NOVO RONG

NOVO RONG My page is Multiple Video Create | Various Video page |

17/07/2025

Dubai Bus Travelling | Explore | World | Destinations | On The Way | NOVO RONG |

05/07/2025

🛑 আমিরাত তথা দুবাই ভিসা আপডেট - ২০২৫ 🛑

বর্তমানে আমিরাতের বাইরে থেকে আসা বেশিরভাগ ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে।
🔹 নরমাল লেবার ভিসা: সম্পূর্ণরূপে বন্ধ ✅
🔹 মাজরা / আরবি ঘরের ভিসা: বন্ধ ✅
🔹 হাই প্রোফেশনাল ভিসা: কিছু কিছু হচ্ছে, তবে সব ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রে রিজেক্ট আসে❌
🔹 বিজিট ভিসা (Outsider):
• কোম্পানির ট্রেড লাইসেন্স
• ব্যাংক স্টেটমেন্ট
• একাউন্টে মিনিমাম $4000 সমপরিমাণ টাকা থাকা বাধ্যতামূলক
🔹 ফ্যামিলি/সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা:
• এম্বাসি এপ্রুভাল থাকলে কিছু ক্ষেত্রে হচ্ছে
🔸 ইনসাইড ভিসা ট্রান্সফার: সম্পূর্ণরূপে বন্ধ ❌
🔸 ক্যান্সেল ভিসা: শুধুমাত্র Partner Visa হচ্ছে, তবে খরচ অনেক বেশি।
• (ইনসাইডে যারা ক্যান্সেল অবস্থায় আছেন, তাদের জন্য ভবিষ্যৎ এখনও অনিশ্চিত)

⚠️ ফ্রী-জোন বা ট্রান্সগ্রাড কোম্পানির ভিসা সবসময় চালু থাকে, তবে এগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ, তাই সতর্ক থাকা উত্তম।

📢 বিশেষ সতর্কতা:
অনেকে এই তথ্য জেনেও টাকা লেনদেন করে প্রতারণার শিকার হচ্ছেন। দয়া করে যাচাই-বাছাই ছাড়া কারো সাথে আর্থিক লেনদেনে জড়াবেন না।

✅ আরও আপডেট জানতে আমাদের পেজ ফলো করুন:
👉 Sabila online fashion — at United Arab Emirates Dubai.

গত মাসে রেলের ৭টি বিভাগীয় প্রধান রেলওয়ে অনলাইন টিকিট বিক্রি করে আয় হয়েছে! ০১. ঢাকা ৪৪ কোটি ২৮ লক্ষ ২ হাজার ৮শ ২৫. টা...
28/06/2025

গত মাসে রেলের ৭টি বিভাগীয় প্রধান রেলওয়ে অনলাইন টিকিট বিক্রি করে আয় হয়েছে!

০১. ঢাকা ৪৪ কোটি ২৮ লক্ষ ২ হাজার ৮শ ২৫. টাকা।

০২. চট্টগ্রাম ১১ কোটি ৮৩ লক্ষ ৬৭ হাজার ১শ ৪৩ টাকা ।

০৩. রাজশাহী ৭ কোটি ৩১ লক্ষ ৫৭ হাজার ৯শ ৯৪ টাকা।

০৪. সিলেট ৩ কোটি ৮৫ লক্ষ ৯৫ হাজার ২শ৩৩ টাকা।

০৫. খুলনা ৩ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ২শ২১ টাকা।

০৬. ময়মনসিংহ ৯৮ লক্ষ ৭৭ হাজার ১শ ৭৩ টাকা।

সর্বশেষ ০৭. রংপুর ৮০ লক্ষ ২৪ হাজার ৭শ ২১ টাকা।

আশ্চর্য হলাম খুলনায় তিন দিক দিয়ে রেললাইনে ঢাকা যাওয়া যায় আবার সিলেটের কালনী ১৩ লোড এবং জয়ন্তিকা/উপবন পাহাড়িকা/উদয়ন ১৪ লোডের ট্রেনগুলো খুলনার ব্রডগেজ ট্রেনের কাছে খেলনা বাচ্ছার ট্রেনের মতো
সিলেটের ৩ টা ট্রেন খুলনার ব্রডগেজের একটা ট্রেনের সমান সেই খুলনা কিভাবে সিলেটের নিছে হলো?

