28/08/2024
                                            ১। কঠিন বিপদ থেকে মুক্তির (ইউনুস আলাইহিস সালামের) দুআ:
 لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা ছুবহা-নাকা ইন্নী কুনতু মিনায য-লিমীন। (সূরা আম্বিয়া, আয়াত ৮৭)
২। দুরারোগ্য অসুখ থেকে মুক্তির (আইয়্যুব আলাইহিস সালামের) দুআ:
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ 
উচ্চারণ: রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর র-হিমীন। (সূরা আম্বিয়া, আয়াত ৮৩)
৩। সন্তান লাভে (যাকারিয়া আলাইহিস সালামের) দুআ:
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ: রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খইরুল ওয়া-রিছীন। 
(সূরা আম্বিয়া, আয়াত ৮৯)
©️                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  