15/07/2025
👉 শাকিব খান ফেইসবুকে নাই, ইনস্টাগ্রামে নাই, টিকটকে নাই...
👉 একমাত্র তার সিনেমাই ১০০ % রেন্টাল লাগে, বুকিং মানি পাওয়া যায়।
👉 ২৫০ + ছবি করার বাস্তব অভিজ্ঞতা।
👉টানা ১ যুগ শীর্ষনায়ক, ২০০৭ এর পরে শাকিব কখনো ২য় হয়নি।
👉 বিশাল ফ্যানবেজ + হাই লেভেলের স্টারডম, যেটা বাংলাদেশে আর কারোও নাই।
👉 ডিজিটাল যুগে এসেও আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে ইন্টারভিউ দেননি, শাহরিয়ার নাজিম জয় একটা করেছিল তাও তার নিজের চ্যানেল SK Flims এর জন্য পরে ওইটাও আর ওইভাবে প্রচারিত হয়নি।
👉 তার যেকোনো ছবিরই মিডিয়া রাইটস ১ কোটি +।
👉 ৩৫ মি. থেকে ২৫ মি (ডিজিটাল) ২ যুগেই সফল এবং যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।
👉 বাংলাদেশের একমাত্র স্টার, যার ছবি পজিশন - অপজিশন দুই সিনেমা হলেই চলে।
👉 বর্তমান কঠিন সময়েও একমাত্র তার সিনেমাই একদিনে ৫০০+ শো হয় ( সিনেপ্লেক্স + সিনেমা হল মিলিয়ে)।
👉 ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরষ্কার।
👉 ইউটিউব + ফেইসবুক +টিকটক এইগুলোর রেকর্ডগুলো বললাম না, কারণ শাকিব খান স্যোশাল মিডিয়ার হিরো না, সিনেমা হলের হিরো।
👉 একমাত্র নায়ক শাকিব খান, যার ১ দিনে ৫টা ছবি রিলিজ হওয়ার রেকর্ড আছে।
👉 বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সাথে যৌথভাবে তার সেইম ব্র্যান্ড ভ্যালু, যদিও শাকিব খান খুব বেশি বিজ্ঞাপন করেন না।
👉 লাস্ট মেইনস্ট্রিম মিডিয়ার সামনে এসেছিলো তান্ডবের স্পেশাল শো'তে, আবার কবে মিডিয়ায় আসবে এটা হয়তো সে নিজেও জানেনা।
বছরে ৩৬৫ দিন,এরমধ্যে সিনেমার প্রেসমিট ছাড়া কখনোই থাকে ক্যামেরার স্কিনে দেখা যায়না।
সব মিলিয়ে বেশী হলে ১০ দিন হবে মিডিয়ায় থাকে আপনি পাবেন।
অথচ দেখেন ৩৬৫ দিনেই উনাকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, নিউজ হচ্ছে, সমালোচনা হচ্ছে,তাকে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু হচ্ছেই।
যত বাজে গসিপেই হউক না কেন সে এইগুলোতে কর্ণপাত করেনা এবং কাউকেই এখনো রিপ্লে করেনি।
কারণ..............?
তিনি মেগাস্টার এবং দেশের একমাত্র স্টার।
সবচেয়ে বড় কথা-
🔴নো সাকিব আল হাসান (রাজনীতি)।
🔴নো মাশরাফি মর্তুজা (রাজনীতি)।
🔴 নো তামিম ইকবাল ( ডার্টি পলিটিক্স )।
বাংলাদেশেরই সবচেয়ে বড় সেলিব্রিটি এখন মেগাস্টার শাকিব খান, সবচেয়ে ব্যান্ড ভ্যালু এখন তারই।
আপাতত এতটুকুই, হজম করেন - এরপর পার্ট ২ আসবে।
#শাকিব