়ে ৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আলী ইনসান মকবুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান মকবুল ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীত প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। এছাড়া “আমাদের ছাতক শহর”, “ঘুমের ঘরে” এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী তিনি। ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন— লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে। অনেকে লিখেছেন- আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই। ভক্তরা বলছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

ছাতক-দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে কাজ করবো... সাদিক সালীম ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলা...
23/10/2025

ছাতক-দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে কাজ করবো... সাদিক সালীম

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ আর উন্নয়ন বঞ্চিত হবে না। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধায় তার নিজ এলাকা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে পথসভা পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক সালীম বলেন, আমরা আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি। কিন্তু কেউ আমাদের ছাতক -দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে পারেনি। অথচ আমাদের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশ ও জনগের স্বার্থের চেয়ে তারা নিজেদের ব্যক্তির স্বার্থই বেশি বাস্তবায়ন করেছে। তাই সকল দল দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ। তিনি বলেন, এখন দেশের মানুষ সচেতন। মানুষ এখন আর অন্ধ যুগের রাজনীতিতে বিশ্বাসী নয়। মানুষ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন ঘটাতে চায় ইসলামি দলকে ক্ষমতায় বসিয়ে। তিনি আগামী নির্বাচনে রিকশা প্রতীকে সকলের নিকট দোয়া, ভোট ও সমর্থন চেয়েছেন। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস’র নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সহ-সভাপতি মাও আলী হায়দার’র সভাপতিত্বে এবং মাও মুফতি জসিমউদদীন নোমান ও মাও মুফতি আব্দুল হাফিজ’র যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাও রহমত আলী, সিলেট মহানগর নির্বাহী সদস্য মাও মুফতি আব্দুস সালাম, ছাতক পৌরসভা সাবেক সভাপতি মাও ইসলাম উদ্দিন। আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাও আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাও আব্দুল খালিক মানিক। এসময় মাও মুফতি আলাউর রহমান, মাও মুফতি সুলতান মাহমুদ, ক্বারী আশিকুর রহমান, মাও হোসাইন আহমদ, সাইদুর রহমান সিদ্দিক, ডাঃ নুর আলম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতির পিতার মৃত্যুতে শোক প্রকাশ ডেস্ক নিউজ:ছাতকে একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি মোঃ আল আমিন এর শ্...
04/10/2025

ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতির পিতার মৃত্যুতে শোক প্রকাশ

ডেস্ক নিউজ:
ছাতকে একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি মোঃ আল আমিন এর শ্রদ্ধেয় পিতা জনাব আবু শামা সাহেব
শনিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় নিজ বাসায়
ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছাতকের প্রবীণ ঠিকাদার হিসেবে সর্ব মহলে পরিচিত ছিলেন।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, একতা শিল্পী গোষ্ঠী'র প্রধান উপদেষ্টা ও ছাতক একতা ফ্রেন্ডস্টাফের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক তানভীর আহমদ জাকির। তিনি শোক বার্তায় বলেন, আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাকে যেন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সহিবার ধৈর্য ধারন করার তাওফিক দান করেন।

ছাতকে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেস্ক নিউজ:ছাতক নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির উদ্যোগে বি...
17/09/2025

ছাতকে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
ছাতক নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকেল ৫টায় ধারন বাজার শাপলা হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আসকির আলীর পরিচালনায় বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত কামাল হোসেন, উত্তর খুরমা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রশিক আলী সাগর, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী। বিএনপি নেতা আব্দুল হাই লিপু।

সমাবেশে বক্তারা বিট পুলিশিং গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ীরা ধারন বাজার ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাতক উপজেলাকে পুলিশের পাশে থেকে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত ছাতক উপজেলা গড়ে তুলার প্রত্যয় করে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা চাই। ইনসাফ ভিত্তিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে পুলিশ কাজ করবে। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের জন্য থানা পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে, এই দেশে আর জুলুমবাজদের ঠাঁই নাই, যারা জনগনের পক্ষে কাজ করবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে থানা পুলিশ তাদের সঠিক মূল্যায়ন করবে।

বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ধারন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট মুরব্বিগন, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

17/09/2025

ছাতকে নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ডেস্ক নিউজ:দৈনিক আলোকিত সিলেটের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে উপলক্ষে ছাত...
28/08/2025

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ:
দৈনিক আলোকিত সিলেটের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে উপলক্ষে ছাতক অফিসের উদ্যোগে সুহৃদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের তাহির প্লাজার চিলিজ রেস্টুরেন্টে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির এর সভাপতিত্বে সুহৃদ আড্ডায় উপস্থিত ছিলেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

IBWS ছাতক পৌর শাখার সভাপতি আব্দুল হাই আজাদ, ইসলামী আন্দোলন ছাতক উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান, পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হুমায়ুন কবির।

ছাতক উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, ছাতক ফারিয়ার সহসাধারণ সম্পাদক সাজু আহমদ তালুকদার, জনপ্রিয় সংগীত শিল্পী আলী ইনসান মকবুল, সাংবাদিক তমাল পোদ্দার, ছাতক উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসাইন।

