টের পাইবা

টের পাইবা অশ্লীল মুক্ত সামাজিক বিনোদন
(3)

এই ছবি দুটি দেখে কি বুঝলেন?🤔এই দুটি ভাইরালও ছবি আসুন জেনে নেই বিস্তারিত।✅প্রথম ছবিটি সমসাময়িক আমাদের বাংলাদেশের একটি বাচ...
07/09/2025

এই ছবি দুটি দেখে কি বুঝলেন?🤔
এই দুটি ভাইরালও ছবি আসুন জেনে নেই বিস্তারিত।✅

প্রথম ছবিটি সমসাময়িক আমাদের বাংলাদেশের একটি বাচ্চা ছেলে তার জীবিত ছোট ভাইকে পিঠে জড়িয়ে
রাস্তায় হকারি করে পান সিগারেট বিক্রি করছে।

দ্বিতীয় ছবিটি,২য় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জাপানের,
বড় ভাই তার মৃত ছোট ভাইকে পিঠে জড়িয়ে রেখেছে
এই দৃশ্য দেখে একজন বললো এত ভারী লাশটা
কেন পিছনে বেঁধে রেখেছো?তোমার কষ্ট হবে,
উত্তরে ছেলে বললো, সে ভারী নয় সে আমার ভাই।

উভয় ছবি থেকে আমরা কি শিখলাম কি জানলাম?
রক্তের টান আমৃত্যু থেকে যায় মনের গহিনে।

07/09/2025

সফলতা পাওয়ার জন্য তাড়াহুড়া না করে, ধৈর্য সহকারে মনোবল ঠিক রেখে এগিয়ে যেতে হবে।

আমার জন্য যে হাঁটু পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো ইনশাআল্লাহ। যে আমার থেকে এক হাত দুরে থাকতে চাইবে আমি তার থ...
07/09/2025

আমার জন্য যে হাঁটু পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো ইনশাআল্লাহ। যে আমার থেকে এক হাত দুরে থাকতে চাইবে আমি তার থেকে দুই হাত দুরে থাকবো।

06/09/2025

জীবিত থাকাকালীন অবস্থায় নুরা পাগলা সাথে না পেরে, তার মরা লাশের সাথে বাহাদুরি দেখাচ্ছে খুব দুঃখজনক।

ধৈর্যশীল মানুষের সৎকর্ম আল্লাহ সহজে বিনষ্ট করেন না।
05/09/2025

ধৈর্যশীল মানুষের সৎকর্ম আল্লাহ সহজে বিনষ্ট করেন না।

লক্ষ কোটি মানুষের ভিড়ে সঠিক মানুষ নির্বাচন করা বড় কঠিন বেপার,তবে কিছু বিষয় আমাদের সহয়তা করবে।যেমন 👉 সস্তা নারী,ব্রেক বিহ...
04/09/2025

লক্ষ কোটি মানুষের ভিড়ে সঠিক মানুষ নির্বাচন করা বড় কঠিন বেপার,তবে কিছু বিষয় আমাদের সহয়তা করবে।
যেমন 👉 সস্তা নারী,ব্রেক বিহীন গাড়ি,ব্যক্তিত্বহীন পুরুষ বিপদজনক, পরবর্তী সিদ্ধান্ত আপনারটা আপনি নিবেন।

ছবিটা দেখে নিশ্চয়ই আপনার হাঁসি পাচ্ছে? সময়ের সাথে শুধু মানুষ নয় পোশাকের পরিবর্তন আসে এটাই তার বাস্তব প্রমান।✅👉এটা নব্বই ...
03/09/2025

ছবিটা দেখে নিশ্চয়ই আপনার হাঁসি পাচ্ছে?
সময়ের সাথে শুধু মানুষ নয় পোশাকের পরিবর্তন আসে এটাই তার বাস্তব প্রমান।✅

👉এটা নব্বই দশকের ছবি তৎকালীন সবচেয়ে স্টাইলিশ পোশাক পরিহিত চার বন্ধু এক সাথে ক্যামেরাবন্দি।

আপনার কাছে কি মনে হচ্ছে? তারা নিন্মবিত্ত মূর্খ?
উত্তরঃ না।
তারা প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের সুশিক্ষিত ছেলে।

বিঃদ্রঃ এই পোশাকের বিষয়ে আরও বেশি জানতে চাইলে আপনার বাপ-দাদার কাছে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন।

ইদানিং সূর্যের তাপমাত্রা একটু বেশি দুপুরে বাড়ির ছাদে উঠে ছিলাম, তখন টের পাইছি।
03/09/2025

ইদানিং সূর্যের তাপমাত্রা একটু বেশি দুপুরে বাড়ির ছাদে উঠে ছিলাম, তখন টের পাইছি।

02/09/2025

মনে বিদ্বেষ পুষে রেখে
কখনো লক্ষ্যে পৌছাতে
পারবেন না। দোয়া কঠিন
পথ,সহজে রুপান্তর করে।

02/09/2025

জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে,
পরিশ্রম কাউকে ঠকায় না
ইনশাআল্লাহ। ✅

বর্তমান জনপ্রিয় অভিনেতা টিভি নাটক করে বলতো কে?
02/09/2025

বর্তমান জনপ্রিয় অভিনেতা টিভি নাটক করে বলতো কে?

মানবকুল কে মোহগ্রস্ত করেছে  #নারী এই সেই মিন্নি যার কারণে দুটি ছেলে অকালে দুনিয়া থেকে চলে গেলেন,মিন্নি কি ভালো আছে? না ...
02/09/2025

মানবকুল কে মোহগ্রস্ত করেছে #নারী
এই সেই মিন্নি যার কারণে দুটি ছেলে অকালে দুনিয়া
থেকে চলে গেলেন,মিন্নি কি ভালো আছে? না নেই।

পরকীয়া ধ্বংস নিশ্চিত তবুও মানুষ কেন করে?👇

প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। পরকীয়া মানে শুধুই একটা নতুন মানুষ নয়, এটা আসলে দুটো অসমাপ্ত গল্পের অসমাপ্ত মিলন। এখানে ভালো কিছু নেই, আছে শুধু জটিল সমীকরণ গোপন কষ্ট আপন করে কাছে না পাওয়ার আক্ষেপ।

সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, আর ভেঙে দেওয়া আরও বেশি কঠিন। পরকীয়া আসলে একটা কঠিন পথ,যেখানে সুখের সংজ্ঞাটা পাল্টে যায়। পরিশেষে মিন্নি কারাগারে ভালো থাকবে কি করে? সে তার কর্মফল ভোগ করছে।

Address

28, House Al Ameen, Chara Dighirpar
Sylhet
<<NOT-APPLICAB>>SYLHET

Telephone

+8801818709514

Website

Alerts

Be the first to know and let us send you an email when টের পাইবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টের পাইবা:

Share