ঘরে বসেই যদি ঐতিহ্যবাহী বগুড়ার দই এবং ক্ষীরসার টেস্ট উপভোগ করা যায় তাহলে আর দেরী কিসের!!😍
তাও ফ্রি হোম ডেলিভারি শ্রীমঙ্গলে 😍
চলে এলো বগুড়ার দই এবং ক্ষিরসার আজকের নতুন স্টক💙
অর্ডার করতে পেজের ইনবক্স অথবা সরাসরি যোগাযোগ করতে ০১৭৯৯৩৩৫২০১ নাম্বারে যোগাযোগ করুন।
শ্রীমঙ্গল শহরের ভেতর ফ্রি হোম ডেলিভারি!!!!
ঘরে বসেই যদি বগুড়ার বিখ্যাত দই এর টেস্ট উপভোগ করা যায় তাহলে আর দেরী কিসের....
আজ সকালে আবারো স্টকে চলে এসেছে আপনাদের প্রিয় বগুড়ার দই ও ক্ষীরসা😍
আজ-কাল এবং পরশু আগামী ৩দিন এই স্টকের ডেলিভারি দেয়া হবে।
অর্ডার কনফার্ম করতে-
যোগাযোগ করুন ইনবক্সে কিংবা সরাসরি :
০১৭৯৯৩৩৫২০১
আপনার তৃপ্তিই আমাদের অঙ্গিকার
-চায়ের-দেশের সামগ্রী 💙
চলে এলো বগুড়ার দই এবং ক্ষীরসার নতুন স্টক।
যারা ঐতিহ্যবাহী এই বগুড়ার দই ও ক্ষীরসা টেস্ট করতে চান আজই পেজের ইনবক্স অথবা ০১৭৯৯৩৩৫২০১ এই নাম্বারে যোগাযোগ করুন।
(স্টক সিমীত)
গত ৩ দিন আগে ঘি আনিয়েছি,অথচ আমি ঘি টা নেড়ে দেখার সময় টা পাচ্ছিনা। ঘি যখন তৈরি করা করা হয় তখন একদম তরল থাকে এরপর জমে অর্ধেক বসে অর্ধেক বসেনা। সেগুলো আবার নেড়ে দিতে হয় তারপর ঠিক হয়। পুরো বাসায় ঘিয়ের গন্ধে ভরপুর,আজকে একজন দিদির অর্ডারকৃত ঘি প্যাকিং করার সময় এত্তো লোভনীয় লাগছিলো যে ভাবলাম আপনাদের ও দেখানো যাক।
আজকে ঘি নিয়ে একটু লেখাপড়া করেছি তা আপনাদের জানাই-
প্রতিদিন কেন এক চামচ ঘি খাবেন:
১. ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে।
২. ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।
৩. ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ঠিক থাকে।
৪. এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে তোলে।
৫. পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি খ
অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম,ফাস্ট টাইম মন্ডা আনাচ্ছি।এখনো আসছে না কেনো,এরমাঝে আবার প্রি-অর্ডার ও রেখে দিয়েছিলাম
একটু আগে মেসেজ আসলো কুরিয়ার থেকে প্রোডাক্ট চলে এসেছে,এখন গিয়ে নিয়ে এলাম
যারা প্রি-অর্ডার করে রেখেছিলেন আশা করছি আজকের ভেতর পেয়ে যাবেন
চলে এলো বগুড়ার ক্ষিরসা এবং দই এর নতুন স্টক💙
সাথে এবার ঐতিহ্যবাহী খাটি গাওয়া ঘি সহ।
যাদের লাগবে তারা এক্ষুনি পেজের ইনবক্স অথবা ০১৭৯৯৩৩৫২০১ এই নাম্বারে যোগাযোগ করুন
স্টক সিমীত।
বিদ্রঃ শ্রীমঙ্গল শহরের ভেতর হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
ক্ষীরের সন্দেশ এর সাথে নারিকেলের লাড়ু..
জামাই আশীর্বাদের জন্য ডালা পৌছে গেলো আজ চায়ের-দেশের সামগ্রী এর পক্ষ থেকে
চায়ের-দেশের সামগ্রী is an e-commerce portal for authentic handmade home and office decor products by artisans from remote areas across Bangladesh so that we may provide rural communities hindered from generating a reliable income with economic security.
Our chief purpose is to revive traditional art and handcraft skills in Bangladesh, which if not given a push, will pass away. This cannot be allowed to happen, for skills that have been passed down for countries, from generation to generation. Once perished cannot be revived.
You can pay us via BKash or রকেট