21/05/2025
৭নং উবাহাটা ইউনিয়নের দিয়াগাঁও গ্রামের যে একজন লোভী ব্যক্তি প্রতারক বিশ্বাস ঘাতক চোরের মতো ২০বছর পালিয়ে ছিলো বর্তমানে ও বোনের হক মেরে চোরের মতো জীবন যাপন করতেছে সবার কাছে বিষয়টি স্পষ্ট, এবং কারো অজানা নয়।কিছু দিন আগে ও গ্রাম্য সালিশে সে লোভী বিশ্বাস ঘাতক আত্মসাৎ কারী প্রমাণ হয়েছে , এবং উক্ত গ্রামের শালিস বৈঠকে এলাকার ময়মুরুব্বি সহ অনেকেই অবগত আছেন।
তাই সকলের প্রতি অনুরোধ রইল, এই লোভী প্রতারককে নিয়ে চলাফেরা, উঠা বসা, (পান্জাতী) সামাজিক কার্যক্রম থেকে দিয়াগাঁওর সমস্ত লোক বিরত থাকবেন। কারন সবারই জানা আছে সে ব্যাক্তি লোভী প্রতারক বিশ্বাস ঘাতক।
যদি সত্যের পক্ষে দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায় কারীর পক্ষে তালি বাজাবেন নাহ !
তারপরও যদি কেউ তাকে নিয়ে কোন কার্যক্রম করেন এবং তার পক্ষ পাতিত্ব করেন তাহলে কোন এক সময় এর জবাব চাওয়া হবে।