Priyo Entertainment

Priyo Entertainment I am Priyo. this is my page.plz like &share.

মেয়েটার সাথে ছেলেটার সাত বছরের রিলেশন ছিল। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো। নাম মোহনা।ভাইয়ের নাম ছিল শামস। আমাদের হলেই...
26/08/2023

মেয়েটার সাথে ছেলেটার সাত বছরের রিলেশন ছিল। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো। নাম মোহনা।

ভাইয়ের নাম ছিল শামস। আমাদের হলেই থাকতেন। তিন ব্যাচ সিনিয়র। উনাকে কোনদিন হাসি ছাড়া দেখিনি। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসে পাওয়া দুষ্কর ছিল। মেয়েটাকে ভালোও বাসতেন পাগলের মতো। প্রায়ই দেখা যেতো ক্যাম্পাসে হাতে হাত রেখে হেটে চলেছেন দু'জনে। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিতেন শামস ভাই!
মাঝে মাঝেই রাত তিনটা-চারটায় ঘুম থেকে উঠে দেখতাম, হলের করিডোরের এক কোনায় দাঁড়িয়ে ভাই তখনও গুজুর গুজুর করেই চলেছেন!

একটা চাকরির অভাবে সেই সম্পর্কটাই বদলে গেল কী ভীষণভাবে!

ততদিনে ভাইয়ের মাস্টার্স পাস করা শেষ। চাকরি পাচ্ছেন না বলে হলে থেকে গিয়েছিলেন আরও দেড় বছরের মতো। মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষের এক বছরের মাথায়। যাবেই না বা কেন, সুন্দরী মেয়ে, বাসায় বিয়ের প্রস্তাব এসেছে, সেই ছেলে আবার প্রসাশনের ক্যাডার।

→যাওয়ার আগে মেয়ে বলে গিয়েছিল, "চাকরি পাও না, যোগ্যতা নেই, তো প্রেম করতে এসেছিলে কেন?"

ব্রেকাপের পর ভাই প্রায়ই আমার রুমে আসতেন সিগারেট খেতে। হাতে সব সময় কোনো না কোনো বিসিএসের বই থাকতই। ঘন্টার পর ঘন্টা ধোঁয়া ছাড়তেন আর মাঝেমাঝে উনার জীবনের গল্প বলে চলতেন। বাড়ির রান্না ঘরের কোণাটা ভেঙে পড়েছে, বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বাপ আবার পেনশনে গেছে এই বছর ইত্যাদি। মাঝেমাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন। কি যেন ভাবতেন। হয়তো সে ভাবনা আমাদের ধরা-ছোঁয়ার বাইরে!

মাস্টার্সের দেড় বছরের মাথায় শামস ভাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দিয়েছিল তাঁরাই, যারা শামস ভাইয়ের হেল্প পেতে পেতে এতদূর এসেছে, যাদের হলে ব্যবস্থা করে দেয়েছিলেন শামস ভাই নিজেই।

যেদিন বেরিয়ে যান, অঝোর ধারায় চোখ থেকে পানি পড়ছিল। ভার্সিটিতে ক্লাস সেরে এসে দেখি, ভাই বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে চোখে পানি নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিলেন, "আর যাই করিস, প্রেম করতে যাস না ভাই। জীবনটা ছাই বানিয়ে দেবে। "কথাটা কাগজে লিখে দেয়ালে টানিয়ে রেখেছিলাম!

উপরের কথাগুলো প্রায় বছর-দশক আগের।

ইমিগ্রেশন সংক্রান্ত একটা কাজে বহুদিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক কাষ্টমস অফিসারের সাথে যোগাযোগ করতে, বিষেশত, ভার্সিটির কোনো বড় ভাইয়ের সাথে। তাহলে হেল্প বেশি পাওয়া যাই। খুঁজ খবর নিয়ে যা জানতে পারলাম, মাথা ঘুরে যাবার উপক্রম হলো। শামস ভাই এখন ঢাকা এয়ারপোর্টের নামী-দামী কাষ্টমস অফিসার!

সময় করে একদিন গেলাম ভাইয়ের অফিসে। চকচকে সেক্রেটারিয়েট টেবিলের একপাশে বসে ছিলেন ভাই, আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে বুকে বুক মেলালেন। একথা সেকথার পর উঠল, সংসার জীবনের কথা। বললাম, বিয়েটা করিনি এখনো, বোহেমিয়ান জীবনই ভালো লাগছে। ভাইয়ের কথা জিজ্ঞেস করতে বললেন, বিয়ে করেছেন। একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। ভাবী আবার সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার।

অনেকক্ষণ যাবৎ মনের সধ্যে একটা কথা বাজছিল; শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম, "মোহনার কথা মনে পড়ে না, ভাই?" বেশ বড়সড় একটা হাসি দিয়ে বললেন, "নারেহ। জীবনে যা চেয়েছিলাম, তাঁর চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আর এই সব ছোটখাট চাওয়াগুলো পাত্তা পায় না।"

জিজ্ঞেস করলাম, "মোহনার আর কোনো খবর পাননি?" কিছুক্ষন চুপ থেকে বললেন, "শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আর কোনো খবর পাইনি।"

ভাইয়ার গাড়িতে এক সাথে ফেরার পথে ভাইয়ের বলা একটা কথা প্রায়ই কানে বাজে "লাইফে কাউকে ঠকাস নারেহ। লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে। রিভেঞ্জ অফ নেচার!"

