ITZ Rowshon Afrin

ITZ Rowshon Afrin Hey I'm Rowshon Afrin..I'm sharing my life lessons,travel adventure in between on my personal blog❤️❤

কিছুদিন ধরে নিউজফিডে একটা নিউজ বারবার সামনে আসছে,,ঐ নিউজ নিয়ে কিছু বলিনি,,অনেকে বলতেছে দোষটা আসলে মেয়ের তাই উনার হাসবেন্...
30/08/2024

কিছুদিন ধরে নিউজফিডে একটা নিউজ বারবার সামনে আসছে,,ঐ নিউজ নিয়ে কিছু বলিনি,,অনেকে বলতেছে দোষটা আসলে মেয়ের তাই উনার হাসবেন্ড উনার উপর নিষ্ঠুরভাবে অত্যাচার করেছেন।।আমার কথা হলো মানলাম মেয়েটা দোষ করছে,,মেয়েটা খারাপ।।বাট আপনাকে তো কেউ এই রাইটস দেয়নি,,যে আপনি কোনো মানুষের উপর এমন পশুর মতো অমানবিক নির্যাতন করবেন!!
এই নিউজটা চলতে চলতেই আরেকটা পোস্ট সামনে আসলো।।এখন এই মেয়েকে নিয়েও কিছু বলেন আপনারা !!এই মেয়েটাও কি খারাপ?? সব দোষ তো মেয়েদেরই,,আসলে মেয়েদের দোষ হচ্ছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করা।।কেউ কি বলতে পারবেন মেয়েদের নিরাপত্তা কোথায়??
নারী নির্যাতন বছরের পর বছর ধরে চলছে,, হয়তো কিছু গোপনে আর কিছু প্রকাশ্যে।। তাও কিছু মানুষ এই নির্যাতনকে সাপোর্ট করে,,উল্টা মেয়েদের দোষ খোঁজে !!! আসলে কিছু কিছু মানুষ রুপি পশু আছে,,যাদের মনমানসিকতাটাই আসলে এমন,,তাদের ঘরের বউ বিশ্বসুন্দরী হউক কিংবা মেয়ের বাবা বিশ্বের ধনীব্যক্তি হউক না কেন,,যাদের মানসিকতা পশুর মতো সে পশুর মতো আচরণ করবেই।।আসলে কিছু ভুল মানুষ জীবনে আসে,,আর এই ভুল মানুষ গুলো একটি মেয়ের সাজানো গোছানো জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।। যারা নিজের বউকে প্রাপ্য সম্মান দিতে জানে,,তাদের কাছে তাদের বউ এর সৌন্দর্য কিংবা তার বউ এর বাবার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ম্যাটার করে না।। যাদের মানসিকতা পশুর মতো,,আমি মনে করি তাদের বিয়ে করাই উচিৎ না।।এসব মানুষ রুপি পশুর সাথে সংসার করার চেয়ে সারাজীবন একা থাকা অনেক ভালো।।এসব মানুষ রুপি পশুর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ।।যেন কেউ এই রকম জঘন্য অপরাধ করার আগে হাজারবার চিন্তা করে।।

পরীটা দেখতে দেখতে কখন যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি।।মাশাআল্লাহ❤️❤️ আজ ওর শিক্ষা জীবনের প্রথম দিন।।আজকে থেকে আমার পরীট...
29/01/2024

পরীটা দেখতে দেখতে কখন যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি।।মাশাআল্লাহ❤️❤️ আজ ওর শিক্ষা জীবনের প্রথম দিন।।আজকে থেকে আমার পরীটার নতুন করে পথচলা শুরু হলো❤️❤️।।আমার পরীটার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি❤️❤️।।জীবনে অনেক বড় হউক আমার পরীটা।।ইনশাআল্লাহ ❤️❤️ সবাই আমার পরীটার জন্য দোয়া করবেন ❤️❤️।।

Address

Habiganj Sadar
Sylhet
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITZ Rowshon Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITZ Rowshon Afrin:

Share