Ew'r MaHi

Ew'r MaHi এটা আমার নতুন পেইজ, Follow দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন 🙏🙏🥰🥰

😍😍
04/09/2024

😍😍

দারুন মজার ইলিশ মাছ ভুনা😍😊
04/09/2024

দারুন মজার ইলিশ মাছ ভুনা😍😊

ডাক্তাররা নিরাপত্তা চেয়েছিল। অতঃপর:১) ফার্মাসিস্টরা ভিজিট করতে পারবে না, কমিশনও খাইতে পারবেন না।  ২) ডিউটিতে ফাঁকি দিতে ...
04/09/2024

ডাক্তাররা নিরাপত্তা চেয়েছিল। অতঃপর:
১) ফার্মাসিস্টরা ভিজিট করতে পারবে না, কমিশনও খাইতে পারবেন না।
২) ডিউটিতে ফাঁকি দিতে পারবেন না।
৩) রোগীর সাথে কেমন আচরণ করছেন সেটাও নোট হবে।
#ডাক্তারের প্রতিক্রিয়া: খাল কেটে কুমির আনছি :)
#রোগীদের রিঅ্যাকশন: আলহামদুলিল্লাহ! আগের চেয়ে ভাল সেবা পাচ্ছি। প্রত্যেক হাসপাতালে নিরাপত্তা বাহিনীর একটা টিম থাকুক।

04/09/2024

প্রভুর কাছে চিঠি:
মহরম আলি, অতিরিক্ত পুলিশ সুপার

একজন গরীব লোক প্রতিদিন প্রভুর উদ্দ্যেশ্যে একটা করে চিঠি লিখতো আর বেলুনে বেধে আকাশে উড়িয়ে দিতো। চিঠিতে লিখতো
‘হে প্রভু’ আমি খুব অভাবে আছি, আমাকে এক লক্ষ টাকা দাও। টাকাগুলো দিয়ে ব্যবসা করে লাভ করবো। তারপর তোমার টাকা তোমার পথে ব্যয় করে ঋণ শোধ করে দিবো।

লোকটির বাড়ি ছিলো স্থানীয় থানার পাশেই।
চিঠিসহ বেলুন গুলো প্রতিদিন উড়ে গিয়ে পড়তো থানার মধ্যে। থানার পুলিশরা প্রতিদিন লোকটির চিঠি খুব মনোযোগ দিয়ে পড়তো আর নিজেদের মধ্যে আলোচনা করতো।
তারা ভাবতো লোকটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন।

তাই বিষয়টি ওসি সাহেবকে জানালো। ওসি সাহেবও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং নিজে কিছু টাকা দিলেন। আর থানার সকল পুলিশ সদস্যকে বললেন সাধ্যমতো নগদ কিছু সহযোগিতা করতে। তখন থানার সকল পুলিশ সদস্য মিলে টাকা তুলতে লাগলো।

খুব চেষ্টা করে থানার সবাই মিলে পঞ্চাশ হাজার টাকা যোগাড় করে, সুন্দর একটা খামের মধ্যে করে টাকাগুলো সহ একজন পুলিশকে পাঠানো হলো লোকটার বাড়িতে। তারপর পুলিশ সদস্য লোকটাকে পঞ্চাশ হাজার টাকার প্যাকেটটি দিয়ে বললো– আপনার ডাকে মহান সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনার জন্য এই টাকা পাঠিয়েছে।

লোকটি টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেলেন। খুশিতে পুলিশ সদস্য কে লোকটি ধন্যবাদ দিতেও ভুলে গেলেন। কোন রকম পুলিশকে বিদায় দিয়ে ঘরের দরজা বন্ধ করে টাকা গুলো গুনতে লাগলো। গুনে দেখলো মাত্র পঞ্চাশ হাজার টাকা। কিছুতেই কিছু বিশ্বাস করতে পারলো না, মহান প্রভু এভাবে অর্ধেক টাকা দিতে পারে। মনের দুঃখে পরের দিন লোকটা আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে দিল।

এই চিঠি টিও প্রতিদিনের ন্যায় থানার মধ্যে এসে পড়লো। এদিকে চিঠি পেয়ে সবাই খুব আগ্রহ নিয়ে চিঠিটি পড়ার জন্য ভিড় করলো। পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে আশা করছে অবশ্যই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে।

কিন্তু চিঠি পড়ে সবাই আশাহত হলো। চিঠিতে লেখা ছিল- প্রভু তুমি জেনে শুনে এতো বড় ভুল কেমনে করলে?

টাকাটা যখন দিলেই, পুলিশের মাধ্যমে কেন দিলে? শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে।😪

করোনাকালে দেশ এবং দেশের মানুষের জন্য এত পুলিশ জীবন দিয়েছে, হাজার হাজার পুলিশ করোনা আক্রান্ত হয়েছে।

তার প্রশংসা কেউ না করলেও, অল্প একটু ত্রুটি পেলে পুলিশের দোষ নিয়ে হাত পাকানো অভ্যাস নেই এমন লোক পাওয়া বিরল।
পুলিশের সেবার মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করাটাও অতীব জরুরী।

লেখক, মোঃ মহরম আলী মাসুদ,
অতিরিক্ত পুলিশ সুপার।

10/08/2024

🤔দেশ তো স্বাধীনতা পেলো
ব্লক লিস্টে যাদের বাইন্দা রাখছেন তাদের স্বাধীনতা দিবেন না🤣আমি ভাবতেছি কি করবো!🥴🙂

10/08/2024

নাহিদ তুমি উল্টোপাল্টা সুইচ টেপাটিপি কইরোনা। আমাদের ইন্টারনেটে সমস্যা হচ্ছে। 😶🤣

10/08/2024

সুন্দরী মেয়েরা অসভ্য হবে,এটাই স্বাভাবিক।
আর তাদের ভুলগুলোও সকলে ক্ষমা করে দেয়।
- হূমায়ুন আহম্মেদ

10/08/2024

নোবেল পুরষ্কারের আশায় ১৪ লাখ রোহিঙ্গা দেশে আনছিলো।
আজকে বেডি নিজেই রোহিঙ্গা।🤣 🫢

10/08/2024

গোপালগঞ্জের গোপালিরা মৌমাছির বাসায় ঢিল মেরে বিপদে পরে গেছে। এখন আব্বা আব্বা ডাকতেছে🤣🤣😍 Tajmoon Taj Rahat Hossain +Rifat Hossain একৃষি-Akrishi Prahlad Swami Mayawi Ace Ladong 𝗥𝗔𝗧𝗢𝗡 𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟 49 Mishkat family vlogs Halima Akter Asha Sampa Shil Susanta Mukherjee দুষ্টু বউএর মিষ্টি বর

Address

Sunamganj

2023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ew'r MaHi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share