সত্যিই, লাইফ কী ভীষণভাবে রং পাল্টায়!

#সংগৃহীত
#অনুগল্প

যাকে পেয়ে যাবেন, তাকে ক্ষণে বিক্ষণে সংসারের নিত্যদিনে ভুলে যাবেন। কিন্তু যাকে পাবেন না, সে সব সময় মনে রয়ে যাবে, ছোট এ...
04/08/2023

যাকে পেয়ে যাবেন, তাকে ক্ষণে বিক্ষণে সংসারের নিত্যদিনে ভুলে যাবেন। কিন্তু যাকে পাবেন না, সে সব সময় মনে রয়ে যাবে, ছোট একটা দীর্ঘশ্বাস হয়ে।

মিলন ভুলাইয়া দেয়,বিরহ ভুলিতে দেয় না..!💔🥺
@অদৃশ্য অনুভূতি

পৃথিবীর শান্ত,ভদ্র,হ্যান্ডসাম,ক্ষমতাধর মানুষটার ১৮ বছরের সংসার জীবন ভেঙে গিয়েছে।মৃত্যুর আগ পর্যন্ত এক সাথে থাকার জন্য এক...
03/08/2023

পৃথিবীর শান্ত,ভদ্র,হ্যান্ডসাম,ক্ষমতাধর মানুষটার ১৮ বছরের সংসার জীবন ভেঙে গিয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত এক সাথে থাকার জন্য একে অপরের প্রতি যে ভালোবাসা কাজ করে,সে শুদ্ধতম অনুভূতির যত্ন নিতে হবে।দুনিয়ার ব্যস্ততা এক পাশে রেখে নিজের মানুষটাকে সময় দিতে হবে।

কারন,ভালোবাসা এমন এক জিনিস যা সৌন্দর্য,টাকা,ক্ষমতা প্রয়োগ করে শেষ পর্যন্ত ধরে রাখা যায় না।

ভালোবাসার অভাব ভাতের অভাবের মতো না।

না খেয়ে থাকার পর যখন খেতে পায়,খাবারের অভাব সহজে ভুলতে পারা যায়।আপন মানুষের কাছ থেকে ভালোবাসা না পেতে পেতে ভালোবাসার অভাবের পাশাপাশি এক ধরনের বিতৃষ্ণা জন্মে।পরবর্তীতে দুনিয়ার সব ভালোবাসা এনে দিলেও সৃষ্টি হওয়া বিতৃষ্ণা আর কাটে না...পৃথিবীর শান্ত,ভদ্র,হ্যান্ডসাম,ক্ষমতাধর মানুষটার ১৮ বছরের সংসার জীবন ভেঙে গিয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত এক সাথে থাকার জন্য একে অপরের প্রতি যে ভালোবাসা কাজ করে,সে শুদ্ধতম অনুভূতির যত্ন নিতে হবে।দুনিয়ার ব্যস্ততা এক পাশে রেখে নিজের মানুষটাকে সময় দিতে হবে।

কারন,ভালোবাসা এমন এক জিনিস যা সৌন্দর্য,টাকা,ক্ষমতা প্রয়োগ করে শেষ পর্যন্ত ধরে রাখা যায় না।

ভালোবাসার অভাব ভাতের অভাবের মতো না।

না খেয়ে থাকার পর যখন খেতে পায়,খাবারের অভাব সহজে ভুলতে পারা যায়।আপন মানুষের কাছ থেকে ভালোবাসা না পেতে পেতে ভালোবাসার অভাবের পাশাপাশি এক ধরনের বিতৃষ্ণা জন্মে।পরবর্তীতে দুনিয়ার সব ভালোবাসা এনে দিলেও সৃষ্টি হওয়া বিতৃষ্ণা আর কাটে না...

