ইসলামের সুবাস

ইসলামের সুবাস "ফা ইন্না-মা আল-উসরি ইউসরা"
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি ও আছে.!! Free Palestine
Save Palestine 🇵🇸🇧🇩😓

সত্যি এতই না নি*ষ্ঠু*র তারা..‼️
02/08/2025

সত্যি এতই না নি*ষ্ঠু*র তারা..‼️

সাউথ এশিয়ায় একটা দেশ আছে, যেখানে মারা যাবার শত শত উপায় বিদ্যমান।
01/08/2025

সাউথ এশিয়ায় একটা দেশ আছে, যেখানে মারা যাবার শত শত উপায় বিদ্যমান।

আদেল মাদি, ২৭ বছর বয়স। দীর্ঘদিনের ক্ষুধা, তীব্র অপুষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজ  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আল্...
31/07/2025

আদেল মাদি, ২৭ বছর বয়স। দীর্ঘদিনের ক্ষুধা, তীব্র অপুষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আল্লাহ গা*জার মানুষের ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করুন। আমিন।

গা°জায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারও জুটছেনা। যে ব্যক্তি ছবি তুলছেন তাকে দেখে খাবারের আশায় বসে পড়েন বাচ্চাগুলো।
31/07/2025

গা°জায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারও জুটছেনা।
যে ব্যক্তি ছবি তুলছেন তাকে দেখে খাবারের আশায় বসে পড়েন বাচ্চাগুলো।

29/07/2025
28/07/2025

পোকামাকড় যেমন খাবারের উপর কিলবিল করে ঠিক তেমন অবস্থায় গাজাবাসী...

আল্লাহ রহম করো।

27/07/2025

আমাকে যদি দুর্ভিক্ষের সংজ্ঞা দাও তো! আমি বলবো, গা*যার দিকে তাকিয়ে দেখো।
আমাকে যদি জিজ্ঞেস করা হয়, অনাহারীর ছটফট করতে থাকা দেহটা দেখতে কেমন? আমি উত্তর দিব, গা*যাবাসীকে দেখো।🥹🥹🥹

হে উম্মাহ'র শাসক গোষ্ঠী! প্রস্তুত হও মানব ইতিহাসের সবচেয়ে বড় 'না খাইয়ে মেরে ফেলা'র অপরাধের জন্য! প্রস্তুত হও!যেন কিয়ামতে...
25/07/2025

হে উম্মাহ'র শাসক গোষ্ঠী!
প্রস্তুত হও মানব ইতিহাসের সবচেয়ে বড় 'না খাইয়ে মেরে ফেলা'র অপরাধের জন্য! প্রস্তুত হও!

যেন কিয়ামতের দিন কেউ এসে বলতে না পারে যে, "ইয়া আল্লাহ! আমি তো জানতাম না!"

এই যে, আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি— গাযযা না খেয়ে মারা যাচ্ছে!

তোমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরা দুনিয়াবি সামান্য লাভের আশায় কিছুই করছ না!

24/07/2025

একজন মিশরীয় ব্যক্তিকে খাবার ভর্তি বোতল সমুদ্রে ছুঁড়ছেন এই আশায়, যে বোতলগুলো গা_জা*য় পৌঁছাবে।

মাইলস্টোন দুর্ঘটনার পর মনটা ভীষণ অশান্ত।এক মুহূর্তেই সবকিছু বদলে গেলো।হাসিখুশি ছিলাম, কিছুই ভালো লাগছে না এখন।এরকম তো না...
22/07/2025

মাইলস্টোন দুর্ঘটনার পর মনটা ভীষণ অশান্ত।
এক মুহূর্তেই সবকিছু বদলে গেলো।
হাসিখুশি ছিলাম, কিছুই ভালো লাগছে না এখন।
এরকম তো না হলে ও পারতো। এসব ভেবে অস্থির হয়ে পড়ছি...
চিৎকার, কান্না, আর্তনাদ — হৃদয় ভেঙে যাচ্ছে বারবার।
যদি পারতাম, ফুলগুলোর জীবনটা রক্ষা করতে…
আমি শুধু একজন অসহায় মানুষ — দোয়া, কান্না আর সমবেদনা ছাড়া কিছুই দিতে পারিনি।
আল্লাহ, এই সমাজটা বদলে দাও।
অবহেলা আর গাফিলতিতে আর কোনো প্রাণ যেন না হারায়।

শুধুমাত্র বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় নিজের মাথার চু"ল বি"ক্রি করে দেন এই মা! 😥💔মা স্বার্থহীন এক নাম।অদ্ভুত...
03/07/2025

শুধুমাত্র বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় নিজের মাথার চু"ল বি"ক্রি করে দেন এই মা! 😥💔
মা স্বার্থহীন এক নাম।
অদ্ভুত ভালোবাসা 😓🫶

Address

Chunarughat
Sylhet

Telephone

+8801734734705

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের সুবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের সুবাস:

Share