
10/09/2025
শাকিব খান বর্তমানে যে জায়গাটায় আছে সেইখানে আরোও ১০ বছর আগেই থাকতে পারতো...
না পারার একমাত্র কারণ অপু বিশ্বাস।
এই অপু বিশ্বাসের কারণেই শাকিবের ক্যারিয়ার মাঝখানে থমকে গিয়েছিল।
অপু বিশ্বাসের পছন্দ অনুযায়ী স্টাইল করতে গিয়ে শাকিব খান অনেক সমলোচিত হয়েছে।
অপু বিশ্বাসের বিভিন্ন আবদার রাখতে গিয়েও শাকিব সমলোচিত হয়েছে।
অপু বিশ্বাসের পছন্দের বিভিন্ন লোকদের দ্বারা শাকিব অনেক সময় ট্র্যাপে করছে।
অপু বিশ্বাসের পছন্দের মানুষদের করা বিভিন্ন সিনেমাগুলো করতে গিয়েও শাকিব ট্রল হয়েছে।
অপু বিশ্বাসের জন্যই শাকিব খানের আগের সিনেমাগুলোতে কোনো ভ্যারিয়েশন ছিল না, একঘেয়েমি তৈরী হয়েছিল।
নতুন জুটিও তৈরী হতে দেননি অপু বিশ্বাস।
সর্বোপরী শাকিব খানের ৭০+ সিনেমার নায়িকাই শাকিব খানের জন্য দূভার্গ্যের কারণ হয়ে উঠছিলো।
বিশেষ করে আবরাম খান জয়কে নিয়ে News 24 এ এসে তো শাকিবকে জ্যন্ত কবর দিয়ে দিয়েছিলো, একজন শাকিবীয়ান হিসেবে এইগুলো মনে হলে খুব খারাপ লাগে তবুও ওই লাইভের পরও আমরা থাকে সাপোর্ট করেছি কারণ জুটিটা ভালো লাগতো।
কিন্তু বাস্তবতা তো মানতেই হবে 👍🏻
পার্ট-২ পরে আসবে......