BD Travel Kirton

BD Travel Kirton "এই পেজটিতে কীর্তন এর ভিডিও পোস্ট করা হয়"

01/09/2024

কাল ২রা সেপ্টেম্বর, রোজ সোমবার ঠাকুরগাঁওয়ের অপরাজেয় ৭১ এ "সংখ্যালঘু অধিকার আন্দোলন" কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

পার্শ্ববর্তী জেলা (লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর) থেকে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদান করে সমাবেশটিকে সফল করার জন্য অনুরোধ করা হলো।

#চলো_চলো_ঠাকুরগাঁও_চলো
#সংখ্যালঘু_অধিকার_আন্দোলন

09/08/2024

হরে কৃষ্ণ,
সুপ্রিয় সনাতন ধর্মাবলম্বী ছাত্র জনতা সহ সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন, মন্দির ভাঙচুর, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ডাকাতি,লুট, মা-বোনদের শ্রীলতা হানি সহ নানা অন্যায় অত্যাচার। আমরা একজন সচেতন ও সনাতনী হিসেবে হাত-পা গুটিয়ে নিরবে ঘরে বসে থাকতে পারিনা। কারো বলির পাঠা হতে চাই না। তারই অন্যায়ের প্রতিবাদে আগামী ১১ আগস্ট রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের এক ""প্রতিবাদ মিছিল ও সমাবেশের" আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলটি দুপুর ২:৩০ মিনিটে যুগলটিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে সমাবেশের পর আবার মিছিল যোগে বন্দর কোট পয়েন্ট,লামা বাজার, রিকাবি বাজার হয়ে যুগলটিলা এসে সমাপ্ত হবে। এতে যথা সময়ে সকল প্রতিবাদী সনাতন ধর্মাবলম্বীদের যুক্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলার জোরালো আহ্বান করা যাচ্ছে।
নিবেদক
সমন্বয় পরিষদ,
সম্মিলিত সনাতনী সমাজ।
সিলেট।

03/08/2024

Travel kirton

17/07/2024
আগামী ২জুলাই ২০২৪ খিঃ মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত।
30/06/2024

আগামী ২জুলাই ২০২৪ খিঃ মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত।

Address

Sylhet

Telephone

+8801305658284

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Travel Kirton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category