Kulaura Express

Kulaura Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kulaura Express, Social Media Agency, Kulaura, Sylhet.

25/06/2025

আনজুম স্মরণে: পিতা-মাতার সাথে দেখা করে কবর জিয়ারত করলেন এডভোকেট আবেদ রাজা

সদ্য নির্মমভাবে হ*ত্যা*র শিকার হওয়া আনজুমের পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক প্রকাশ করেন এডভোকেট আবেদ রাজা। পরে তিনি আনজুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। #কুলাউড়া #কুলাউড়া_এক্সপ্রেস

কুলাউড়ায় নাফিজা জান্নাত আনজুম হ*ত্যা কান্ডের জরিত প্রধান আসামির সর্বোচ্চ বিচার ফাঁ*সির দাবিতে,আগামীকাল বাদ যোহর কুলাউড়া ...
16/06/2025

কুলাউড়ায় নাফিজা জান্নাত আনজুম হ*ত্যা কান্ডের জরিত প্রধান আসামির সর্বোচ্চ বিচার ফাঁ*সির দাবিতে,আগামীকাল বাদ যোহর কুলাউড়া ডাক বাংলা মাঠে,একটি মানববন্ধনের আয়োজন করা হইয়াছে উক্ত মানববন্ধনে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
আয়োজনে: কুলাউড়া সাধারণ শিক্ষাথীবৃন্দ।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউনকুলাউড়া হারিয়ে যাওয়া এই মেয়েটির বস্তা বন্দি লাশ কিছুক্ষণ আগে পাওয়া গেছে!!বিস্তারিত ...
14/06/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
কুলাউড়া হারিয়ে যাওয়া এই মেয়েটির বস্তা বন্দি লাশ
কিছুক্ষণ আগে পাওয়া গেছে!!

বিস্তারিত আসচে"

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা নিখোঁজ, সহযোগীতা চায় পরিবার
14/06/2025

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা নিখোঁজ, সহযোগীতা চায় পরিবার

11/06/2025

গত রাতে আব্দুল হালিম নামের এক ইমাম সাহেবকে নিয়ে আমাদের পেইজে একটি পোস্ট করা হয়েছিল, যেখানে তাঁর বিরুদ্ধে একটি শিশু নির্যাতনের অভিযোগ উল্লিখিত ছিল। পরবর্তীতে বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে আমরা কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাইনি।

তাই সংশ্লিষ্ট পোস্টটি আমরা সরিয়ে নিয়েছি এবং এই ভুল তথ্যের ভিত্তিতে পোস্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কাউকে ভুলভাবে উপস্থাপন করার জন্য আমরা দুঃখিত এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

নিখোঁজ সংবাদ : কুলাউড়া'র স্কুল শিক্ষার্থী মাইশা জান্নাত ইতি নিখোঁজ। নাম: মাইশা জান্নাত ইতিপিতা: ইবরাহিম মিয়াবয়স: ১৩ বছরউ...
19/05/2025

নিখোঁজ সংবাদ : কুলাউড়া'র স্কুল শিক্ষার্থী মাইশা জান্নাত ইতি নিখোঁজ।

নাম: মাইশা জান্নাত ইতি

পিতা: ইবরাহিম মিয়া

বয়স: ১৩ বছর

উচ্চতা: ৫ ফুট

গায়ের রঙ: শ্যামলা

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাইশা জান্নাত ইতি রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় স্কুলে যেতে বাড়ি থেকে রওয়ানা হয়। এর পর থেকেই আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্কুলের খবর নিয়ে জানা যায় সেদিন সে স্কুলেও যায়নি। ইতি হাজীপুরের কছুমলিপার গ্রামের প্রবাসী ইবরাহিম মিয়ার মেয়ে। হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সুত্র জানায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজেও ইতির কোন সন্ধান পাওয়া যায়নি। হারানোর সময় ইতির গায়ে হিজাব, সেলোয়ার-কামিজ ও সু-জুতা পড়নে ছিলো। তার সন্ধান পেতে দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পরিবার। ঘটনার পেক্ষিতে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

