01/09/2024
কাল ২রা সেপ্টেম্বর, রোজ সোমবার ঠাকুরগাঁওয়ের অপরাজেয় ৭১ এ "সংখ্যালঘু অধিকার আন্দোলন" কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
পার্শ্ববর্তী জেলা (লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর) থেকে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদান করে সমাবেশটিকে সফল করার জন্য অনুরোধ করা হলো।
#চলো_চলো_ঠাকুরগাঁও_চলো
#সংখ্যালঘু_অধিকার_আন্দোলন