Bishwanath press

Bishwanath press সত্যের পথে অবিচল, বিশ্বের চোঁখে ২৪ঘন্টা 'বিশ্বনাথ🇧🇩প্রেস

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুনু মিয়া সাহেবের অবস্থা সংকটাপন্ন। লন্ডনের একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্...
10/10/2025

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুনু মিয়া সাহেবের অবস্থা সংকটাপন্ন। লন্ডনের একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিশ্বনাথে বিএনপি দু-গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ: পৌর এলাকা থমথমে👇বিশ্বনাথে স্থানীয় বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার ...
09/10/2025

বিশ্বনাথে বিএনপি দু-গ্রুপের সমর্থকদের
মধ্যে সংঘর্ষ: পৌর এলাকা থমথমে👇

বিশ্বনাথে স্থানীয় বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর (লুনা) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে।

সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে সন্ধ্যার পরপরই টানা প্রায় ২ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনায় পৌর শহরের পুরো এলাকা থমথমে হয়ে আছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নেতার অনুসারীরা কি কারনে সংঘর্ষে রুপ নিলেম তা বুঝা যাচ্ছে না। উভয় পক্ষই রাস্তার পাশে থাকা ইট ও পাথর ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ বিহিন চলে গেলে স্থানীয় দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে যায়।

​সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে স্থানীয়রা ধারণা করছেন, এটি এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের কোন্দলের ফল। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের দায়িত্ব পেলেন খায়েরসিলেটের বিশ্বনাথের অগ্রণী সাংবাদিক সংগঠন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহ্বায়...
08/10/2025

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের
দায়িত্ব পেলেন খায়ের

সিলেটের বিশ্বনাথের অগ্রণী সাংবাদিক সংগঠন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এবং চ্যানেল এস ইউকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সকল সদস্যদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আহ্বায়ক করা হয়। বাকি সকলকে আহবায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) এর সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও নতুন আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), সাবেক সভাপতি আশিক আলী (যুগান্তর), সাবেক সিনিয়র সহ-সভাপতি টুনু তালুকদার (নাগরিক টিভি), সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সোহেল (কালবেলা), সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), সাবেক যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), শুকরান আহমদ রানা (সকালের সময়), কোষাধক্ষ্য আব্দুস সালাম (ইনকিলাব), নির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ), মশাহিদ আলী (বার্তা২৪)।

05/10/2025

দৈনিক ইনকিলাব সম্পাদক ও বিশ্বনাথ সংবাদদাতা আব্দুস সালাম এর উপর মামলার প্রতিবাদে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের তিন সংঘঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা।

লাইসেন্স যাচাই করুন ঘরে বসেই!📌  এখন এনেছে ডিজিটাল সুবিধা!জানুন সহজ উপায়ে — brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম 📲...
01/10/2025

লাইসেন্স যাচাই করুন ঘরে বসেই!

📌 এখন এনেছে ডিজিটাল সুবিধা!জানুন সহজ উপায়ে — brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম 📲

গাড়ির কাগজ সাথে না থাকলেও চলবে
29/09/2025

গাড়ির কাগজ সাথে না থাকলেও চলবে

বিশ্বনাথ পিএফজির মানববন্ধন, শান্তিপদযাত্রা ও লিফলেট বিতরণবিশ্বনাথ প্রতিনিধি✅“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়...
27/09/2025

বিশ্বনাথ পিএফজির মানববন্ধন,
শান্তিপদযাত্রা ও লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি✅
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে বিশ্বনাথ পিএফজির উদ্যোগে মানববন্ধন, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্বনাথ পৌর সদরের বাসিয়া ব্রীজে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস এর ফিল্ড সমন্ময়কারী কুদরত পাশা, পিএফজির আন্তধর্মীও কমিটির আহবায়ক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, সদস্য হোসাইন আহমদ শাহীন, হাজী সিতাব আলী, কাওছার খান, জয়নাল আবেদিন, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম, রাসনা বেগম, মুক্তা রানী দাশ, হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ,
ইয়থ পিস এম্ভাসেডর গ্রুপ এর শাহ টিপু, আব্দুল্লাহ, ফয়ছল, জাহিদুল ইসলাম, ফয়ছল প্রমূখ।
বক্তারা বলেন,“বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে বিশ্বনাথের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির দিরাই গড়তে চায়।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার।”
মানববন্ধন শেষে একটি শান্তি পদযাত্রা বিশ্বনাথের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। সেখানে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আয়োজক সংগঠনের সদস্যরা।
দিবসটি ঘিরে আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “সংঘাত নয়, শান্তিই হোক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা।”

বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ বিশ্বনাথ প্রতিনিধিশান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর ...
25/09/2025

বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বাসিন্দা সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট মাওলানা ছাদিকুর রহমানের (ছাদিক সিরাজি) বাড়ীতে গতকাল গভীর রাত প্রায় ২:৩০ মিনিটের সময় ভয়াবহ হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

হামলার সময় তিনি জরুরী কাজে দেশের বাহিরে থাকায় ঘটনার খবর পেয়ে রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসার ও স্থানীয় সংবাদকর্মীদের কল করে অবগত করেন। অদ্য বৃহস্পতিবার সকালে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় মাওলানার ছোটভাই মিজানুর রহমান বিশ্বনাথ থানায় উপস্থিত হয়ে অভিযোগ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন গেছে।

সরেজমিনে দেখা গেছে হামলার ঘটনায় মাওলানা ছাদিকুর রহমানের বসত ঘরের থাই-জানালার কাচ ভেঙ্গে চুরমার করেছে দুষ্কৃতিকারীরা। কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান......

এভাবে হোক প্রতিবাদ
24/09/2025

এভাবে হোক প্রতিবাদ

অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা জিডি ক...
24/09/2025

অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।

আপনি নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন (Birth Registration) সংশোধন করতে পারেন।আগে যেগুলো প্রস্তুত রাখবেন:১. জন্ম নিবন্ধন নম্বর ...
17/09/2025

আপনি নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন (Birth Registration) সংশোধন করতে পারেন।

আগে যেগুলো প্রস্তুত রাখবেন:

১. জন্ম নিবন্ধন নম্বর (BRN) ও জন্মতারিখ।
২. মোবাইল নম্বর (OTP নেবে)।
৩. স্ক্যান/ফটো করা প্রমাণপত্র (প্রতি ফাইল 100KB-এর মধ্যে রাখাই ভালো):
৪. যেটা সংশোধন করবেন সেটার প্রমাণ—যেমন NID/পাসপোর্ট/স্কুল সার্টিফিকেট/হাসপাতালের জন্ম সনদ/টিকা কার্ড ইত্যাদি।
৫. পিতা-মাতার নাম/বানান বদলাতে হলে তাঁদের জন্ম নিবন্ধন নম্বর বা NID।
৬. জন্মতারিখ বদলাতে সাধারণত স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সনদ বা নিজের NID লাগে।
৭. ধর্মান্তরের কারণে নাম পরিবর্তন হলে ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট লাগতে পারে।

ধাপ ১: অফিসিয়াল সাইটে যান
সরকারি BRIS পোর্টাল খুলে “জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন (Apply for Birth Record Correction)” সিলেক্ট করুন। তারপর BRN ও জন্মতারিখ দিয়ে সার্চ করুন।

ধাপ ২: যেটা বদলাবেন তা নির্বাচন করুন
আপনার তথ্য দেখাবে। যে ফিল্ডগুলো বদলাতে চান শুধু সেগুলোই টিক দিন/এডিট করুন—নাম (বাংলা/ইংরেজি), পিতা-মাতার নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি ইত্যাদি। কারণ (Reason) সিলেক্ট করুন।

ধাপ ৩: ডকুমেন্ট আপলোড করুন
যেটা বদলাচ্ছেন তার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন (ফাইল সাইজ ছোট রাখুন; 100KB গাইডলাইন জনপ্রিয়ভাবে ব্যবহৃত)।

ধাপ ৪: OTP ভেরিফিকেশন ও সাবমিট
নিজের হয়ে করলে ‘Own’ নির্বাচন করুন; অন্যের হলে সম্পর্ক সিলেক্ট করুন।

মোবাইলে ৬ সংখ্যার OTP যাবে—দিয়ে আবেদন সাবমিট করুন। সাবমিট হলে একটা Application Number পাবেন—নোট করে রাখুন এবং প্রিন্ট করে নিন।

ধাপ ৫: ফি পরিশোধ (অনলাইন বা অফলাইন—যেটা সচল)

