Sarker Production T2

Sarker Production T2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarker Production T2, Digital creator, Sylhet.
(47)

As-salamu alaykum🤝
🛫✈️🌍🛩🛬🇧🇩🇮🇳🇰🇭🇻🇳🇲🇾Next Tour Loading….

🕋✌️ 🏡

🇧🇩🤟 +🩸🔥 🎂💐

আমার ফেসবুক আইডির লিঙ্ক
https://www.facebook.com/titu.sarker.58?mibextid=wwXIfr&mibextid=wwXIfr

এই বাচ্চাটি বাবা মায়ের একমাত্র সন্তান কিছুসময় আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আল্লাহ আর কত বাবা মায়ের বুক খালি হবে আল্লাহ...
23/07/2025

এই বাচ্চাটি বাবা মায়ের একমাত্র সন্তান কিছুসময় আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আল্লাহ আর কত বাবা মায়ের বুক খালি হবে আল্লাহ তুমি রহমত করো দেশ বাসির উপর।

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিল...
23/07/2025

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিলো জানেন?😔

উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'
জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'🥺
উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রান্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!🥹

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!'' 😔
এই লাইন টা এত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!
আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''😢

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!
এমন কষ্টের বিদায় কারো না আসুক!!💔🤲🤲

শোনা যাবে না কানে এই কন্ঠ আর😮‍💨😮‍💨
23/07/2025

শোনা যাবে না কানে এই কন্ঠ আর😮‍💨😮‍💨

আহ.... কলিজা
23/07/2025

আহ.... কলিজা

এমন মানুষ যুগে যুগে আসে🥰
23/07/2025

এমন মানুষ যুগে যুগে আসে🥰

২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন।দুই স্ত্রী তার, দ্বিতীয় জন বিমান বালা। দুইজন'কেই ৪০ কোটি টাকা দিয়ে গুল...
22/07/2025

২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন।
দুই স্ত্রী তার, দ্বিতীয় জন বিমান বালা। দুইজন'কেই ৪০ কোটি টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনে দিয়েছেন। ছেলের একাউন্টে ৬০ কোটি টাকা। সহকর্মী দিয়ে ইউরোপ, আমেরিকায় তিন দেশে সম্পদ গড়েছেন। ২০ বছর আগের মুড়ির টিন (অচল মাল) দিয়ে বিমান বাহিনী সচল রেখে, মানুষের,জীবন কেড়ে নিচ্ছে....

দুঃখের মধ্যে কষ্ট💔
22/07/2025

দুঃখের মধ্যে কষ্ট💔

কেয়ামতের দিন কাফনের কাপড়ের দামও বেড়ে যাবে 😭
22/07/2025

কেয়ামতের দিন কাফনের কাপড়ের দামও বেড়ে যাবে 😭

22/07/2025
স্যরি টু সে...!জনাব সামন্ত লাল শেখ হাসিনার সরাসরি নির্দেশে বার্ন ও প্লাস্টিকের পরিচালক হয়েছিলেন। তাকেই পরিচালক হিসাবে নি...
22/07/2025

স্যরি টু সে...!

জনাব সামন্ত লাল শেখ হাসিনার সরাসরি নির্দেশে বার্ন ও প্লাস্টিকের পরিচালক হয়েছিলেন।
তাকেই পরিচালক হিসাবে নিয়োগের বিষয়ে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্হার ব্যপক আগ্রহও ছিলো। হাসিনা দুকূল রেখেছিলো।
সামন্ত লাল সাহেবের কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী নাই । বার্ন রোগীদের তিনি নিজে কয়টা স্কিন গ্রাফট করিয়েছেন - একটু খোঁজ নিয়েন।

তিনি মিডিয়া মারাত্নক কুল হেডে হ্যান্ডেল করতে পারতেন , আর দশজনের ক্রেডিটকে তিনি নিজের বাচন ও প্রকাশভঙ্গীর চমৎকার সন্নিবেশে এনগালফ করতে পারতেন।

মিডিয়া তারে কোনোদিনও জিগায় নাই - বার্ন বা প্লাস্টিকের মতো বিশাল ইন্সটিটিউটে বিএমডিসি অনুমোদিত কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী না নিয়েই ইন্সটিটিউটের পরিচালক হওয়ায় আপনি নৈতিকভাবে সামান্যতম বিব্রত বোধটুকুও করেন কিনা ? দা* লাল মিডিয়া এগ্লা তারে জিগানোর সাহসও করে নাই।

জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার মোসাহেবী ব্যতীত তিনি তেমন কিছু জাতিকে দিতে পেরেছেন ?
জুলাই গণঅ* ভ্যুত্থান আহতদের চিকিৎসা না দিতে নির্দেশের এবং চিকিৎসা দিতে বাঁধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগ আছে ভা* রতীয় গোয়েন্দাদের সাথে সুসম্পর্কিত লোক সামন্ত লালের বিরুদ্ধে।

সাদা এপ্রোণ পড়ে শান্তি সমাবেশে গিয়ে গণহ* ত্যার বৈধতা দিয়েছেন। ওরা কারা , যারা " সামন্ত লাল সামন্ত লাল " বলে চিক্কুর করছে ! ওনারে তো আমাদেরও দরকার কিছু নৈতিক প্রশ্ন করার জন্য !

ডা: শাহ সাদিক আহমেদ শাহিন

কতটুকু কষ্ট পেয়ে এ কথাটা বলছেন উপলব্ধি করতে পারেন আপনারা💔😭‘আমি আর এ দেশে থাকবো না। এদেশের পলিটিশিয়ানরা এদেশটাকে পলিউট ক...
22/07/2025

কতটুকু কষ্ট পেয়ে এ কথাটা বলছেন উপলব্ধি করতে পারেন আপনারা💔😭

‘আমি আর এ দেশে থাকবো না। এদেশের পলিটিশিয়ানরা এদেশটাকে পলিউট করে ফেলছে। আমরা থাকবো না এই দেশে।’

তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনার স্ত্রী কেমিস্ট্রির লেকচারার।

©️ইউসুফ স্যার।

লাশের রাজনীতি করতে লজ্জা লাগে না?????এই দেশে জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট, আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি! বাবা মা স...
22/07/2025

লাশের রাজনীতি করতে লজ্জা লাগে না?????

এই দেশে জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট, আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি! বাবা মা স্কুলের গেইটে বাচ্চাদের যখন এগিয়ে দেয়, চিন্তা করে “আমার বাচ্চা নিরাপদে আছে ৫-৭ ঘণ্টার জন্য” - আমার দেশ নিয়ে দুইটা কথা লেখার ইচ্ছা এখন নাই। এ দেশে মানুষ ঠকানো ব্যক্তি বুদ্ধিমান আর সৎ মানুষ আস্ত একেকটা সং। হয়তো আমাদের কাছে এই ঘটনা পরের বছর চোখে পড়লে আত্মা কাঁপবে না। আমাদের নিজের ঘর শূন্য হয় নাই , আমাদের প্রাণ ভ্রমরা জ্বলন্ত আগুনে ভস্ম হয়না।

একটা কথা প্রায়ই বলি - “যার যায় সেই জানে”। যে মানুষটার ঘর গতকাল মিষ্টি মুখের আধোবোলের রিনরিনে আওয়াজ , প্রাণচঞ্চল জীবন হারালো - তাদের বেঁচে থাকার বাকি দিনগুলো মতো নরক সমান বিভৎস হয়ে রইলো।

নিহত ২২ জন?
আমাদের সাথে মজা নেও 💔

Address

Sylhet

Telephone

+8801712358389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker Production T2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarker Production T2:

Share