Nazmul Nahid - Digital Marketer

Nazmul Nahid - Digital Marketer Digital Marketer | Social Media Manager | SEO Expert | Marketing Mentor & Consultant | Local SEO

প্রিয়নবী (সা.) এর ব্যবসায়িক জীবন: এক আদর্শ উদ্যোক্তার জীবন কাহিনীমক্কার বালুকাময় মরুভূমিতে একদিন এক সূর্যের মতো উজ্জ্ব...
25/09/2024

প্রিয়নবী (সা.) এর ব্যবসায়িক জীবন: এক আদর্শ উদ্যোক্তার জীবন কাহিনী

মক্কার বালুকাময় মরুভূমিতে একদিন এক সূর্যের মতো উজ্জ্বল নুর জন্মগ্রহণ করেছিল। সেই নুরই ছিলেন আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা, যার জীবনকাহিনী অনন্তকালের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কিশোর বয়স থেকেই ব্যবসা-বাণিজ্যের জগতে ঝাঁপিয়ে পড়েন তিনি। চাচা আবু তালেবের সঙ্গে বিভিন্ন দেশে বাণিজ্য সফরে যান। সততা, বিশ্বস্ততা ও কর্মদক্ষতার কারণে তিনি খুব দ্রুত সবার প্রিয় হয়ে ওঠেন। তাঁর সততা এত পরিচিত ছিল যে, লোকেরা তাঁকে ‘আল-আমিন’ অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত।

খাদিজা (রা.) নামে এক সমৃদ্ধ ব্যবসায়ীর সাথে তাঁর বিবাহ হয়। খাদিজা (রা.) তাঁর বিশ্বস্ততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাঁকে নিজের বাণিজ্যিক কাজে সঙ্গী করেন। মহানবী (সা.) তাঁর বিশ্বাস ভাঙেননি। বরং তাঁর ব্যবসাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান।

তিনি কেবল ব্যবসায়ীই ছিলেন না, ছিলেন একজন দক্ষ পরিচালকও। মুদারাবার ধারণা অনুযায়ী তিনি ব্যবসা করতেন। অর্থাৎ লাভ উভয় পক্ষের মধ্যে ভাগ করে নেওয়া হতো। এই সিস্টেম আজকের দিনেও ব্যবসায়িক জগতে প্রচলিত।

নবুয়তপ্রাপ্তির পরেও তিনি ব্যবসা-বাণিজ্য চালিয়ে গিয়েছিলেন। তবে এবার তাঁর মূল লক্ষ্য ছিল ইসলামের প্রচার। তিনি ব্যবসাকে ইসলামের সাথে মিলিয়ে নতুন এক পথ দেখিয়েছিলেন।

আজও যখন আমরা ব্যবসায়িক জগতের জটিলতা আর প্রতিযোগিতার মধ্যে হাবুডুবু খাই, তখন মনে পড়ে যায় মহানবী (সা.) এর সরলতা আর নিষ্ঠার কথা। তিনি শুধু ব্যবসা করেননি, তিনি ব্যবসাকে একটি নৈতিকতা দিয়েছিলেন। তাঁর জীবনকাহিনী আমাদেরকে শিখিয়েছে যে, ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের সেবা করার একটি উপায়।

তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, একজন মহান নেতা এবং সর্বোপর একজন মানবতাবাদী। তাঁর জীবন আমাদের জন্য এক আদর্শ। তাঁর পদাঙ্ক অনুসরণ করে আমরাও সফল ব্যবসায়ী হতে পারি এবং একই সাথে সমাজের উন্নতির জন্য কাজ করতে পারি।

আমরা সবাই মহানবী (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে সফল ব্যবসায়ী হতে পারি এবং একই সাথে সমাজের উন্নতির জন্য কাজ করতে পারি। আসুন আমরা সবাই মিলে তাঁর আদর্শকে জীবনে বাস্তবায়িত করি।

15/09/2024

চাকরি না করে ব্যবসা করুন। ব্যবসাতে আল্লাহর ফাদল রয়েছে

-- আপনি চাকরি করে ৫০,০০০ টাকা বেতন পেলে আর কিভাবে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন? আপনি নিজেই নিজের হাতকে বেঁধে দিলেন। বা লিমিট করে দিলেন।

