
07/09/2025
এই ছবি দুটি দেখে কি বুঝলেন?🤔
এই দুটি ভাইরালও ছবি আসুন জেনে নেই বিস্তারিত।✅
প্রথম ছবিটি সমসাময়িক আমাদের বাংলাদেশের একটি বাচ্চা ছেলে তার জীবিত ছোট ভাইকে পিঠে জড়িয়ে
রাস্তায় হকারি করে পান সিগারেট বিক্রি করছে।
দ্বিতীয় ছবিটি,২য় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জাপানের,
বড় ভাই তার মৃত ছোট ভাইকে পিঠে জড়িয়ে রেখেছে
এই দৃশ্য দেখে একজন বললো এত ভারী লাশটা
কেন পিছনে বেঁধে রেখেছো?তোমার কষ্ট হবে,
উত্তরে ছেলে বললো, সে ভারী নয় সে আমার ভাই।
উভয় ছবি থেকে আমরা কি শিখলাম কি জানলাম?
রক্তের টান আমৃত্যু থেকে যায় মনের গহিনে।