Usman Tv

Usman Tv ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে পেইজটিকে ফলো করে পাশে থাকুন

30/01/2024

একজন মায়ের কোল থেকে যখন একটি প্রাণ হারিয়ে যায় চিরতরে দুর অজানায়,🥲🥲

03/01/2024

জান্নাতি হুর 😄😄😄😄

আপডেট,,,,,,,,,,,,,, উসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা  #বোরাক নিশ্চিত করছেন কুরুলুস উসমান সিজন ৪,এই বছর জুন মাসে সমাপ্ত...
04/04/2023

আপডেট,,,,,,,,,,,,,,

উসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা #বোরাক নিশ্চিত করছেন কুরুলুস উসমান সিজন ৪,এই বছর জুন মাসে সমাপ্ত করা হবে, তার মানে সিজন ৪ এর আর ১০-১১ টা পর্ব হয়তো হবে

মেন্দিরম্যান জালাল  উদ্দীন  সিজন ১ ভলিউম  ১বাংলা সাবটাইটেল সম্পূর্ণ ভলিউম আসছে আগামী বৃহস্পতিবার!
04/04/2023

মেন্দিরম্যান জালাল উদ্দীন সিজন ১ ভলিউম ১বাংলা সাবটাইটেল

সম্পূর্ণ ভলিউম আসছে আগামী বৃহস্পতিবার!

04/04/2023

" কখনো স্ত্রীকে নিয়ে এক প্লেটে খেয়েছেন?
বা স্ত্রীর মুখে লোকমা তুলে খাইয়ে দিয়েছেন। বা স্ত্রীকে বলেছেন আমাকে খাইয়ে দাও। বা স্ত্রীর হাত থেকে খাবারের প্লেটটি টান দিয়ে নিয়ে বলেছেন 'কখনো হয়েছে অনেক খেয়েছো এবার দাও আমি খাইয়ে দিচ্ছি।

স্বামী স্ত্রীর ভালবাসার মত পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নেই। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয় তখন স্বামী স্ত্রীর উভয়ের আমলনামায নেকি লেখা হতে থাকে।

স্ত্রীকে ভালবাসুন!
খুব। খুব ভালবাসুন।
তার প্রতি ভালবাসা প্রকাশ করুন।
স্ত্রীর কাছে লজ্জাবোধ করবেননা। আপনার মনের গহিন থেকে জমা হওয়া ভালবাসাটুকু তাকে উপহার দিন। হৃদয়ের মণিকোঠায় সজ্জিত হওয়া অভিবক্তটি তার সামনে প্রকাশ করুন... বলুন তোমাকে খুব ভালবাসি।

খাবারের সময় তার মুখে আপনার ভাগে সবচেয়ে ভাল তরকারি বা মাছ গোস্তটি তার মুখে তুলে দিন।
বলুন' আরে তুমার এখন খাওয়ার সময় তুমি খেলেইতো আমার খাওয়া হয়।

প্রায় সময় স্পেশাল কিছু কিনে আনুন বা বাসায় তৈরি করুন। নিজ হাতে ওকে খাইয়ে দিন। নিজ হাতে পানির গ্লাস নিয়ে ওনি পানি পান করিয়ে দিন।
যেমনটা শিশুবাচ্চাদেরকে আদর যত্ন করে করুন।

জানেন' আপনার এই ভালবাসা দৃশ্যটি আল্লাহর কাছে কতটা দামি। আপনি যা করছেন হয়তো হাজারো স্বামী তার স্ত্রীকে তেমনটা করেননা।
দেখবেন আপনার স্ত্রীও কেমন যেন আপনার প্রতি আগের চেয়েও যত্নবান হয়ে উঠেছে। সেও কেয়ার করছে খুব। অনিন্দন এক ভালবাসায় পূর্ণ যেন আপনার দাম্পত্ত জীবন।