অথচ, আপনি ছোট একটা ব্যবসা করেও আল্লাহর কাছে কোটি টাকা চাইতে পারেন। কারণ এতে কোন সীমাবদ্ধতা নেই।

শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পাওয়া সৈয়দ যামিল আহমেদ এক বক্তব্যে বলেছেন; ওয়াজ-মাহফিলদের বিরুদ্ধে নাটককে জোরদ...
10/09/2024

শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পাওয়া সৈয়দ যামিল আহমেদ এক বক্তব্যে বলেছেন; ওয়াজ-মাহফিলদের বিরুদ্ধে নাটককে জোরদার করতে হবে..আমি চাইবো শিল্পকলা অ্যাকাডেমিতে জামাতও যেন আসে। বলুক না জামাত, কেনো মেয়েদের এখনো ২০২৪ সালে বোরকা পরতে হবে? [১]
যামিল আহমেদের এই বক্তব্য আমাদের সমাজের মধ্যে গেঁথে থাকা কাঠামোগত ইসলামবিদ্বেষের আরেকটি উদাহরণ। ব্যক্তি যামিল আহমেদ এখানে মূখ্য না। তিনি মূলত ঐ সাংস্কৃতিক জমিদার শ্রেনীর প্রতিভূ যারা ইসলামের বিরুদ্ধে ‘শিল্প’কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
এই শ্রেনীর স্পষ্ট ঘোষিত উদ্দেশ্য হল মানুষকে ওয়াজ-মাহফিল থেকে সরিয়ে আনা। পর্দানশীন মুসলিম নারীরা; যারা অলরেডি সমাজে বৈষম্যের শিকার, তাঁদেরকে এবং তাঁদের পরিবারগুলোকে সামাজিকভাবে আরও কোণঠাসা করা।
এরা ইসলাম ও মুসলিমদের দেখে কলোনিয়াল মাস্টার, কলকাতাকেন্দ্রিক বাঙ্গালি জাতীয়তাবাদ আর ওয়ার অন টেররের লেন্সে। আমাদের সম্মানিত পর্দানশীন মা-বোনদের বোরকা খোলাকে তাই এরা পবিত্র দায়িত্ব মনে করে। হয় কলকাতা, নয় কাশী, নইলে পশ্চিমকে কেবলা ধরে কাজ করে এরা।
বাংলাদেশে ইসলাম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ আছে। তারা তাদের নিজ নিজ বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী সংস্কৃতি চর্চা করে, করবে। কিন্তু বারবার শুধু ইসলামকে আক্রমনের নিশানা বানানো হয়। কেন? কেন মুসলিমদের ধর্মীয় বিধিবিধানকে নানা মঞ্চ থেকে আক্রমন করা হয় নানাভাবে?
আমার বোন বোরকা পরবে কি না সেটা কি সাংস্কৃতিক জমিদারেরা ডিকটেট করবে?
আমরা কিভাবে ইসলাম মানবো সেটা কি তারা ঠিক করে দেবে?
রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে ওয়াজ-মাহফিল আর বোরকার বিরুদ্ধে লড়াইয়ে নামার ম্যান্ডেট কি রাষ্ট্রকে দেয়া হয়েছে?
সাংস্কৃতিক জমিদার শিল্পকে কাজে লাগিয়ে ইসলাম ও মুসলিম পরিচয়কে ‘অপর’ বানাতে চায়। ইসলাম পালনকে করতে চায় সামাজিকভাবে মার্জিনালাইযড।
আমরা এই বর্বর বক্তব্য এবং আগ্রাসী মনোভাবের বিরোধিতা করি। তার অবশ্যই কওমের সামনে, এবং বিশেষ করে আমাদের সম্মানিত মা-বোনদের কাছে ক্ষমা চাওয়া উচিৎ।
আমরা তাকে নিয়োগ দেয়ারও প্রতিবাদ করি। এমন ঘৃণাজীবি, কূপমন্ডূক ব্যক্তিকে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক বানানোর মাধ্যমে মূলত ইসলামবিদ্বেষের আরও প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে।
দেশে নূন্যতম ইনসাফ থাকলে এমন নিচু মানসিকতার লোক এধরণের পদে নিয়োগ পাওয়ারই কথা না। যদি ভুল করে নিয়োগ হয়েও গিয়ে থাকে, সেক্ষেত্রে ক্ষমা চাওয়ার পর দ্রুততম সময়ে এই ব্যক্তির নিয়োগ বাতিল করা হতো।
তবে এমন কিছু হবে বলে আমরা আশা করি না। কারও কাছে দাবি জানানোও প্রয়োজন মনে করি না। আমরা কেবল কওমের কাছে স্পষ্ট করতে চাই, এই বক্তব্য এবং মনোভাব বাংলাদেশের সমাজে গেঁথে থাকা কাঠামোগত ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ। বহু বছর ধরে গড়ে তোলা ঘৃণার এডিফিসের ছায়া।
এই জমিদার শ্রেনী যতোদিন টিকে থাকবে ততোদিন তারা ইসলাম ও মুসলিম পরিচয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ততোদিন বাড়তে থাকবে ইসলামবিদ্বেষ। শিল্প এদের কাছে একটা হেজেমনিক প্রকল্প। যার সাথে গণমানুষের কোন সম্পর্ক নাই। এ প্রকল্পের উদ্দেশ্য এ সমাজ ও মাটি থেকে ঈমানের চিহ্নগুলোকে একে একে মুছে দেয়া।
নিজ কওমের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হলে এই আগ্রাসন আর বিদ্বেষের কাঠামোকে সামাজিকভাবে মোকাবেলা করা ছাড়া আর কোন বিকল্প রাস্তা আমাদের সামনে নেই।

