31/10/2025
শাহজালাল রঃ এর মাজার এলাকার সুন্দর দৃশ্য
৩৬০ আউলিয়ার পূন্যভূমি খ্যাত সিলেটের হযরাত শাহ জালালের মাজারে প্রতি শুক্রবারে তৈরী হয় জমজমাট পরিবেশ। ছুটির দিন হওয়াব বহু দর্শনার্থীদের উপচে পড়া ভীর জমে ওঠে মাজার আঙ্গিনায়। আর জুম্মা বার হবার কারনে অনেক সাধু সন্যাসী ও পীর ভক্তগন দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই মাজারের মসজিদে জুমার নামাজ আদায় করতে। ভিডিওতে তুলে ধরা হয়েছে শাহজালালের মাজার এলাকার সুন্দর দৃশ্য সমূহ।
#শাহজালালের_মাজার #সিলেট #দরগাহ