ইসলামের আলো

ইসলামের আলো Allah is enough for me

16/10/2025
15/10/2025

"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাঁর জন্য যথেষ্ট।”
— (সূরা আত-তালাক, আয়াত ৩)

🕊️ সব কঠিন সময়েও আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো। তিনি কখনো নিরাশ করেন না।

15/10/2025

🤣🤣🤣

13/10/2025

নবী করিম (সা.)-এর রূপের সৌন্দর্য শুধু বাহ্যিক ছিল না, বরং তাঁর চরিত্র, চালচলন ও ব্যবহার ছিল এতটাই উত্তম যে, সাহাবীরা বলতেন:

> "আমি তাঁর মতো আর কাউকে দেখিনি, আর তাঁর মতো আর কাউকে ভালোবাসিনি।" – (সহীহ মুসলিম

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
13/10/2025

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

13/10/2025
12/10/2025

একবার তিনজন বন্ধু একসাথে সফরে বেরিয়েছিল। হঠাৎ বৃষ্টির কারণে তারা এক পাহাড়ি গুহায় আশ্রয় নেয়। কিন্তু হঠাৎই পাহাড় ধসে গুহার মুখ বন্ধ হয়ে যায় একটি বড় পাথর দিয়ে। তারা চেষ্টা করেও পাথর সরাতে ব্যর্থ হয়।

তখন তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিল—
“আমরা সবাই আমাদের জীবনে এমন কিছু কাজ করেছি যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সেই কাজগুলোর কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন।”

---

🔹 প্রথম ব্যক্তি বলল:

"হে আল্লাহ, আমি একজন কৃষক ছিলাম। প্রতিদিন আমি দুধ দোয়াতাম এবং আমার বাবা-মা আগে খাওয়ার পর বাচ্চাদের দিতাম। একদিন আমি দেরি করে ফিরি, বাবা-মা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের ঘুম ভাঙাইনি, আর আমার সন্তানরাও না খেয়ে কাঁদছিল। তবুও আমি অপেক্ষা করলাম যতক্ষণ না বাবা-মা জেগে দুধ পান করলেন। হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও।"

👉 তখন পাথর কিছুটা সরে যায়।

---

🔹 দ্বিতীয় ব্যক্তি বলল:

"হে আল্লাহ, আমি এক মেয়েকে অনেক ভালোবাসতাম এবং তাকে পাপের পথে আহ্বান করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। একসময় সে খুব দরিদ্র হয়ে পড়ে এবং সাহায্যের জন্য আমার কাছে আসে। তখন আমি সুযোগ নিয়ে আবার তাকে অনৈতিক প্রস্তাব দিই। প্রায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু সে বলল, ‘আল্লাহকে ভয় করো!’ তখন আমি নিজেকে দমন করি এবং তাকে সাহায্য করে দিই। হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার ভয়ে করে থাকি, তবে আমাদের মুক্তি দাও।"

👉 তখন পাথর আরও সরে যায়।

---

🔹 তৃতীয় ব্যক্তি বলল:

"হে আল্লাহ, আমি একদিন একজন শ্রমিককে মজুরি দেওয়ার আগেই সে চলে যায়। আমি সেই মজুরি দিয়ে ব্যবসা করি এবং তা অনেক গুণ বৃদ্ধি পায়। বহু বছর পর সে ফিরে এলে আমি তার সব সম্পদ (গরু, উট, বাগান) তাকে দিয়ে দেই। সে কিছুই ফিরিয়ে দিতে চায়নি। হে আল্লাহ, যদি আমি এটা তোমার জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও।"

👉 তখন পাথর পুরোপুরি সরে যায় এবং তারা গুহা থেকে বের হয়ে যায়।

শিক্ষণীয় বিষয়:

এই গল্পটি বোখারি ও মুসলিম শরীফে আছে এবং এটি আমাদের শেখায়:

আল্লাহর জন্য নিঃস্বার্থ ভালো কাজ করলে তা বিপদের দিনে রক্ষা করতে পারে।

সত্যিকারের তাওবা ও দোয়া করলে আল্লাহ সাহায্য করেন।

মা-বাবার সেবা, ন্যায়নিষ্ঠা, এবং আল্লাহভীতি আমাদের জীবনে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসে।

11/10/2025

সত্য কথা বলা আল্লাহর সন্তুষ্টির পথ। সত্যবাদী মানুষের প্রভাব শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও বদলে দিতে পারে।

10/10/2025

একদিন এক বেদুইন নবী মুহাম্মদ ﷺ এর দরবারে এসে বলল,
“হে আল্লাহর রাসূল ﷺ! আমি কি উটটিকে আল্লাহর উপর ভরসা রেখে ছেড়ে দেব, নাকি বেঁধে রেখে তারপর ভরসা করব?”

রাসূল ﷺ বললেন:

“আগে উটটিকে বেঁধে রাখ, তারপর আল্লাহর উপর ভরসা করো।”
(তিরমিযি)

🌿 শিক্ষা:

এই গল্পটি আমাদের শেখায় —
শুধু মুখে "আল্লাহর উপর ভরসা করি" বললেই চলবে না।
মানুষকে তার দায়িত্ব পালন করতে হয়, চেষ্টা করতে হয়, তারপর আল্লাহর উপর নির্ভর করতে হয়।
এটাই প্রকৃত তাওয়াক্কুল — অর্থাৎ কাজও করা, ভরসাও রাখা।

07/10/2025

Naat💙🌿

Address

Sylhet
3101

Telephone

+8801646699864

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের আলো:

Share