Rimon Ahmed

Rimon Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimon Ahmed, Sylhet.

23/09/2025
22/09/2025

“তোমরা কি মনে করেছ, আমরা তোমাদের অযথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?”
(কুরআন ২৩:১১৫)

22/09/2025

আমার সবচেয়ে বেশি আফসোস সেই দিনটির জন্য, যে-দিন সূর্যাস্ত গেল কিন্তু আমার সৎকাজের পাল্লা একটুও ভারি হলো না।

(ইব্‌ন মাসঊদ রা.)

05/10/2024

وَ اِذَا مَسَّ الۡاِنۡسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنۡۢبِهٖۤ اَوۡ قَاعِدًا اَوۡ قَآئِمًا ۚ فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهٗ مَرَّ كَاَنۡ لَّمۡ یَدۡعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلۡمُسۡرِفِیۡنَ مَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲﴾و اذا مس الانسان الضر دعانا لجنبهٖ او قاعدا او قآئما فلما كشفنا عنه ضرهٗ مر كان لم یدعنا الی ضر مسهٗ كذلك زین للمسرفین ما كانوا یعملون ﴿۱۲﴾
আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোন বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে।
(সূরাঃ ইউনুস | আয়াতঃ ১২)

ছবি দুটো একই ব্যক্তির—সালমান এফ রহমান। বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিদের মধ্যে একজন।প্রথম ছবিটা গত রামাদা...
14/08/2024

ছবি দুটো একই ব্যক্তির—সালমান এফ রহমান। বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিদের মধ্যে একজন।

প্রথম ছবিটা গত রামাদান মাসের৷ সেই রামাদানে পবিত্র কা’বায় ইতিকাফ পালন করেন সালমান এফ রহমান। সেখান থেকে এই ছবিটা পোস্ট করে তিনি ক্যাপশানে লিখেছিলেন—‘কা’বা ঘরের ইমামের পাশে ইতিকাফ করছি’।

আর, দ্বিতীয় ছবিটা গতকালকের৷ শুভ্র, লম্বা দাড়ির সালমান এফ রহমান ক্লিন শেইভ মুখে ধরা পড়েছেন রাজধানীর সদরঘাট এলাকায়৷ বলা হচ্ছে, ট্রলারে করে তিনি পালাতে চেয়েছিলেন।

যুলুমের পরিণতি বড় ভয়াবহ! মাযলুমের আর্তনাদ কতো শক্ত আঘাত হয়ে যে ফিরে আসে যালিমরা তা মুহূর্ত আগেও কল্পনা করতে পারে না।

কা’বার ইমামের পাশে ইতিকাফ কেনো, কা’বা ঘরের ভেতরে যদি ঘুমানোরও সুযোগ পাওয়া যায়, তা কিন্তু এটা নির্দেশ করে না যে—যালিমটা আল্লাহর গুড বুকে উঠে গেছে।

‘বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা করেন অপমানিত। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। (আলে ইমরান, ২৬)
আরিফ আজাদ

05/08/2024

এত এত তাজা প্রাণ ওরা শহীদ না হয়ে যদি আহত হয়ে হাসপাতালের বেডে থেকেও এই বিজয় দেখতে পারত? কত খুশি হত! আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী!
হে আল্লাহ এই শহীদের রক্তের সাথে যেন এই স্বাধীন বাংলাদেশ কখনো বেইমানি না করে। আল্লাহ আপনি তাদের পূর্ণ শহীদি মর্যাদা দান করুন। আমিন।

05/08/2024

আবু সাঈদ মুগ্ধরা মরে না
তারা বেঁচে থাকে আমাদের অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে..

05/08/2024

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ফালিল্লাহিল হা’মদ। শোকর ইয়া রব! হাজার কোটি শোকর!

আমরা স্বাধীন! মুক্ত! বাঁধাহীন! ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিশ্বাস হচ্ছে না 💚💚😥😥

03/08/2024

১৫ বছর ধরে প্রতি ক্লাসে, প্রতি বিষয়ে, মুক্তিযু'দ্ধ আর মুজিবের কাহিনী পড়ানোর ফলে যে, প্রত্যেক ঘরে ঘরে মুজিব আর মুক্তিযো'দ্ধা তৈরি হবে, এটা উনি বুঝতে পারেনি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimon Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimon Ahmed:

Share