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
01/08/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

আমার বিয়ের আজকে ৫বছর হতে চলল। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়না। খুব শখ করেই বাবা ২বোন কে একই পরিবারে ২ভাইয়ের কাছে বিয়ে দিয়েছ...
31/07/2023

আমার বিয়ের আজকে ৫বছর হতে চলল। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়না। খুব শখ করেই বাবা ২বোন কে একই পরিবারে ২ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিলেন।
আমার বিয়ের ৩বছর পর বিয়ে হয় আমার বোনের আর আমার ছোটো দেবরের।
আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চাকাচ্চা না থাকায় এখন উনি সবসময় আমার উপরে রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন।
বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে আসলো আমি ব'ন্ধ্যা। আমার কখনো বাচ্চা হবেনা।
আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয়না।

রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমায় বলল, দেখো মা যা হওয়ার মেনে যাও। আমি আমার বড় ছেলেকে আমি আবার বিয়ে করাবো আমার সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নাই।

আমি জানি আমার স্বামী ও তাই চায় তাই মেনে নিলাম। কারন আমার আদরের আরেক বোন যে আমার দেবরের বউ। আমি কিছু বললে যদি তার সংসার ভাঙে।
বিয়ে টা হয়ে গেলো আর আমার স্বামী ও এখন ওর নতুন বউ নিয়ে ব্যাস্ত।
আমিও একটা ছোটো জব নিয়ে নিলাম নিজের জন্য।

২বছরের মাথায় দেখতে পেতাম আমার বোন কেও আমার শাশুড়ি যা তা বলে কথায় কথায় অপমান
করতো। আর আমার বোন আমার কাছে বসে কাদঁতো।
একদিন আমার শাশুড়ি বলল, তোর বোন ও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুই ও তোর বোনের মতোই ব'ন্ধ্যা নাকি।
আমার শাশুড়ি এই কথা আমার গায়ে জ্বা'লা ধরানোর জন্য যথেষ্ঠ ছিলো।
আমার দেবর ও আমার বোন কে নিয়ে পরীক্ষা করাতে গেলো। আর রিপোর্টে আসলো,

আমার ছোটো দেবর কোনোদিন বাবা হতে পারবেনা,
হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায়,

আমার শাশুড়িকে ওইদিন বলতে শুনেছিলাম,
দেখো মা তুমি মেয়ে মানুষ,
আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিলো তাইনা.? তুমিও তাকে অনেক ভালোবাসো, জীবনে তো বাচ্চাই সব না, আমরা কয়দিন ই বা বাচবো আর।
কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায়, সে তোমায় আগলে রাখতে চায়। তুমি ছেড়ে গেলে সে ভেঙে যাবে।

আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুঁচকি হাসি দিয়ে আমার শাশুড়ি ২হাত ছেড়ে দেয় আর বলে,

মা একদিন আমার বোন কে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব। মা না হলে তাদের জীবনের কোনো মুল্য নেই।
ওইদিন যে আমার বোন টা ভেঙে গিয়েছিলো, আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন।
কোথায় ছিলো আপনার এই ন্যায় কথা?

শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয়, সাথে থাকা আমার স্বামী ও।

আমি ওইদিন আমার বোন কে অবাক হয়ে দেখেছিলাম।
ও আমার হাত ধরেই বাড়ি ছেড়ে দেয়।

আজ আমার বোনের ২টা ছেলে আর ১টা মেয়ে আছে।
ওর সুখের সংসারে।
আর আমার ২টা জমজ মেয়ে আছে। আমি একজন কে বিয়ে করেছিলাম বাবার পছন্দে, তার ওয়াইফ ডেলিভারির সময় মা'রা যায়।
আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি, তারা জানেনা আমি তাদের মা নই।
আমিও তাদের জানাইনি।
হোক না আমারি তারা।
জন্ম না দিলে কি মা হওয়া যায়না...!!!!!

pic for attention. 🫰

নারীকে চুল ধরে মেরোনা.....লোকে মন্দ কইবে.....😊😊😊নারীকে গালে মেরোনা... তাহার সৌন্দর্য নষ্ট হইবে...🤗🤗🤗নারীকে কারো সামনে লজ...
30/07/2023

নারীকে চুল ধরে মেরোনা.....
লোকে মন্দ কইবে.....😊😊😊

নারীকে গালে মেরোনা...
তাহার সৌন্দর্য নষ্ট হইবে...🤗🤗🤗

নারীকে কারো সামনে লজ্জা দিওনা....
তোমার আত্মসম্মান কমে যাইবে.. 😚😚😙

নারীকে হাত মুচড় দিওনা
তোমায় পিপাসার জল কিভাবে দিবে?😥😥😥

নারীকে পায়ে আঘাত করোনা!
তোমার সাথে পথ কিভাবে চলবে🙄🙄🙄

নারীকে স্বতিত্বের দাগ দিওনা!
সে অস্বতী হয়ে যাবে.....😏😏😏

নারীকে কোমরে আঘাত করোনা!
তোমার তৃপ্তি কমে যাবে....😌😌😌

নারীকে বুকে আঘাত করোনা!
তোমার সন্তান কষ্ট পাবে..😐😐😐

নারীকে ঘৃনা করোনা!
তুমি ঘৃনিত হবে....😐😐😐

নারীকে একটু ভালোবাসা দেও সে
তোমাকে স্বর্গের ভালোবাসা এনে দিবে।😍😍😘😘😘

Address

Habiganj Sadar
Sylhet

Telephone

+8801914682535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Entertainment:

Share