26/04/2025
ফিটনেস টিপসে আপনাকে স্বাগতম ❤️
১/ ডিম
২ টা ডিমে থাকে ১২ গ্রাম প্রোটিন,(শুধু সাদা অংশে ৮গ্রাম) ১০ গ্রাম স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। সব মিলিয়ে প্রায়
১৪০+ ক্যালরি থাকে।
২/ খেজুর
খেজুরে প্রচুর পরিমানে ভিটামিন বি থাকে যা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। ৪ টি অথবা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.লি. গ্রাম ক্যালসিয়াম, ২ দশমিক ৮ গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরের রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান।
৩/ কাঠ বাদাম
১মুট অথবা ২০ টি বাদামে রয়েছে ৭ গ্রাম উদ্ভিজ্জ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি আর ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম সহ সর্বমোট ১৭০+ ক্যালরি।
৪/কাজু বাদাম
প্রায় কাঠ বাদামের মত তবে কাজু বাদামে প্রোটিন এর পরিমাণ বেশি ক্যালরির পরিমাণ কিছুটা কম থাকে
৫/আপেল
প্রতি ১০০ গ্রামের একটা আপেলে ৫২ ক্যালোরি ,প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ) এবং আঁশ (ফাইবার) বেশি থাকে, যা হজমের জন্য ভালো। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ থাকে।
৬/ মাল্টা
১০০ গ্রামের ১ টা মাল্টায় ৪৭+ ক্যালোরি,
কার্বোহাইড্রেট11 গ্রাম,ফাইবার 2 গ্রাম,প্রোটিন 1 গ্রাম,
চর্বি 0.1 গ্রাম
ভিটামিন সি:53 মিলিগ্রাম,
পটাসিয়াম 195 মিলিগ্রাম
ভিটামিন বি৬: 0.1 মিলিগ্রাম থাকে।
৭/ দুধ
দুধে ক্যালরির প্রধান উৎস হল ফ্যাট এবং কার্বোহাইড্রেট। দুধেও প্রোটিন থাকে তবে প্রোটিনের ক্যালরি কম থাকে।দুধে উপস্থিত ক্যালরি আমাদের শরীরে শক্তি জোগায়, দুধে থাকা ফ্যাট এবং কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির উৎস,১ গ্লাস দুধে প্রায় ১৮০+ ক্যালরি থাকে।
✅এখন কথা হচ্ছে আপনি কি পরিমাণ খাবেন? সেটা নির্ভর করে আপনার শারিলের ঘটন অনুযায়ী উচ্চতা ও ওজনের উপর, আপনার প্রতিদিনে কত ক্যালরি খাবার গ্রহণ করতে হবে সেটা সঠিক ভাবে ভাগ করে খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়াম করুন , সু সাস্থ্যকর খাবার খান , সুস্থ থাকুন , ধন্যবাদ।