02/08/2025
নগরীতে টিলা কাটার মহা উৎসব চলছে প্রসাশন নিরব!
সিলেট নগরীর ৮ - নং ওয়ার্ড হাওলাদার পাড়া আবাসিক এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে টিলা নিধন। সরেজমিনে গিয়ে দেখা যায় টিলার ঢালো জায়গায় বড় বড় বিল্ডিং সে কবে কখন নির্মিত হয়েছে অনেকেরই ' অজানা।
আশ্চর্য ব্যাপার হলো নতুন করে যারা মালিকানা পেয়েছেন তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে বিল্ডিং নির্মাণ করবে। সিটি কর্পোরেশনের আওতাধীন ভবণ নির্মাণ করতে হলে অনুমতির প্রয়োজন তারা কি অনুমতি নিয়েছেন? যদি অনুমতি নিয়ে থাকেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা সরেজমিনে না এসে এসি রুমে বসে কিভাবে অনুমতি দেন প্রশ্ন টা রয়ে যায়। এছাড়া পূর্বে এখানে কোন দেয়াল বা বাউন্ডারি ছিলনা সিটি কর্পোরেশনের অর্থায়নে কিভাবে বাউন্ডারি নির্মিত হয়েছে এটাও তলিয়ে দেখতে হবে। খুজ নিয়ে জানা গেছে আবাসন প্রকল্পের নামে টিলা নিধন করে মহা উৎসবে মেতে উঠছে একদল ভূমি খেকো সাথে প্রশাসনের অসাধু কিছু অফিসার, এবং এলাকার দাপটে নেতারা জড়িত রয়েছেন। স্রষ্টার সৃষ্টির অন্যতম নিদর্শনের মধ্যে পাহাড় টিলা কেবল একটি সৌন্দর্যই' নয়, এটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমরা কি একবারও ভেবে দেখছি নিজেদের ধংশটা নিজেই ডেকে আনছি, প্রকৃতির উপর আঘাত আনলে প্রকৃিতি আপনাকে ক্ষমা করবেনা ফিরিয়ে দিবে এটাই স্বভাবিক। এক সময় দিঘীর শহর হিসাবে পরিচিত ছিল সিলেট শহর এখন শুধু দিঘীর নামে নামকরন আছে বেশ কিছু পাড়া মহল্লা দিঘী নেই ' পাহাড়, টিলা, ছড়া,নদী, দখলে দোষনে বিলুপ্তির পথে এসব কি দেখার কেউ নেই? তা হলে তো বলতেই হবে আগে........