Ismail Ahmed Akash

Ismail Ahmed Akash I am Proud Because I am From the Ummah of Hazrat Muhammad (S.)

এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। ছোট ভাই ও বোনেরা রেজাল্ট যেমনই হোক। রেজাল্টের উপর ডিপেন্ট করে যদি নিজের কোনো ক্ষতি কর...
10/07/2025

এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। ছোট ভাই ও বোনেরা রেজাল্ট যেমনই হোক। রেজাল্টের উপর ডিপেন্ট করে যদি নিজের কোনো ক্ষতি করো। সেটা তোমারই ক্ষতি।

ধরো তোমার রেজাল্ট খারাপ হলো। তোমার বন্ধু বান্ধবীর রেজাল্ট তোমার চেয়ে ভালো হলো। এজন্য যদি তুমি রাগে বা মন খারাপে বা অভিমানে নিজের কোনো ক্ষতি করো সেই ক্ষতি টা কিন্তু তোমার বন্ধু কিংবা বান্ধবীর হবে না, তোমারই হবে। সুতরাং জীবনে ভাই যা আছে তাই হবে বাট নিজের কোনোই ক্ষতি করা যাবে না।

তুমি নিশ্চয়ই রেজাল্ট খারাপ হোক এমন লেখা লিখো নাই পরীক্ষার খাতায়। তোমার কপালে যেটা ছিলো সেটাই হয়েছে।

শুভকামনা থাকবে তোমাদের জন্য ❤️🤝❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Alal Miah, Ali Ali, Dadd Dadd, Nurul Haq, Asisena Rom...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Alal Miah, Ali Ali, Dadd Dadd, Nurul Haq, Asisena Romero

08/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

04/07/2025

মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় 😔😔

আলহামদুলিল্লাহ নতুন বছরের কানিশাইল খেয়া ঘাটের নৌকা ভাড়ার নতুন চার্ট আজকে আমরা জেলা পরিষদ থেকে সংগ্রহ করেছি।এতে উল্লেখ কর...
03/07/2025

আলহামদুলিল্লাহ নতুন বছরের কানিশাইল খেয়া ঘাটের নৌকা ভাড়ার নতুন চার্ট আজকে আমরা জেলা পরিষদ থেকে সংগ্রহ করেছি।
এতে উল্লেখ করা আছে যারা প্রতিদিন খেয়া পারাপার হবেন তারা ১জন ব্যক্তি প্রতি মাসে খেয়া পারাপারের জন্য মাসিক অগ্রিম ৩০০ এবং বার্ষিক ১৫০০ টাকা দিলে তার সকল টাকা আদায় হয়ে যাবে। ( আলহামদুলিল্লাহ নতুন বছরের কানিশাইল খেয়া ঘাটের নৌকা ভাড়ার নতুন চার্ট আজকে আমরা জেলা পরিষদ থেকে সংগ্রহ করেছি।
এতে উল্লেখ করা আছে যারা প্রতিদিন খেয়া পারাপার হবেন তারা ১জন ব্যক্তি প্রতি মাসে খেয়া পারাপারের জন্য মাসিক অগ্রিম ৩০০ এবং বার্ষিক ১৫০০ টাকা দিলে তার সকল টাকা আদায় হয়ে যাবে।( যেটা আমরা সহজে বহন করতে পারবো এবং আমাদের আওতাদিন।)
অন্যদিকে যারা প্রতিদিন খেয়া পারাপার হবেন তারা ১জন ব্যক্তি প্রতি মাসে বাই সাইকেল সহ খেয়া পারাপারের জন্য মাসিক অগ্রিম ৪০০ এবং বার্ষিক ২০০০ টাকা দিলে তার সকল টাকা আদায় হয়ে যাবে।

কিন্তু আমরা প্রতি দিন যদি তাদের কথা অনুসারে ছাড়া যাওয়া আসা ৫ টাকা করে দেই তাহলে বছরে ৩৬৫০ টাকা দিতে হয়। যেখানে আমরা মাত্র ১৫০০ টাকায় পুরো বছর পার হতে পারি সেখানে কেন আমরা (তিন হাজার ছয় শত পঞ্চাশ টাকা) ৩৬৫০ টাকা দেবো???
অন্যদিকে
আমরা যারা প্রতি দিন যদি তাদের কথা অনুসারে সাইকেল সহ যাওয়া আসা ১০ টাকা করে দেই তাহলে বছরে ৭৩০০ টাকা দিতে হয়। যেখানে আমরা মাত্র ২০০০ টাকায় পুরো বছর পার হতে পারি সেখানে কেন আমরা (সাত হাজার তিন শত টাকা) ৭৩০০ দেবো???

তারা নিজেদের মধ্যে রেশারেশি করে, নিজেদের লাভের আশা করে ৫ লক্ষ টাকার ঘাট ১২/ ১৪ লক্ষ টাকায় লিজ নেভে আর তা আমাদের জনগণের উপর থেকে নেবে তা তো হতে পারে না। আমরা এক টাকা আয় করতে কত কষ্ট হয় তা আমরা জানি।

তাই আসুন আওয়াজ তুলুন, একতা তৈরি করুন। সবাই মিলে মিশে কাজ করলে আগামীতে এরকম হবে না।
আস্সালামু আলাইকুম

03/07/2025

"অন্যায়ের কাছে কভু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর"

02/07/2025

এইতো সবে শুরু
খেলা হবে,
অপেক্ষায় থাকেন।🔥🔥

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Ahmed Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share