Tipu Media

Tipu Media ফলো দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ ♥️🥀🎙️
You Can Follow Me ♥️👇

14/03/2025

Ramadan Kareem From SadioMane ♥️🕋 Sadio Mané #টিপুমিডিয়া

বিস্তারিত প্রথম কমেন্টে...  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১...
14/03/2025

বিস্তারিত প্রথম কমেন্টে...
সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছে।

মেয়েটির নাম জিদনি(১১) ,বাবার নাম শরীফ মিয়া ,গ্রাম চাতাল,উপজেলা কটিয়াদি ,জেলা কিশোরগঞ্জ। দারিদ্র্যতার কারনে শরীফ মিয়া তার...
14/03/2025

মেয়েটির নাম জিদনি(১১) ,বাবার নাম শরীফ মিয়া ,গ্রাম চাতাল,উপজেলা কটিয়াদি ,জেলা কিশোরগঞ্জ। দারিদ্র্যতার কারনে শরীফ মিয়া তার সন্তানকে ১ বছর পূর্বে তার দূরসম্পর্কের বোনের বাসায় মেয়েকে কাজের জন্য পাঠায়। মেয়েটিকে সম্পর্কে তার ফুপি কাজের জন্য নেয় ,তার ফুপির নাম আসমা আক্তার(৪০) ,স্বামী নুরুজ্জামান। তারা ঢাকার লালবাগে বসবাস করতেন।

এবার আসি ঘটনায়। জিদনি তার বাসায় কর্মরত অবস্থায় নানান ধরনের নির্যাতনের শিকার হতো। প্রায়ই তাকে গরম পানির ছিটা,গরম খুতনি দারা আঘাত করা হতো। হত্যার বর্ননা যতো দিব ততোই যেন কম হয়ে যাবে মেয়েটার মাথায় ৩টা কোপের দাগ এবং ঘাড় সম্পূর্ন ভাঙ্গা ছিল। এমন নরপশু নির্যাতনের যন্ত্রনায় আনুমানিক ১০-১২দিন আগে শিশুটি মারা যায়। ব্যাপারটা আরো নির্মম হয় তখনই মৃত এই শিশুটিকে ৪/৫ দিন বাসার ফ্রিজে রাখা হয়।ব্যাপারটা খুনি আসমার স্বামী নুরুজ্জামান সেচ্ছায় জবাবদিহি করেন। যেদিন লাশটা মেয়ের গ্রাম চাতালে পাঠায় লাশটাকে বোরখা পরিধান করে মুখ থেকে পা সব ঢেকে দেয়। খুনি আসমা আক্তার সেই লাশটিকে তার ভাই মুজাহিদের মাধ্যমে গ্রামে পাঠায় এবং লাশবাহী এম্বুল্যান্সের সাথে দুইজন লোকও দিয়ে দেয়। লাশটি যখন গ্রামের নিকটে চলে আসে অজ্ঞাত দুইজন ব্যাক্তি মুজাহিদকে এম্বুল্যান্সে রেখে তারা নেমে যায় এর পর তাদের আর খোজ মেলে নি। এর পর মুজাহিদ লাশটিকে বাড়িতে নিয়ে গেলে পরিবার লাশ দেখে শনাক্ত করে এটা কোনো সাভাবিক মৃত্যু না। তাৎক্ষণিক তারা থানায় বিষয়টি জানানো হলে পুলিশ মুজাহিদ কে গ্রেফতার করে। এর পর খুনি আসমার বাবা পরিবারকে টাকার লোভ দেখিয়ে কোনো মামলা না করার জন্য চাপ দিতে থাকে। পুলিশ লাশটির ময়নাতদন্তের পর নিশ্চিত করেন এটা সাভাবিক মৃত্যু নয় ,মেয়েটিকে গরম পানি ,আগুনের ছেক সহ নানান ধরনের নির্যাতন করে মারা হয়। এলাকাবাসি এবং আত্তীয়দের প্রতিবাদে ঢাকার লালবাগ থানায় খুনি আসমা ও তার পরিবারের নামে মামলা করা হয়।

কত হত্যার বিচার তো আপনারা সামাজিক মাধ্যমের ঝড় তুলে সফল করেন। এবার নাহয় জিদনি হত্যার বিচারে আপনারাও আওয়াজ তুলেন। আপনাদের কাছে আকুল আবেদন উক্ত পোস্টটি শেয়ার করেন অথবা নিজের টাইম লাইনে পোস্ট করেন। একবার ভাবুন শিশুটা আপনার মেয়ে অথবা বোন। দয়া করে এটা প্রচার করুন 😊 ছবি ও লেখা সংরক্ষিত এদের বিচার চাই

👇👇👇👇
13/03/2025

👇👇👇👇

13/03/2025

বিশ্বকে আছিয়া জানিয়ে দিলো।
দুলাভাই কিংবা তালই কেউ আপন নয়।
তাদের সাথেও পর্দা করতে হবে।
যেটা ইসলাম ১৪০০ বছর পূর্বেই বলে দিয়েছে..

আছিয়া চলে গেছে মাটির ছোট্ট ঘরে চিরদিনের জন্য।মেয়েটা ঘুমাক শান্তিতে, সেখানে কেউ আর তাকে ডিস্টার্ব করবে না, চাইলেও কেউ ত...
13/03/2025

আছিয়া চলে গেছে মাটির ছোট্ট ঘরে চিরদিনের জন্য।
মেয়েটা ঘুমাক শান্তিতে, সেখানে কেউ আর তাকে ডিস্টার্ব করবে না, চাইলেও কেউ তার জীবন আর কেড়ে নিতে পারবে না।

#শিশু_আছিয়া

13/03/2025

আছিয়া আর নেই!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!💔😭

12/03/2025

১৫ বছরের মেয়ের বৈধ বিয়ে হলে বাবা গ্রেফতার হতে ৯০ মিনিট লাগেনা!
৮ বছরের মেয়ে ধর্ষিত হলে
ধ*র্ষকের বিচার করতে ৯০দিন সময় লাগবে কেন?

12/03/2025

12 জিবি Vs 100 জিবি তারাবী.....!🤣🤪

বিদায় টাইগার ক্রিকেটের পঞ্চপান্ডব! দেশের ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য। তবে, পরিতাপের বিষয় পাঁচজনের একজনও মাঠ থেকে ...
12/03/2025

বিদায় টাইগার ক্রিকেটের পঞ্চপান্ডব! দেশের ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য। তবে, পরিতাপের বিষয় পাঁচজনের একজনও মাঠ থেকে বিদায় নিতে পারলো না! অবশ্য আরও কিছুদিন হয়তো টেস্ট ক্রিকেটে দেখা যাবে মুশফিকুর রহিমকে। আশা করি মাঠ থেকেই অন্তত ক্রিকেটকে বিদায় বলতে পারবেন মুশি...


বিশ্বনাথ বিএনপি নেতা গনি ভাইকে কে বা কারা দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফাটা কইন লুৎফা বাদ মাদ্রাসার পাশে রাস্তায় আহত ক...
12/03/2025

বিশ্বনাথ বিএনপি নেতা গনি ভাইকে কে বা কারা দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফাটা কইন লুৎফা বাদ মাদ্রাসার পাশে রাস্তায় আহত করে ফেলে যায় পরে পথচারী লোকদের সহযোগিতায় এখন তাকে উসমানী মেডিকেলে ভর্তি আছে এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ✊দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক,,,,....✊🥹

12/03/2025

দুজনের মধ্যে কে সেরা ⁉️

Address

Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when Tipu Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tipu Media:

Share