আর সিলেটের ৬ টা ট্রেন দিয়ে যদি এই পরিমাণের আয় হয় তাহলে ভাবুন ময়মনসিংহের মতো লোকাল মেইল কমিউটার সব মিলিয়ে ১৬/১৭ টা ট্রেন যদি সিলেটের দিকে চলতো তাহলে আয় কোথায় গিয়ে ঠেকতো?

সিলেট - ময়মনসিংহ সিলেট - ঢাকা নন স্টপ সিলেট - কক্সবাজার এই তিনটা রুটে ট্রেন চালু হলে আমরা বিশ্বাস করি রেলের আমুল পরিবর্তন আসবে সিলেটকে দিয়ে। দয়া করে একটু সুনজর দিয়ে দেখুন সিলেটের প্রতি 🙏

নতুন আসা কোরিয়ান কোচের শোভন চেয়ার। 😊❤️দেখতে আগের মতো হলেও, সিটগুলো আগের চেয়ে অনেকটাই নরম এবং আরামদায়ক মনে হলো৷ 📸 Railfan...
26/06/2025

নতুন আসা কোরিয়ান কোচের শোভন চেয়ার। 😊❤️

দেখতে আগের মতো হলেও, সিটগুলো আগের চেয়ে অনেকটাই নরম এবং আরামদায়ক মনে হলো৷

📸 Railfan Gallery

সকল ট্রেনের লাইভ লোকেশন একদম বিনামূল্যে - (লাইভ লোকেশন)ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যার...
23/06/2025

সকল ট্রেনের লাইভ লোকেশন একদম বিনামূল্যে -

(লাইভ লোকেশন)

ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যারা নিতে হবেনা। পিডিবির একজন ইঞ্জিনিয়ার (আসিফুজ্জামান আসিফ, বুয়েট গ্র‍্যাজুয়েট) নিয়ে এলো তার ই সমাধান একদম ফ্রি তে।

ট্রেন এ আমরা কম বেশি সবাই উঠেছি।ট্রেন এর নানা অসঙ্গতির মধ্যে একটি হলো সময়মতো না ছাড়া। তাই প্রতিটি ট্রেন এর বর্তমান অবস্থান জানা একজন ট্রেন যাত্রীর জন্য জরুরি। সেই বাংলাদেশ ট্রেন এর সকল ট্রেন এর লাইভ লোকেশন , বর্তমান গতি, পরবর্তী স্টেশন, পরবর্তী স্টপেজ স্টেশন, ট্রেন ছাড়তে কতক্ষন, ট্রাই শেষ গন্তব্যে পৌছাইতে কত বাজবে এইসব তথ্য পাবেন এই ওয়েব অ্যাপ এ । শুধুমাত্র সার্চ বার এ আপনার ট্রেন নং অথবা ট্রেন নাম লিখে দিলেই ট্রেন এর বর্তমান অবস্থা জানতে পারবেন সম্পূর্ণ ফ্রী তে।যদিও sms এর মাধ্যমে লোকেশন জানা যায় কিন্তু সেটা চার্জ প্রযোজ্য এবং সেটা ডাইনামিক না। এর এই অ্যাপ এ সব তথ্য পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রী।প্রতি ৫ সেকেন্ড পর পর ট্রেন এর লাইভ লোকেশন দেখতে পারবেন। আশা করি জীবনে করো না কারো কখনো কাজে লাগবে। ওয়েব অ্যাপ টি পরবর্তীতে গুগল ম্যাপে লাইভ লোকেশনসহ আরো ফাংশন অ্যাড করার পরিকল্পনা রয়েছে। iOS ও Android এর জন্য অ্যাপও আসবে ইনশাআল্লাহ।

