Emon Bin Forid

Emon Bin Forid নতুন পেইজ ফলো করবেন

11/10/2024

আমরা ব্যর্থ,
নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি না।
অনেক হয়েছে।
আমরা সুন্নিয়ত উস্তাদদের কাছ থেকে শিখেছি।

ওস্তাদ "মাং'স আপনার হাড্ডি আমার" এই কথা বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা আজ মানুষ হয়েছি।"আমার ছেলেকে মারবেন কেন?ছেলে আমার...
20/03/2024

ওস্তাদ "মাং'স আপনার হাড্ডি আমার"
এই কথা বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা
আজ মানুষ হয়েছি।
"আমার ছেলেকে মারবেন কেন?
ছেলে আমার ধমকানোর আপনি কে?"
এমন বলা অভিভাবকদের কারণে একটা বেয়াদব জেনারেশন বেড়ে উঠছে।
মনে রাখবেন শাসন ছাড়া মানুষ করা সম্ভব না
বর্তমান সময়ের বাচ্চাদের বয়স হওয়ার আগেই এরা পেকে বসে আছে স্মার্ট ফোন আর ঘরের টিভি এদের বাচ্চা বয়সেই গোমরাহ হতে বাধ্য করে ফেলে।

24/12/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান
শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়
সকল শ্রেণিতে ভর্তি চলছে।

আম্মু নেই! এক বেলা হক আর তিন বেলা হক ভাত না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করে না-কিরে খেয়েছিস?রাতে দেরিতে বাড়িতে ফিরলে কেউ না ঘ...
19/12/2023

আম্মু নেই!
এক বেলা হক আর তিন বেলা হক ভাত না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করে না-কিরে খেয়েছিস?
রাতে দেরিতে বাড়িতে ফিরলে কেউ না ঘুমিয়ে অপেক্ষা করে না আমার জন্য! কেউ জিজ্ঞেস করে না কিরে তর কি কিছু প্রয়োজন? তর কিছু লাগবে? আমার মন খারাপ থাকলে কেউ বুঝে না আমার সে সময় কি প্রয়োজন।

পৃথিবীতে হারানো অনেক কিছু ফিরে পেলেও,মাকে আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় নাহ।

23/11/2023
👉জরুরী সতর্ক বার্তা!সবাই সাবধানতা অবলম্বন করে ফেসবুক চালান! পোশাক হিন উলুঙ্গ মেয়েদের স্টোরি দিচ্ছে।বিভিন্ন দ্বীনি ভাইদে...
23/11/2023

👉জরুরী সতর্ক বার্তা!
সবাই সাবধানতা অবলম্বন করে ফেসবুক চালান!
পোশাক হিন উলুঙ্গ মেয়েদের স্টোরি দিচ্ছে।
বিভিন্ন দ্বীনি ভাইদের আইডি হ্যাক হওয়ার কারণে বা হয়তো অন্য কোন সমস্যার কারণেও অনাকাঙ্ক্ষিত ভাবে খারাপ দৃশ্যের স্টোরি দেখা যাচ্ছে,

👉তাদের কেউ কেউ হাফিজ, আলেমও,প্রথমে আমার লিস্টের দুই একজনের আইডি থেকে এসব স্টোরির দৃশ্য দেখে তাদেরকে আনফ্রেন্ড করে দেই,
পরে ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি এতগুলো মানুষ আনফ্রেন্ড করে দিচ্ছি, এতদিন ফেসবুক চালিয়েছে ভালো এখন অন্য কোন সমস্যা কিনা পরবর্তীতে জানতে পারলাম অনেকের আইডি হ্যাক হয়ে গেছে😭

👉সুতরাং আমার আইডি থেকেও অনাকাঙ্ক্ষিত ভাবে এসব কেউ দেখলে আমাকে অবগত করিয়েন। আপনাদেরকেও অগ্রিম সতর্ক করে দিলাম।

20/10/2023

প্রশ্নঃ
মীলাদ বলতে মহানবী সা. এর জন্মবৃত্তান্ত সংক্রান্ত আলোচনাকে বুঝায়। যেকোনভাবেই তা করা যায়। কিন্তু আপনারা তা নির্ধারিত পদ্ধতিতে পালন করেন কেন?

সমাধানঃ
মীলাদ মাহফিল বলতে যদিও শাব্দিক অর্থে শুধু মহানবী সা. এর জন্মবৃত্তান্তমূলক বুঝায়,কিন্তু পারিভাষিক অর্থে জন্মবৃত্তান্ত আলোচনার সাথে দুরুদ,সালাম,তিলাওয়াত,কাসিদা পাঠ,দুয়া এবং তাবাররুক বিতরন ইত্যাদির সমষ্টিগত অনুস্টানকে বুঝায়। আর একটি বিষয়কে তার অংশ দ্বারা নামকরন করা বৈধ। যেমন, সুরা বাকারার সব স্থানে বাকারা বা গরুর আলোচনা নেই। একে বলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুয। তবে আমরা উক্ত নির্ধারিত পদ্ধতিতে মীলাদ মাহফিল করাকে জরুরি মনে করি না। তার প্রমাণ হলো- যারা মীলাদ মাহফিল করে থাকেন এলাকাভিত্তিক তাদের অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে। আমরা মনে করি,মহানবী সা. এর জন্মবৃত্তান্ত তার পবিত্র সীরাতের অংশ। তাই এটি আলোচনা করা অবশ্যই বরকতের কারণ।আর জন্মবৃত্তান্তের সাথে শরীআত সমর্থিত অন্যান্য নেক আমল করলে তাতে বাধা দেওয়া যায় না। কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে,মীলাদ পালনকারীরা কোন নির্ধারিত পন্থায় মীলাদ অনুষ্ঠান করাকে জরুরী মনে করে না। আর তা উচিতও নয়।

Address

Kulaura
Sylhet

Telephone

+8801791487134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Bin Forid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share