Asif Adnan

[এটা কখনোই আপামর শিক্ষার্থীর মতামত না।]আন্দোলনের সময় ক্রমাগত রাজনৈতিকভাবে ধর্মের ব্যবহার হয়েছে। স্পেসিফিকালি ইসলাম ধর্মে...
09/09/2024

[এটা কখনোই আপামর শিক্ষার্থীর মতামত না।]
আন্দোলনের সময় ক্রমাগত রাজনৈতিকভাবে ধর্মের ব্যবহার হয়েছে। স্পেসিফিকালি ইসলাম ধর্মের।
গায়েবানা জানাযা ব্যবহার করা হয়েছে গণজমায়েতের অজুহাত হিসেবে। যখন অন্য কোনভাবে এক সাথে জড়ো হওয়া কঠিন, তখন জুমা-র নামাযের উসিলায় এক সাথে হতে বলা হয়েছে। আন্দোলনের পক্ষে মসজিদ থেকে মাইকিং করতে বলা হয়েছে।
এক আল্লাহর ওপর ভরসা করে মুক্তির লড়াইয়ে নেমে যেতে বলা হচ্ছে। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল। মুখে মুখে খালি শাহাদাতের আলাপ, হিন্দুও 'শহীদ' হয়ে গেছে।
এখন এক মাস পর এসে বলছে রাজনৈতিকভাবে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। এই ছেলেটা একটা ক্লাসকে রেপ্রেসেন্ট করে, যেটাকে আদর করে বাঙ্গালি মুসলমান বলা হয়। এদের জন্য আরও অ্যাপ্রোপ্রিয়েট নাম হল বাঙ্গালি মুনাফিক।
ইসলাম একটা দ্বীন। একটা পূর্ণাঙ্গ ওয়ার্ল্ডভি, একটা সিস্টেম। ইসলাম থাকলে সেখানে সমাজ ও শাসনের কথা থাকবেই। আর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। বাঙ্গালি মুনাফিক সমাজ আর বাঙ্গালি শাহবাগী সমাজ, আর দুটোর মধ্যে আরও যারা আছে, তারা সবাই মিলে চেষ্টা করলেও ইসলামকে বদলাতে পারবে না। এটা আমাদের রবের প্রতিশ্রুতি।
-
Asif Adnan ❤

09/09/2024

মুত্তাকীদের জন্য হিদায়াত - সূরা আল- বাকারাহ(২), আয়াত: ২

ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ
অর্থ: এই তো কিতাব, যাতে কোন সন্দেহ নেই, আছে মোত্তাকীদের (অন্যায় পরিহারকারী, আল্লাহভীরু, সৎকর্মশীল ও ধর্মপরায়ণ ব্যক্তিদের) জন্য পথনির্দেশ বা হিদায়াত;

কুরআনের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াতের সুসংবাদ দিয়েছেন মুত্তাকীদের। তিনি সেখানে মুসলিম বা মুমিন উল্লেখ করেন নি। তিনি বলেছন মুত্তাকী!

