Ayat's vlogs

Ayat's vlogs Vlog
Youtube Ayaat Entertainment,
fun & love ❤️

18/07/2025
18/07/2025

কিউট বানর 🐒🐵

18/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

একজন নারীর জন্য সবচেয়ে ভয়ংকর অনুভূতিগুলোর একটি হলো সেই মুহূর্তটা, যখন সে তার ভালোবাসার মানুষকে তার প্রতিদিনের কষ্টের কথা...
19/06/2025

একজন নারীর জন্য সবচেয়ে ভয়ংকর অনুভূতিগুলোর একটি হলো সেই মুহূর্তটা, যখন সে তার ভালোবাসার মানুষকে তার প্রতিদিনের কষ্টের কথা বলতে চায় — তার আচরণ নিয়ে কথা বলতে চায়, যা তাকে প্রতিনিয়ত ব্যথা দেয় — কিন্তু সেই পুরুষ তার কথা শোনার বদলে রেগে যায়, উল্টো সবকিছু তার উপর চাপিয়ে দেয়।

এই অনুভূতিটা খুব গভীরভাবে কেটে যায়—একসাথে হতাশা, দুঃখ আর মানসিক অবহেলার এক অদৃশ্য ছুরিকাঘাত। একজন নারী যখন মুখ খুলে কিছু বলতে চায়, সে ঝগড়া করার জন্য নয়, আক্রমণ করার জন্য নয়—সে বলে কারণ সে ভালোবাসে, সে চায় সম্পর্কটা ঠিক থাকুক, ভালো হোক। সে কষ্টের জায়গা থেকে কথা বলে, আশার জায়গা থেকে কথা বলে, ভেবে নেয় হয়তো এবার সে বুঝবে… হয়তো এবার তার কথা শুনবে… হয়তো এবার সে বুঝবে এই বোঝাটা কতটা ভারী হয়ে উঠেছে তার জন্য।

কিন্তু পরিবর্তে সে পায় প্রতিরোধ। পুরুষটি রেগে যায়, চিৎকার করে, ঠান্ডা হয়ে যায় কিংবা ব্যঙ্গ করে। সে নারীর কথার গভীরতা বোঝার বদলে সেটাকে এমনভাবে মোড় নেয় যে, যেন ভুলটাই মেয়েটার। কী বলেছে, কেন বলেছে—তা নিয়ে কথা না বলে, সে কীভাবে বলেছে, কোন সময়ে বলেছে, তার টোন—এসব নিয়ে কথা শুরু হয়। আর ঠিক তখনই, নারীর কষ্টটা চাপা পড়ে যায় তার রাগের নিচে।

আর কেবল ঝগড়াটাই কষ্টদায়ক নয়—এর ভেতরের নিঃশব্দ বার্তাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক: “তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ না”, “তোমার কষ্টটা আমার বিরক্তির কারণ”, “তোমার কণ্ঠস্বর বেশি বড় হয়ে গেছে”।

এই মুহূর্তগুলো একেকটা নিঃশব্দ ক্ষত হয়ে জমে থাকতে থাকে। নারীরা চুপ হয়ে যায়—শান্তির নামে, সম্পর্কটা না ভাঙার আশায়। কিন্তু এই শান্তি আসলে শান্তি নয়—এটা নীরবতা। এটা মানিয়ে নেওয়া। এটা প্রতিদিন নিজের অস্তিত্বের কিছু অংশ বিসর্জন দেওয়া, শুধু যেন সম্পর্কটা আর না ভেঙে পড়ে।

আর সবচেয়ে ভয়ংকর দিকটা হলো, বারবার এমন হলে একজন নারী নিজেকেই প্রশ্ন করতে শুরু করে:
"হয়তো আমি সত্যিই খুব সেনসিটিভ", "হয়তো ব্যাপারটা এমন কিছু নয়", "হয়তো আমারই ভুল"।
কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানে—না, এটা এমন কিছু নয়। সে জানে ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতা কেমন অনুভব হওয়ার কথা—আর এটা সেটা নয়।