(লিংক কমেন্টে)

© Jibon Ahmed ভাই

আপডেট! আপডেট! আপডেট! হবিগঞ্জের স্থানীয় ব্যানার হবিগঞ্জ- সিলেট এক্সপ্রেস (বিরতিহীন) এর বহরে যুক্ত হয়েছে আরো এক ইউনিট বা...
22/06/2025

আপডেট! আপডেট! আপডেট!
হবিগঞ্জের স্থানীয় ব্যানার হবিগঞ্জ- সিলেট এক্সপ্রেস (বিরতিহীন) এর বহরে যুক্ত হয়েছে আরো এক ইউনিট বাস। বাসটি পূর্বে দোলা পরিবহনে ছিল। দোলা পরিবহনে থাকাকালীন সময়ে বাসটিতে ৪১ টি সিট থাকলেও বর্তমানে ৪৫ টি সিট ব্যবহার করা হবে।
উল্লেখ্য হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস এর বহরে প্রায় ১৮০+ বাস রয়েছে তার মধ্যে ১৫০+ ওয়ানজে।১৭৩ রয়েছে গুটিকয়েক। লেল্যান্ড, টাটা ও রয়েছে।
বাসটি মাসে ১৫/২০ দিন হবিগঞ্জ - সিলেট ভায়া আউশকান্দি রুটে চলাচল করবে। মাসের বাকি ১০/১৫ দিন হবিগঞ্জ -সিলেট ভায়া মৌলভীবাজার রুটে চলাচল করবে। মাঝেমধ্যে হবিগঞ্জ -মাধবপুর রুটেও দেখা যেতে পারে। এটিই তাদের পলিসি।
বর্তমান সময়ে এসে অনেক বড় বড় ব্যানার যেখানে ভারতমুখী সেখানে তারা বহরে ওয়ানজে যুক্ত করছে যা অবশ্যই স্বস্তিদায়ক!
এই রুচিশীলতা, স্বস্তিদায়কতা বজায় রাখুক এই প্রত্যাশায় ❤️

২৬১৬-৭১৮ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। ২৬ সিরিজ এবং ২৯ সিরিজ ইঞ্জিন নিয়ে বেশিরভাগ ট্রেন চলে সিলেট সেকশনে কিন্ত ২৯০০ সিরিজ ইঞ...
21/06/2025

২৬১৬-৭১৮ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন।

২৬ সিরিজ এবং ২৯ সিরিজ ইঞ্জিন নিয়ে বেশিরভাগ ট্রেন চলে সিলেট সেকশনে কিন্ত ২৯০০ সিরিজ ইঞ্জিন ফেইল মারে বেশিরভাগ সিলেট সেকশনে পুরনো ইঞ্জিন দিয়ে চালালে ফেইল তো মারবেই। এতো ৩০০০ সিরিজ ইঞ্জিন আসার পড়েও সিলেটর ইঞ্জিন সংকট কাটাতে পারে নাই রেলওয়ে। এতে যাত্রীদের ভোগান্তি
বেড়েই চলেছে। যাত্রী চাহিদা বাড়লেও বাড়ে নাই সিলেট -ঢাকা সিলেট -চট্রগ্রাম রুটে বাড়ে নাই নতুন ট্রেন। সব থেকে পিছিয়ে আছে সিলেট রেলওয়ে উন্নয়ন আমরা চাই অন্য বিভাগের মতো সিলেটও উন্নয়ন হোক নতুন ট্রেন আসুক।

18/06/2025

Short stories | Time Lapse | Solo Travel | Bus Travel | Explore | 🎥IiPhone 12 NOVO RONG

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when NOVO RONG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOVO RONG:

Share

Category