05/07/2025
বাবাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। বাবাকে ভালোবাসার জন্য বছরের সবকটা দিন সমান। কোনো একটা নির্দিষ্ট তারিখে কেক কেটে সেলিব্রেশন করে,সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে,বাবার পিকচার আপলোড দিয়ে "ভালোবাসি বাবা" বললেই ভালোবাসা হয়ে যায় না। বাবা শুধু একটা শব্দ নয়, এক বিশাল ছায়া,
যিনি নিঃশব্দে কাঁধে নেন সংসারের মায়া।নিজের স্বপ্নগুলো গুছিয়ে রেখে আমাদের স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে নিজেকে বিলিয়ে দেয়।সারাটা জীবন কেটে যায় আমাদের জন্য,তবু কখনো ক্লান্তির ছাপ দেখিনি চোখে।বাবা মানেই নির্ভরতা, একটা শান্ত আশ্রয়,যেখানে ফিরে গেলে সব দুঃখ মিলিয়ে যায়।মনে হয় সেফ জোনে আছি,বাবা হলো এক মাত্র ছায়া,যে সার্থ ছাড়া শুধু দিয়েই যায়। কখনো বাবাকে জড়িয়ে ধরে বলতে পারি নাই, "বাবা আপনাকে ভীষণ ভালোবাসি" ❤️
Send a message to learn more