23/10/2025
সিলেট জেলা মোটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন (রেজি: নং–২৬২৪) এর অন্তর্ভুক্ত চালিবন্দর আঞ্চলিক শাখার (২০২৫–২০২৮) সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় বড় ভাই রজব আহমেদ টিপু ও সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বেলাল আহমদ।
ভাইদের আন্তরিক অভিনন্দন ও মোবারাকবাদ জানাই।