Sheikh Tarek jamil

Sheikh Tarek jamil Alhamdulillah for everything! I Don't care if you are good or bad if you respect me i will respec you
(2)

১. সূরা মুলক – রিজিকের বরকতের সূরাআরবি:-تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌউচ্চারণ:তা...
29/10/2025

১. সূরা মুলক – রিজিকের বরকতের সূরা
আরবি:-
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ:
তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু, ওয়া হুয়া 'আলা কুল্লি
শাইইন কাদির।

অর্থ:
“বরকতময় সেই সত্তা, যার হাতে রাজত্ব এবং তিনি
সর্বশক্তিমান।”

আমল করার পদ্ধতি :
১. প্রতিদিন দোকান বন্ধ করার আগে একবার সূরা মুলক
পড়বেন।
২. পড়ার সময় মনে করবেন, রিজিক একমাত্র আল্লাহর
কাছ থেকেই আসে।
৩. শেষে দু'হাত তুলে দোয়া করবেন—
“হে আল্লাহ, আমার রিজিক হালাল ও বরকতময় করুন।

রেফারেন্স:
নবী করিম বলেছেন—
“যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়ে, আল্লাহ তাকে
কবরের শাস্তি থেকে রক্ষা করেন।” - (তিরমিজি: ২৮৯২)

ফায়দা:
রিজিকে বরকত আসে
জীবিকার পথে নিরাপত্তা থাকে
মনের দুশ্চিন্তা কমে যায়

২. আল্লাহর নাম – ইয়া রাজ্জাক
আরবি:
يَا رَزَّاقُ
উচ্চারণ:
ইয়া রাজ্জাকু

অর্থ:
“হে রিজিকদাতা আল্লাহ।”

আমল করার পদ্ধতি :
১. প্রতিদিন ফজরের পর ৩০৩ বার “ইয়া রাজ্জাক
পড়বেন।
২. পড়ার পর বলবেন— “হে আল্লাহ, আপনি যেভাবে
পাখিদের রিজিক দেন, আমাকেও সেভাবে দিন।”
৩. শুক্রবার সকালে এই নাম পাঠ শেষে সূরা ওয়াকিয়া
পড়লে বরকত বৃদ্ধি পায়৷

রেফারেন্স:
ইমাম গাজ্জালী (রহ.) বলেন— “যে ব্যক্তি ‘ইয়া রাজ্জাক’
নিয়মিত পড়ে, আল্লাহ তার জীবনে রিজিকের প্রশস্ততা দেন।”

ফায়দা:
কাজের সুযোগ সৃষ্টি হয়
আয়ে বরকত আসে
হৃদয় তৃপ্ত হয়

৩. আস্তাগফিরুল্লাহ – রিজিকের দরজা খোলার চাবি
আরবি:
-
أَسْتَغْفِرُ اللهَ رَبِّي مِن كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহা রব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া আতুবু
ইলাইহ।

অর্থ:
“আমি আমার প্রভুর কাছে সব গুনাহের জন্য ক্ষমা চাই
এবং তাঁর দিকেই ফিরে আসি।”

আমল করার পদ্ধতি :
১. প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অন্তত ১০০ বার পড়বেন।
২. পড়ার সময় মনে করবেন— “আমার রিজিক আল্লাহর
কাছেই বাঁধা।”
৩. দুশ্চিন্তা বা সংকটের সময় ৩৩ বার পড়লে হৃদয় হালকা
হয়।

রেফারেন্স:
নবী করিম বলেছেন—
“যে নিয়মিত ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য সংকট
থেকে মুক্তির পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।”

(আবু দাউদ: ১৫১৮)

ফায়দা:
অভাব দূর হয়
বরকত আসে
অন্তরে শান্তি ও আশা জন্মায়

শেষ কথা:

রিজিক কখনো শুধু পরিশ্রমে আসে না,
বরকত আসে তাওবা, কৃতজ্ঞতা আর আল্লাহর স্মরণে ।

“যে আল্লাহকে ভয় করে,
আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন
এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে
কল্পনাও করতে পারে না।”
সূরা আত-তালাক: ২-৩

13/10/2025

বাদ যোহর, মশাজান মদীনাতুল উলূম মাদরাসা হিফজ বিভাগের ক্লাস চলাকালীন দৃশ্য!

13/10/2025

“কালের গহব্বরে হারিয়ে যাওয়া সেই সুরেলা কণ্ঠ,
যার দাওয়াতি আহ্বান আজও হৃদয়ে বেজে ওঠে।
তিনি আমাদের সকলের প্রিয়—

🎙️ ‘খতিবুল উম্মাহ’
মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)।”💙🫀

゚viralシfypシ゚viralシalシ

Address

Rajnagar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Tarek jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share