প্রথম স্তর হলো মুসলিম, দ্বিতীয় হলো মুমিন এবং সর্বোচ্চ স্তর হলো মুত্তাকী। তাই, আমাদের উচিত মুত্তাকী হওয়ার জন্য চেষ্ঠা চালিয়ে যাওয়া।

Join - Muttaqin Entrepreneur Family (Global)

08/09/2024

নিশ্চই আপনার মহান সৃষ্টিকর্তা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে!
তাহলে আপনার ভালোবাসার তালিকায় সবার আগে কি তিনি আছেন?

আমরা যেন আমাদের রবের সাথে ভালোবাসা গভীর করি এবং সকল মানুষকে যেন আল্লাহর জন্যই ভালোবাসি। 🥰❤

Join Our Group: Muttaqin Entrepreneur Family (Global)

08/09/2024

Muttaqin Entrepreneur Family (Global)

আমাদের এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে, গ্রুপের প্রত্যেক সদস্য দুনিয়ার জীবনে সুখ, শান্তি, নিরাপত্তা, সম্মান, সম্পদশালী ও সুস্থতার সহিত জীবন-যাপন করবে। এবং মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে।

এই উদ্দেশ্য বাস্তবায়নে যত ধরণের পদক্ষেপ দরকার তা সময়ের সাথে সাথে নেওয়া হবে। এবং আমাদের এই গ্রুপ জাত-ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ।

ভার*তীয় কবি রবিন্দ্রনাথের পরিচয় খুব সংক্ষেপে__* বঙ্গভঙ্গের বিরোধিতাকারী* ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী* ব্রিটিশদের দ...
07/09/2024

ভার*তীয় কবি রবিন্দ্রনাথের পরিচয় খুব সংক্ষেপে__
* বঙ্গভঙ্গের বিরোধিতাকারী
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী
* ব্রিটিশদের দা*লাল
* অত্যা*চারী জমিদার
* পতি*তা*লয় ব্যবসায়ী
* সুর চোর
* জা*য়ো*নিজম সমর্থক
* সিফিলিস রোগী
* ইসলাম বিদ্বেষী

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের...
27/08/2024

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের সিটে এক হাত বাইরে বের করে ভ্রমণ করেছেন। এটাই টাকার প্রতি দায়বদ্ধতা এবং আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়।

As sunnah Foundation ❤

22/08/2024

'ভাই, আমাদের ত্রাণ লাগবে না। আমাদের স্পিড বোট আর ইঞ্জিনচালিত নৌকা লাগবে। না খেয়ে দুইদিন থাকা যাবে, কিন্তু পানির নিচে দুই মিনিটও না ভাই। প্লিজ স্বেচ্ছাসেবীদের বলুন।
ফেনী থেকে বলছি।'

চা ওয়ালার সাথে কি একজন নোবেল বিজয়ী ড. এর তুলনা করা যায়? এটা কি ঠিক হবে?আপনি ডা. ইউনুসের জীবনী রিসার্চ করেন, তাকে নিয়...
09/08/2024

চা ওয়ালার সাথে কি একজন নোবেল বিজয়ী ড. এর তুলনা করা যায়? এটা কি ঠিক হবে?

আপনি ডা. ইউনুসের জীবনী রিসার্চ করেন, তাকে নিয়ে যা প্রতিবেদন আর্টিকেল এবং কিছু ভিডিও আছে এর মধ্যে কিছু দেখবেন -- এ থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে ডা. ইউনুস কোনো ক্ষমতায় না থেকে জাতির জন্য বা সাধারণ মানুষের জন্য নিজের জায়গা থেকে অনেক কিছু করতে পেরেছেন যা ভারতীয় চা ওয়ালাদের ক্ষমতায় থেকেও করা সম্ভব না।

ব্যাংক ঋণের বিষয়টা বিতর্কিত হলেও সেকুলার বিশ্বে বা ভারতীয় মতবাদে এটা মানুষের জন্য কল্যাণকর।

এখন বলবেন যে চা বিক্রেতারা এটা করেছে ওটা করেছে- আপনি চা বিক্রেতার সাথে আমাদের নোবেল বিজয়ী কে তুলনা করলে দেখবেন - একজন ক্ষমতা পাওয়ার কারণে যা করতে পেরেছে অন্যজন ক্ষমতায় না থেকে মেধা এবং পরিশ্রমে তুলনামূলক বেশিই করেছে। এমনকি, বিশ্বজোরে সম্মানটাও আমাদের নোবেল বিজয়ীর বেশি।

