02/04/2024
. M. Kutub Uddinআপনার সফলতা.......
এখনো মনে পড়ে হিফজে পড়ার সময় রাতে দুইজন একসাথে দাড় করিয়ে নফলের নিয়তে তিলাওয়াত করাতেন,তখন কষ্টকর মনে হতো। হুজুর তখন বলতেন 'তারাবীহ পড়ানোর সময় মনে খরবায়'!
আলহামদুলিল্লাহ...এখন সেই কষ্টের সুফল হারে হারে টের পাচ্ছি।
আপনার নিঃস্বার্থ মেহনতের ফল আজ সেই ছাত্ররা সিলেট জেলার ভিবিন্ন মাসজিদে, (১) আমি অদম জৈন্তাপুরে) (২) হাঃ হারুনুর রশীদ বিয়ানিবাজার শেওলায়) (৩) হাঃ সুলতান সাহেব সিলেট টিলাগড়) (৪) হাঃ মস্তাক আহমদ সুনামগঞ্জ দোয়ারা বাজার) (৫) হাঃ আরিফ আহমদ বিয়ানিবাজার আঙ্গারজুর) (৬) হাঃ শাহাদাত হোসেন বিয়ানিবাজার নেরাউদি ) (৭) হাঃ মাসরুর আহমদ সিলেট) (৮) হাঃ আবু বকর সিদ্দিক সিলেট) (৯) হাঃ ফেসদাউস আহমদ জকিগঞ্জ) (১০) হাঃ নজরুল ইসলাম মির্জাগড়) (১১) হাঃ মিসবাউর রহমান ইসা মির্জাগড়) সহ এছাড়া আরো অনেকে অনেক যায়গায় নির্ভুলে নির্ভয়ে কৃতিত্বের সহিত তারাবীর ইমামতি করে যাচ্ছেন...
সর্বশেষে বলি..এসবই আপনার সফলতা.. আপনি সেরা..আপনি আমাদের প্রাণের স্পন্দন.. আপনার কোনো তুলনা হয়না...।
আল্লাহ আপনার ইলমে আমলে বারাকাহ দান করুন আমিন।🤲🤲