একজন নারী যখন তার কষ্ট নিয়ে কারো কাছে আসে, সেটা একধরনের উপহার। সে তখন আসলে বলছে: "আমি এখনো চাই এটা ঠিক হোক"। এটা একটা সুযোগ—সংযোগের, বোঝাপড়ার, ঘনিষ্ঠতা গড়ে তোলার। কিন্তু যখন সেই মুহূর্তটা রাগ বা দোষারোপ দিয়ে প্রতিহত করা হয়, তখন সে আরও দূরে সরে যায়। শুধু মানসিকভাবে নয়—আত্মিকভাবেও।

কারণ একজন নারীর আত্মার জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো, বারবার এই অনুভব হওয়া যে—"তোমার চাওয়াগুলো ভুল, শুধু তুমি ঠিকভাবে বোঝাতে পারো না", যখন তার একটাই চাওয়া— "আমায় ঠিকভাবে ভালোবাসো"।💔❤️‍🩹
Copy

11/06/2025

খেয়ে না খেয়ে হাজার পরিশ্রম করলে ও একদল বলবে কি করেছো? তাদের হাজার সালাম 👍👍

09/06/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Rakibul Hasan Manna

ও আল্লাহ 😭😭😭😭নিজের কলিজার টুকরোকে হারিয়ে হতবাক পিতার আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে বলে গগনবিদারী আর্তনাদ  কে দিবে, কি দ...
06/06/2025

ও আল্লাহ 😭😭😭😭
নিজের কলিজার টুকরোকে হারিয়ে হতবাক পিতার আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে বলে গগনবিদারী আর্তনাদ কে দিবে, কি দিয়ে দিবে আদরের জান্নাতের টুকরো হারানো এই পিতাকে সান্ত্বনা? কত আনন্দে ঈদে পরিবার নিয়ে যাচ্ছিল বাড়ি, মুহুর্তেই সব আনন্দ বিষাদে পরিণত। মহান রাব্বুল আলআমীন এই পিতা ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আমিন।

খবর: কালুরঘাট সেতুতে সিএনজি-ট্রেন মুখোমুখি সং'ঘ'র্ষ, এখন পর্যন্ত নি'হ'ত ২, আ'হ'ত অনেক।
মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন

😭😭😭😭😭

04/06/2025
মেরিল প্রথম আলো এওয়ার্ড এর ২০১৬ সালের প্রোগ্রামে পূর্ণিমা ফেরদৌসকে বলেছিলেন,  " আমি ১৯ বছর ধরে সাধনা করেছি উপস্থাপনা করা...
02/06/2025

মেরিল প্রথম আলো এওয়ার্ড এর ২০১৬ সালের প্রোগ্রামে পূর্ণিমা ফেরদৌসকে বলেছিলেন, " আমি ১৯ বছর ধরে সাধনা করেছি উপস্থাপনা করার জন্য, উপস্থাপনা আমাকে দিয়েই হবে "। কথাটা মজার ছলে বললেও, এটাই সত্যি যে মেরিল প্রথম আলো এওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনায় পূর্ণিমা এখন পর্যন্ত সেরা। পূর্ণিমার উপস্থাপনা দর্শকদের, মাতিয়ে রাখতো। ফেরদৌস- পূর্নিমা দুজনই একসাথে চমৎকার উপস্থাপনা করতো৷ দুজনের মধ্যে বন্ধুুত্ব ভাল হওয়ায় উপস্থাপনাটা খুব জমিয়ে করতে পারতো দুজন। আমি মূলত ফেরদৌস - পূর্ণিমার উপস্থাপনা দেখার জন্য মেরিল প্রথম আলোর অনুষ্ঠান দেখতাম। কয়েকবছর ধরে যারা উপস্থাপনা করছেন ফেরদৌস-পূর্ণিমার মতো দর্শকদেরক বিনোদন দিতে পারছেন না, দর্শকদের আনন্দ দিতে পারছেন না। এবার উপস্থাপনায় ছিলো আফরান নিশো ও তাসনিয়া ফারিন৷ দুজনের উপস্থাপনা খারাপ হয়েছে বলব না। কিন্তু দুজন দর্শকদের যেভাবে বিনোদন দিতে চেয়েছে, ফান করতে চেয়েছে তার কিছুই জমেনি৷ দর্শকরা তাদের কমেডি দেখে না হেসেছে, না খুব উপভোগ করেছে। আর, ফারিনের চিল্লাচিল্লি বিরক্তিকর ছিল। নেক্সট অনুষ্ঠানে পূর্ণিমাকে চাই।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ayat's vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayat's vlogs:

Share