অনেক ক্ষেত্রেই অনলাইনে e-Payment (epay.bdris.gov.bd) দেখা যায়; না থাকলে/সার্ভিস বন্ধ থাকলে স্থানীয় কার্যালয়ে (ওয়ার্ড কাউন্সিলর অফিস/ইউনিয়ন পরিষদ/পৌরসভা) ম্যানুয়াল পেমেন্ট (চালান/ক্যাশিয়ার) করতে হবে।

ফি (সরকারি হার – ধারণা):
জন্মতারিখ (DOB) সংশোধন: সাধারণত ১০০ টাকা।
অন্যান্য তথ্য (নাম/ঠিকানা ইত্যাদি): সাধারণত ৫০ টাকা।
(স্থানভেদে আদায় পদ্ধতি ভিন্ন হতে পারে; অফিসে কনফার্ম করুন।)

ধাপ ৬: কাগজ জমা
প্রিন্ট করা আবেদনপত্রে সই করে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (এবং ১ কপি ছবি, যদি চাওয়া হয়) সংযুক্ত করে যে অফিস থেকে জন্মনিবন্ধন হয়েছে সেই রেজিস্ট্রারের অফিসে জমা দিন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড অফিসেই জমা হয়।

ধাপ ৭: স্ট্যাটাস ট্র্যাক ও সনদ রি-প্রিন্ট
হোমপেজের “জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা” থেকে Application Number দিয়ে স্ট্যাটাস দেখুন। অনুমোদন হলে “জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ (Re-print)” থেকে নতুন কপি নিতে পারবেন।

বিশেষ নিয়ম—পিতা-মাতার নাম সংশোধন

পিতা/মাতার BRN থাকলে আগে তাদের নিজ জন্মনিবন্ধনে নাম ঠিক করতে হবে। তারপর আপনার রেকর্ডে ম্যাপিং করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট টানবে (বা রি-প্রিন্টে ভেসে আসবে)।

কোন কোন ডকুমেন্ট কবে লাগে (সংক্ষিপ্ত গাইড)
জন্মতারিখ বদলানো: স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বা নিজের NID (বয়সভেদে টিকা কার্ড/হাসপাতাল কাগজ)।
পিতা-মাতার নাম বদলানো/আংশিক যোগ-বিয়োগ: পিতা-মাতার BRN বা NID।
ধর্মান্তর/বড় ধরনের নাম পরিবর্তন: ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট দরকার হতে পারে।

সাধারণ ভুলগুলো এড়ান:
যে ফিল্ড বদলাবেন না, সেটা এডিট করবেন না।
বাংলা-ইংরেজি নাম দু’টিই ঠিকমতো দিন (পাসপোর্ট/NID-এর সাথে মিলিয়ে)।

দালাল এড়ান—নিজে আবেদন করলে খরচ বাঁচে।
Application Number, OTP, Money Receipt সেভ রাখুন।

দেশে কিছু সময় e-Payment সাময়িক বন্ধ ছিল, তখন সবাইকে অফিসে গিয়ে ম্যানুয়াল ফি দিতে হতো। যদি অনলাইন পেমেন্ট অপশন না দেখেন, অফিসে গিয়ে ফি দিন—এটাই নরমাল বিকল্প।

#সংগৃহীত
ফেসবুক থেকে
১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং
শাহী ঈদগাহ, সিলেট।

বিশেষ বিজ্ঞপ্তি এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,১। সিলেট মহানগরী কে যানযট মুক্ত  রাখার জন্য নগরীতে ব্...
17/09/2025

বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

১। সিলেট মহানগরী কে যানযট মুক্ত রাখার জন্য নগরীতে ব্যাটারীচালিত রিকশা, রেজিষ্ট্রেশন বিহীন / ভূয়া নম্বর প্লেট যুক্ত কোন যানবাহন সিলেট মহানগরীতে চলাচল করতে পারবে না।

২। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যক সিএনজি চালিত থ্রি হুইলারের অধিক যানবাহন রাখা যাবে না।

৩। অননুমোদিত স্ট্যান্ডে পার্কিং করা যাবে না।

৪। মোটরসাইকেল চালক এবং সহযাত্রী উভয়কেই হেলমেট পরিধান করতে হবে।

৫। সকাল ৮:০০টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি প্রবেশ করতে পারবে না।

জনস্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কতৃক এ আদেশ জারি করা হইল।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Bishwanath press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bishwanath press:

Share