তাই তাদেরকে যার যার জায়গা থেকে বিচার করুন। কারো সাথে কাউকে তুলনা করার প্রয়োজন নাই।

দেখুন, একজন মানুষ চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পারে। আরেকজন ওয়ালা থেকে ট্রেন্ডিং সেলিব্রিটি হতে পারে যে দুবাইয়ে গিয়ে Rolls Royce চড়তে পারে। আবার হিরো আলম এম,পি ইলেকশন করতে পারে। এমনকি সস্তা Tiktoker রাও বিদেশে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করে।

তাই বলে কি সবাই Nelson Mandela র মত মানুষের মনে গেথে থাকে অথবা Justin Trudeau র মত জনগণের প্রিয় রাষ্ট্র নায়ক হতে পারে? কস্মিনকালেও না!

টাকাওয়ালা হওয়া, সেলিব্রেটি হওয়া, বা কোন উচ্চ পর্যায়ে যাওয়া এটা যেকারো দাঁড়ায় হতে পারে। কিন্তু, যোগ্যতা এবং সম্মান সবার সমান না।

চা ওয়ালার সাথে কি একজন নোবেল বিজয়ী ড. এর তুলনা করা যায়? এটা কি ঠিক হবে?আপনি ডাক্তার ইউনুসের জীবনী রিসার্চ করেন, তাকে ...
09/08/2024

চা ওয়ালার সাথে কি একজন নোবেল বিজয়ী ড. এর তুলনা করা যায়? এটা কি ঠিক হবে?

আপনি ডাক্তার ইউনুসের জীবনী রিসার্চ করেন, তাকে নিয়ে যা প্রতিবেদন আর্টিকেল এবং কিছু ভিডিও আছে এর মধ্যে কিছু দেখবেন -- এ থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে ডা. ইউনুস কোনো ক্ষমতায় না থেকে জাতির জন্য বা সাধারণ মানুষের জন্য নিজের জায়গা থেকে অনেক কিছু করতে পেরেছেন যা ভারতীয় চা ওয়ালাদের ক্ষমতায় থেকেও করা সম্ভব না।

ব্যাংক ঋণের বিষয়টা বিতর্কিত হলেও সেকুলার বিশ্বে বা ভারতীয় মতবাদে এটা মানুষের জন্য কল্যাণকর।

এখন বলবেন যে চা বিক্রেতারা এটা করেছে ওটা করেছে- আপনি চা বিক্রেতার সাথে আমাদের নোবেল বিজয়ী কে তুলনা করলে দেখবেন - একজন ক্ষমতা পাওয়ার কারণে যা করতে পেরেছে অন্যজন ক্ষমতায় না থেকে মেধা এবং পরিশ্রমে তুলনামূলক বেশিই করেছে। এমনকি, বিশ্বজোরে সম্মানটাও আমাদের নোবেল বিজয়ীর বেশি।

তাই তাদেরকে যার যার জায়গা থেকে বিচার করুন। কারো সাথে কাউকে তুলনা করার প্রয়োজন নাই।

দেখুন, একজন মানুষ চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পারে। আরেকজন ওয়ালা থেকে ট্রেন্ডিং সেলিব্রিটি হতে পারে যে দুবাইয়ে গিয়ে Rolls Royce চড়তে পারে। আবার হিরো আলম এম,পি ইলেকশন করতে পারে। এমনকি সস্তা Tiktoker রাও বিদেশে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করে।

তাই বলে কি সবাই Nelson Mandela র মত মানুষের মনে গেথে থাকে অথবা Justin Trudeau র মত জনগণের প্রিয় রাষ্ট্র নায়ক হতে পারে? কস্মিনকালেও না!

টাকাওয়ালা হওয়া, সেলিব্রেটি হওয়া, বা কোন উচ্চ পর্যায়ে যাওয়া এটা যেকারো দাঁড়ায় হতে পারে। কিন্তু, যোগ্যতা এবং সম্মান সবার সমান না।

Address

Sylhet

Telephone

+8801608629567

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Nahid - Digital Marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Nahid - Digital Marketer:

Share