আসলে বিবাহিতরা এগুলি ক,জন ই বা করে।

11/03/2023

পশ্চিম আকাশে কবে উঠবে রমজানের চাঁদ— এই ভাবনায় বিভোর খোদার প্রিয় বান্দারা। মাহে রমজান নিয়ে আমাদের এত আবেগ-আগ্রহ থাকা সত্ত্বেও এ মাসের অর্জন নিয়ে বরাবরই আমাদে হতাশ হতে হয়। এর বাস্তব প্রমাণ হলো, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পরপরই যখন শাওয়ালের চাঁদ ওঠে, সঙ্গে সঙ্গেই রোজার সংযম-সাধনার রশি ছিঁড়ে যায়। অশ্লীলতা, খোদার নাফরমানি হয় এমন লাখো কাজ মহামারী হয়ে ছড়িয়ে পড়ে মুসলমানের সমাজে। এর কারণ কী? কারণ একটাই। কোরআন আমাদের যেভাবে সিয়াম সাধনা করতে বলেছে, বিশ্ব মুসলমান সেভাবে সিয়াম সাধনা করতে পারছে না। রোজার আমল ও শিক্ষা বাস্তব জীবনে তেমন একটা প্রভাব ফেলে না। এর অন্যতম কারণ হলো পরিকল্পনাহীন রমজান যাপন। দুনিয়ার জীবনে যে কোনো কাজের জন্য আমাদের পরিকল্পনা থাকে। অথচ ধর্মের কোনো বিষয়েই আমাদের কোনো পরিকল্পনা থাকে না। মাহে রমজানের ইবাদতের বসন্ত খ্যাত এ মাসটি নিয়েও অধিকাংশ মুসলমানের আলাদা কোনো পরিকল্পনা থাকে না। তাই অন্যান্য দিন মাসের মতোই রমজান আসে এবং চলে যায়। পার্থক্য শুধু অন্য সব মাসে দিনে খাওয়া-দাওয়া করি আর এ মাসে খাই রাতে। প্রিয় পাঠক, আসছে রমজান যেন আগের রমজানগুলোর মতো হেলায়-ফেলায় পরিকল্পনাহীন কেটে না যায় তাই ‘রমজান বিষয়ে প্রস্তুত হোন’। রসুল (সা.)-এর জীবনে দেখতে পাই, রজব থেকেই তিনি রমজানের প্রস্তুতি নিতেন। শাবানের পনের তারিখ পার হয়ে যাওয়ার পর কোমর বেঁধে খোদার ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি (সা.)। যেন রোজা আসার আগেই নিজেকে পরিশুদ্ধ করে রোজার মাসে খোদাকে পাওয়ার সাধনায় ব্রত হতে পারেন। নবুওয়ত লাভের পর রসুল (সা.) মাহে রমজানকে যেমন সাধনার মাস হিসেবে গ্রহণ করতেন, তেমনি নবুয়তের আগেও এই রমজান মাসেই তিনি খোদাকে পাওয়ার সাধনা করতেন। এভাবেই একদিন হেরাগুহা আলোকিত করে নাজিল হলো ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। পড়ো! তোমার প্রেমময় প্রভুর নামে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ’ রমজানের ফজিলত ও ফায়দা পূর্ণ রূপে হাসিল করতে হলে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। এ রমজানে আমি কতটুকু অর্জন করতে চাই। কতটুকু ছেড়ে দিতে চাই। এখন যদি পরিকল্পনা করতে পারি, তবে সুন্দরতম রমজান যাপন আমাদের জন্য সহজ হবে। রমজানের পরিকল্পনায় সর্বপ্রথম যে ব্যবস্থাটি রাখা যায় তা হলো— বিগত জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। হাদিস শরিফে রসুল (সা.) বারবার বলেছেন, ‘ওই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কে আছে, যে রমজান মাস পেল কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে ন

11/03/2023

🔥দ'শের লাঠি একের বোঝা🔥
🔥Follow বাড়ানো একদম🔥 সোজা
🔥– Follow to followAbdul BasitHusam Media

02/03/2023

কাদিয়ানী কাফের 💪
কাদিয়ানী কাফের 💪

কাদিয়ানী কাফের 💪

কাদিয়ানী কাফের 💪

21/02/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

✅Follow For Follow ✅

Address

শ্যামলী ১
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Usman Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Usman Tv:

Share