যদি কেউ ইতির সন্ধান পেয়ে থাকেন যোগাযোগ করুন

মোবাইল: ০১৯৮৭-৭১৮৫৬৫

সারাদিন নিউজ আইলো মমতাজ একটা বাসা থেকে আটক। কিন্তু বাসার মালিকের নাম কোন চ্যানেল নিলো না! তার কারণ, মমতাজ যে এপার্টমেন্ট...
18/05/2025

সারাদিন নিউজ আইলো মমতাজ একটা বাসা থেকে আটক। কিন্তু বাসার মালিকের নাম কোন চ্যানেল নিলো না! তার কারণ, মমতাজ যে এপার্টমেন্টে লুকিয়ে ছিল সেই এপার্টমেন্টের মালিক হচ্ছেন বিএনপির বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন।🥴🙄

14/05/2025

কুলাউড়ার রাজনীতিতে আলোড়ন: লাইভে মুজিববাদ জিন্দাবাদ স্লোগান দিলেন এন সি পি নেতা ইব্রাহিম❓

কুলাউড়ায় এনসিপির নেতার মুখে ব্যতিক্রমী স্লোগান?

゚videoviralシallシ2025

কুলাউড়া'য় আবারও গুজব...গুজব রটিয়ে ভাল মানুষ হত্যা আগে ও হয়েছে, আজ কুলাউড়া কটারকোনায় পরিবহন শ্রমিক নেতা মোশাররফের উপর ছেল...
11/07/2024

কুলাউড়া'য় আবারও গুজব...

গুজব রটিয়ে ভাল মানুষ হত্যা আগে ও হয়েছে, আজ কুলাউড়া কটারকোনায় পরিবহন শ্রমিক নেতা মোশাররফের উপর ছেলে ধরা সন্দেহে হামলা হয়েছে।

কুলাউড়ায় নিখোঁজ সোহাগ মিয়া’র লাশ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদ্ধারকারী আহত।কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এল...
08/07/2024

কুলাউড়ায় নিখোঁজ সোহাগ মিয়া’র লাশ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদ্ধারকারী আহত।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা মোঃ সোহাগ মিয়া’র (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ০৭/০৮/২৪ ইং সকাল ১০ টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়া’র পর আজ সকালে বাড়ির পাশে জমির পানিতে তার লাশ পাওয়া যায়।

রাউৎগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল মুক্তাদির মনু ঘটনা’র সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল থেকে সোহাগ মিয়া নিখোঁজ ছিলেন পরবর্তীতে অনেক খোজাখুজি’র পর আজ বাড়ির পাশে তার মৃত দেহ পাওয়া গেছে। বিদ্যুৎতের খুটির টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে সোহাগ মিয়ার মৃতদেহ উদ্ধার করার সময় উনার ভাতিজি জামাই সুলতান মিয়া(৫০)বিদ্যুৎস্পৃষ্ট হলে আশংকা জনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উত্তর কুলাউড়া এলাকায় তিনটি গাড়ির সং'ঘর্ষ ট্রাক, লাইটেস ও সিএনজি অটোরিকশার সং'ঘর্ষ। স্থানীয় লোকজন জানিয়েছেন- দ্রুতগামী এক...
01/07/2024

উত্তর কুলাউড়া এলাকায় তিনটি গাড়ির সং'ঘর্ষ

ট্রাক, লাইটেস ও সিএনজি অটোরিকশার সং'ঘর্ষ। স্থানীয় লোকজন জানিয়েছেন- দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাক লাইটেস ও সিএনজি অটোরিকশাকে সজোরে ধা’ক্কা মেরে এই দূ’র্ঘট’নাটা ঘটিয়েছে। কুলাউড়া ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

28/06/2024

রেললাইনের উপরে সিলেটের বন্যার পানি,
📌কুলাউড়া- বরমচাল সেকশন।

Address

Kulaura
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulaura Express:

Share