ভ্রমণ প্রিয়-Vromon Prio

ভ্রমণ প্রিয়-Vromon Prio ঘোরতে ভালোবাসি😍

প্রকৃতিকে ভালোবাসেন
সর্বত্র সৌন্দর্য পাবেন।

01/03/2024

วันแห่งความรัก เซอร์ไพรส์แฟนด้วยลูกเตะ #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

29/02/2024

แม่บ้านหลับลึก โดนโจรปล้นทั้งบ้านแล้วยังไม่รู้ ปล้นแม้กระทั้งเ #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

29/02/2024

Wrong hole prank #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

28/02/2024

ผู้ชายคนนี้ชอบลวนลามผู้หญิง แต่วันนี้เขาเล่นผิดคนแล้ว #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

28/02/2024

โจรบังเอิญไปขโมยเงินโจรกันเอง ผีเจอผี วันนี้ไม่เข้าท่า #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

27/02/2024

ครอบครัวตี้เห็นแก่ตัวจะอิ๊ ใคร๋มันจะฮับได้ #หนังใหม่HD #หนังใหม่ # #พี่เขย

27/02/2024

อารียาที่รัก #หนังใหม่HD #หนังใหม่ #พี่เขย

26/02/2024

พี่เขย #พี่เขย #หนังใหม่ #หนังใหม่HD

রাবার বাগান
16/02/2024

রাবার বাগান

13/02/2024

দুই কোটি টাকার বরাদ্দ পেয়ে হিসাব নিয়ে হাজির এমপি সুমন। #ব্যারিস্টার_সুমন​ ​ #ব্যারিস্টারসুমন​ #ব্যারিস্টার

🚪🚪অভাব কাকে বলে ? 🚪🚪অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে ...
31/01/2024

🚪🚪অভাব কাকে বলে ? 🚪🚪
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?
ছেলেটি উত্তর দিল:
📔-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বলো' ...🔊

🎤ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!😢😥

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

👉এটাই বাস্তব !

Collected👈

Address

Hakaluki
Sylhet
3250

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ প্রিয়-Vromon Prio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ প্রিয়-Vromon Prio:

Share