ফটো সাংবাদিক আমীর আলী, ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সদস্য মাজহারুল ইসলাম মামুন, সাংবাদিক মোহাম্মদ জানে আলম, শিবির নেতা মাহিব আহমদ, সাংবাদিক আব্দুস সালাম সাকিল, জামরুল ইসলাম রেজা ও এমরান হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের এইদিনে ১৭ পেরিয়ে দৈনিক আলোকিত সিলেট ১৮ বছরে পদার্পন করেছে। পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করার পাশাপাশি মানুষের মাঝে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছে। এ পত্রিকার সুনাম এখন সর্বত্র। অতিথিরা পত্রিকার সম্পাদক-প্রকাশক, লেখক- সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনলাইন প্রেসক্লাবের শোকডেস্ক নিউজ:ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে ...
22/07/2025

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনলাইন প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (২২ জুলাই) ছাতক উপজেলা অনলাইন ক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহসভাপতি আহমেদ সফির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

শোক বার্তায় তারা বলেন, বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখীত বোধ করছি। পরিবারগুলোর জন্য আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

খাজনা আদায়ে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ছাতকের এসিল্যান্ড আবু নাছিরডেস্ক নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যে ভূমি উন্নয়কর (খাজনা) আদা...
04/07/2025

খাজনা আদায়ে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ছাতকের এসিল্যান্ড আবু নাছির

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জ জেলার মধ্যে ভূমি উন্নয়কর (খাজনা) আদায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে ছাতক উপজেলা ভূমি অফিস। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির। ছাতক উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিলো ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩ শত ৩৫ টাকা। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা। সে হিসেবে গত ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৫০ লাখ টাকার বেশি ভূমি রাজস্ব আদায় হয়েছে। সাধারণ ভূমি উন্নয়ন করের দাবি ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৯ শত ৮৩ টাকার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা যেখানে আদায়ের হার ১০২.৭৮ শতাংশ। সাধারণ আর সংস্থার ভূমি উন্নয়ন কর মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৯ শত ৪৭ টাকা যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯ শত ৫৮ টাকা। সুনামগঞ্জ জেলার সকল উপজেলার মধ্যে ছাতক উপজেলার সমন্বিত ভূমি উন্নয়ন কর আদায় সর্বোচ্চ। ২য় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা যেখানে সমন্বিত আদায় ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭ শত দশ টাকা।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির যোগদানের পর থেকেই সাধারণ জনগণকে স্বচ্ছ সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সকল নাগরিকদের তিনি হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছেন। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে সরকারী রাজস্ব ও জনসেবার মান। নিজ কর্মগুণে জয় করেছেন সাধারন মানুষের মন। সততা ও কর্মদক্ষতায় পাল্টে দিয়েছেন ছাতক উপজেলা ভূমি অফিসের কার্যক্রমের সার্বিক চিত্র। মানবিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি। ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদ্দ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ছাতক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা শতভাগের উপরে ভূমি উন্নয়ন কর আদায় করেছি যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০ লক্ষ টাকা বেশি। অত্র উপজেলার সকল সচেতন ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এ সাফল্য। আশা করি রাজস্ব আদায়ের এ সাফল্যের ধরা অব্যাহত থাকবে।

ছাতকে সাবেক শিবির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ডেস্ক নিউজ:ছাতকে কলেজ রোডে অবস্থিত ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্...
15/05/2025

ছাতকে সাবেক শিবির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

ডেস্ক নিউজ:
ছাতকে কলেজ রোডে অবস্থিত ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা গেছে, দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক ছাতক ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান সবুজ।

তিনি প্রবাসে চলে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে, এসে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা দুইটি সিসি ক্যামেরা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ছাতকে পুলিশের অভিযানে শিশু কিশোর পরিষদের নেতা গ্রেফতারছাতক প্রতিনিধি:ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান (অপারেশন ডেভিল হান্ট...
18/04/2025

ছাতকে পুলিশের অভিযানে শিশু কিশোর পরিষদের নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি:
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান (অপারেশন ডেভিল হান্ট) পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ছাতক উপজেলার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ছাতক উপজেলার যুগ্ম আহব্বায়ক মোঃ আবু বকর সিদ্দীক (২৬) গ্রেফতার করা হয়েছে। সে পৌরসভার গনক্ষাই গ্রামের মোঃ নুরুল হকের পুত্র।

শুক্রবার ১৮ এপ্রিল বিকেলে ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো.সিকান্দর আলী, এসআই মোহাম্মদ সাদেক, এসআই রেজাউল করিম, এসআই মো.রাহিম মিয়া, পিএসআই বিন-আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মো. তোলা মিয়া বিশেষ অভিযান পরিচালনা করে পাগল হাসান চত্তর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানাগেছে ছাতক থানার মামলা নং-১৫,(১) ২৫ তারিখ১০.০২.২৫ ইংএর সন্দিগ্ধ আসামী মোঃ আবু বকর সিদ্দীক।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Journalist Unity Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share