
30/08/2024
কিছুদিন ধরে নিউজফিডে একটা নিউজ বারবার সামনে আসছে,,ঐ নিউজ নিয়ে কিছু বলিনি,,অনেকে বলতেছে দোষটা আসলে মেয়ের তাই উনার হাসবেন্ড উনার উপর নিষ্ঠুরভাবে অত্যাচার করেছেন।।আমার কথা হলো মানলাম মেয়েটা দোষ করছে,,মেয়েটা খারাপ।।বাট আপনাকে তো কেউ এই রাইটস দেয়নি,,যে আপনি কোনো মানুষের উপর এমন পশুর মতো অমানবিক নির্যাতন করবেন!!
এই নিউজটা চলতে চলতেই আরেকটা পোস্ট সামনে আসলো।।এখন এই মেয়েকে নিয়েও কিছু বলেন আপনারা !!এই মেয়েটাও কি খারাপ?? সব দোষ তো মেয়েদেরই,,আসলে মেয়েদের দোষ হচ্ছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করা।।কেউ কি বলতে পারবেন মেয়েদের নিরাপত্তা কোথায়??
নারী নির্যাতন বছরের পর বছর ধরে চলছে,, হয়তো কিছু গোপনে আর কিছু প্রকাশ্যে।। তাও কিছু মানুষ এই নির্যাতনকে সাপোর্ট করে,,উল্টা মেয়েদের দোষ খোঁজে !!! আসলে কিছু কিছু মানুষ রুপি পশু আছে,,যাদের মনমানসিকতাটাই আসলে এমন,,তাদের ঘরের বউ বিশ্বসুন্দরী হউক কিংবা মেয়ের বাবা বিশ্বের ধনীব্যক্তি হউক না কেন,,যাদের মানসিকতা পশুর মতো সে পশুর মতো আচরণ করবেই।।আসলে কিছু ভুল মানুষ জীবনে আসে,,আর এই ভুল মানুষ গুলো একটি মেয়ের সাজানো গোছানো জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।। যারা নিজের বউকে প্রাপ্য সম্মান দিতে জানে,,তাদের কাছে তাদের বউ এর সৌন্দর্য কিংবা তার বউ এর বাবার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ম্যাটার করে না।। যাদের মানসিকতা পশুর মতো,,আমি মনে করি তাদের বিয়ে করাই উচিৎ না।।এসব মানুষ রুপি পশুর সাথে সংসার করার চেয়ে সারাজীবন একা থাকা অনেক ভালো।।এসব মানুষ রুপি পশুর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ।।যেন কেউ এই রকম জঘন্য অপরাধ করার আগে হাজারবার চিন্তা করে।।