
23/07/2023
▶️ডিজিটাল মার্কেটিং কি❓
⏩ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।
▶️ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে আয় করব❓
⏭️কোনো বিজ্ঞাপন যখন গ্লোবালি টার্গেট করে অনলাইনে পোস্ট করা হয়, তখন বিশ্বের সকল প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীগণ উক্ত বিজ্ঞাপন দেখতে পাবেন। কোনো ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কাস্টমারের পছন্দ, বিহেভিয়র, এক্টিভিটি, ইত্যাদি জানা যায় বেশ সহজে। আবার এই ডাটা পরবর্তী ক্যাম্পেইনে ব্যবহার করে কনভার্সন রেট বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য ক্রেতা বা গ্রাহকদের সাথে খুব সহজে সংযোগ স্থাপন এবং তাদেরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে অবহিত করতে পারবেন।
⏺️ডিজিটাল মার্কেটিং কেন করবেন❓
⏭️বর্তমানে এই বিশ্ববাজারে পৌঁছানোর জন্য এবং এখানে টিকে থাকার জন্য অনলাইনে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত কার্যকরী। এবং এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অর্থ সাশ্রয় করতে পারবেন এবং প্রচলিত বিপণন পদ্ধতির চেয়ে কম অর্থে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন।
🚸ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ❓
🌐আগে যারা এনালগ পদ্ধতিতে মার্কেটিং করতো, সেই সকল মানুষকেও বর্তমানে তাদের ক্রেতাকে ধরে রাখতে ও পণ্য বিক্রি বৃদ্ধি করার জন্য ডিজিটাল মার্কেটিং এর আওতায় আসতেই হচ্ছে। আপনি নিজ থেকেই বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কতটা উজ্জল। ২০১৯ সালে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বাজার ছিল ডিজিটাল মার্কেটিংয়ে। এর ভিতরে ১১৫ বিলিয়ন ডলার খরচ হওয়ার কথা শুধু এশিয়াতেই। ২০২০ সালে যেগুলোর মার্কেট সাইজ দাঁড়ায় ৩৬০ থেকে ৩৮০ বিলিয়ন মার্কিন ডলারে। এক্ষেত্রে বিজ্ঞাপনদাতারা প্রতি ইন্টারনেট ব্যবহারকারীর পেছনে প্রায় ৪৪ ডলারের মতো টাকা খরচ করেছেন।
➡️তাই ফ্রিল্যান্সিংয়ে অনেকগুলো কাজের মধ্যে ডিজিটাল মার্কেটিং অন্যতম। ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন।