Islamic lifestyle

  • Home
  • Islamic lifestyle

Islamic lifestyle Islam is the best way to perfect our life.

17/12/2025
17/12/2025



01/12/2025

৫ মিনিটের রুকইয়াহ চ্যালেঞ্জ
“শুধুমাত্র নারীদের জন্য:

যেসব নারীরা ‘আশিক জ্বীন’, ‘জাদু’, অথবা বিবাহ ও সন্তানপ্রাপ্তিতে বাধাগ্রস্ত হওয়ার সমস্যায় ভুগছেন—
তারা ডান হাতটি জরায়ুর উপর/তলপেটে রাখুন এবং কয়েক মিনিট এ দো‘আরি পড়ুন:
অন্তত ৫/১০ থেকে মিনিট পড়ুন।

بِسۡمِ اللهِ وَاللهُ أَكْبَرُ، تُفَجَّرُ عُقَدُ الأَرۡحَامِ
বিসমিল্লহি ওয়াল্লাহু আকবার, তুফাজ্জারু উকাদুল আরহাম।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, এবং আল্লাহ সবচেয়ে বড়, (আল্লাহর ইচ্ছায়) গর্ভাশয়ের সমস্ত গিট খুলে যাবে।

অতঃপর অনুভূতি কি বা কি ইফেক্ট হয় জানান।

19/11/2025

Some people define blessing as a form of money or possessions. But the biggest blessing is having people in our lives who truly care for us without expecting anything in return. People we can count on when things get rough. May Allah bless us with such genuine people.

18/11/2025

SubhanAllah

✨"যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন কেবল ভালো কথাই বলে অথবা নীরব থাকে।কারণ আল্লাহ তাআলা বলেছেন—> “তারা যেন উত্তম ক...
09/11/2025

✨"যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন কেবল ভালো কথাই বলে অথবা নীরব থাকে।
কারণ আল্লাহ তাআলা বলেছেন—

> “তারা যেন উত্তম কথা বলে, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে।”
> - 📖(সূরা আল-ইসরা ১৭:৫৩)



এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।”  কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে ...
07/11/2025

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।”
কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে যখন গোসল করতে যায়, সে গান গাইতো- "কাছে এসো, কাছে এসো, কাছে এসোনা..."

ক্লোজআপ কাছে আসার গল্প এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এ গানটা অনেকবার শুনেছেন৷ এই মেয়ে গোসল করতো আর গুনগুন করে এই গান গাইতো৷ জ্বিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো কাছে এসো বলতো আমি থাকতে পারতাম না।

জ্বিনের আরো কিছু তথ্য শুনে আরো অবাক হবেন।
মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করত না। গোসলখানার কাপড় রাখার রেক ই রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করতো। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার র*ক্তের প্যাডও বাথরুমে রেখে দিত।

জ্বিনের দাবি সেখান থেকে নাপাকির ঘ্রাণ আমাকে তার দিতে টানতো। যার কারনে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি।

এ বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করে। আসলে বিষয়গুলি এখানে বলাটাও লজ্জাকর। কিন্তু বলাটা জাষ্ট সতর্কতার জন্য। সাবধানতার জন্য।

আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে৷
তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এ বিষয়গুলির প্রতি খেয়াল রাখে তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা।

বিশেষ করে গোসলখানায় যাবার আগে "দোয়া পড়া"। গোসলখানায় জরুরতের বেশি সময় না দেয়া অর্থাৎ দ্রুত কাজ শেষ করা৷ গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া। গোসলখানায় ভেজা কাপড় বা কোন প্যাড না রাখা৷ লাইট অফ রেখে গোসল না করা৷ এ কাজগুলি খুব গুরুত্বসহকারে মনে রাখা৷ সকাল সন্ধার মাসনুন আমল গুরুত্বসহকারে করা।

মনে রাখবেন আপনার অসতর্কতার কারনে যদি জীবনে একজন এই খবিস জ্বিনের আক্রান্তে পড়ে যান। এটার মাশুল আপনাকে সারাজীবন দিয়ে যেতে হবে৷

আশ্বিক জ্বিন ভয়ানক, সে যার পিছনে লাগে, তাকে তিলে তিলে শেষ করে দেয়।

লেখা : রাক্বী মোহাম্মদ বিন ইয়ামিন

30/10/2025

Be careful about that Don’t be taghoot

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share