ওসমানীনগর অনলাইন টিভি -Osmaninagar online tv

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ওসমানীনগর অনলাইন টিভি -Osmaninagar online tv

ওসমানীনগর অনলাইন টিভি -Osmaninagar online tv সত্যের সাথে প্রতি মুহুর্তে খবর জানতে
Osmaninagar newspaper

ইসলামিক প্রোগ্রাম, খেলাধুলা, সামাজিক প্রোগ্রাম সহ যেকোনো লাইভের জন্য এবং যেকোনো প্রমোশনাল ভিডিওর জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
প্রতি মুহূর্তে সবার সাথে~
Osmaninagar online TV

এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন গ্রেফতারঃঅদ্য ২৯/০৭/২০২৫ খ্রিঃ ১২.৪৫ ঘটিকা...
29/07/2025

এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন গ্রেফতারঃ

অদ্য ২৯/০৭/২০২৫ খ্রিঃ ১২.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘জাহান এর নিচ তলার ১০২নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০১ (এক) জন নারী মোট ০৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা-১। হুমায়ুন রশিদ (৩২), ২। দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) (হোটেল ম্যানেজার), ৩। সাগরিকা দেব (২৭)। উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং ৩১৫, তারিখ-২৯/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদার টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
28/07/2025

চাঁদার টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ইউএনওকে হুমকি, যুবকের কারদান্ড👇সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের...
28/07/2025

ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ইউএনওকে হুমকি, যুবকের কারদান্ড👇

সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের হুমকী দেয়ায় মাহবুবুর রহমান (৩২) নামের এক কথিত সমন্বয়কে ২ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এই দণ্ড প্রদান করেন। মাহবুবব উপজেলার সাদিপুর ইউপির সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিলেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করারও হুমকী দেন তিনি।

সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভ্রম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই কাজে তাকে তার চাচাতো ভাই ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে আদালতকে জানান মাহবুব। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকী প্রদান ও সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করায় তাকে আইননগত ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

27/07/2025

ইংল্যান্ডে পড়তে যাওয়ার এক মাসের মাথায় এক বাংলাদেশি শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। আন্ডার এইজ কেইস। বিস্তারিত ঘটনা দেখুন ভিডিওতে..

27/07/2025
25/07/2025

যুক্তরাজ্যের বি এন পি নেতা হুমায়ুন কবির ওসমানীনগরের বি এন পি নেতা কর্মিদের সাথে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন। #ওসমানীনগর

25/07/2025

সিলেট , সুনামগঞ্জে এন সি পি'র স্লোগান

23/07/2025

গত ২১ জুলাই সোমবার গোলাপগঞ্জের বইটিকর থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বিকেল ০৩: ৩০ মিনিটের সময় সিএনজি গাড়িতে উঠে০৪: ১০ মিনিটের এর দিকে সিলেট ওভারব্রিজ এর নিচে নামেন, এবং একটি ব্যাগ রাখা হয়েছিল সিএনজির পিছনে।

এই ব্যাগের মধ্যে জ'রুরি অপা'রেশন এর রি'পোর্ট ডাক্তারের প্রেসক্রিপশন অপা'রেশনের যাবতীয় কাগজপত্র রয়েছে যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, বিশেষ করে সিএনজির ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে একটু যোগাযোগ করবেন।

ব্যাগের মালিকের নাম -( রুগী) নাঈম আহমদ
ঠিকানা - গোলাপগঞ্জ ফুলবাড়ি বইটি কার বাজার
মোবাইল নাম্বার 01629286044

সিলেটী হাবিবুর মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে নি'র্ম'মভাবে হ.ত্যা করার দায়ে ইংল্যান্ডের ব্রাডফোর্ড ক্রাউন কোর্ট যাবজ্...
22/07/2025

সিলেটী হাবিবুর মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে নি'র্ম'মভাবে হ.ত্যা করার দায়ে ইংল্যান্ডের ব্রাডফোর্ড ক্রাউন কোর্ট যাবজ্জীবন কারাদ.ণ্ড দিয়েছে। তাকে কমপক্ষে ২৮ বছর কা.রাগারে থাকতে হবে।
গত বছরের এপ্রিল মাসে ২৬ বার ছু.রিকা.ঘাতে কুলসুমাকে হ.ত্যা করে মাসুম। এসময় তাদের ৭ মাসের সন্তান মায়ের সঙ্গে ছিল, তবে শিশুটি অক্ষত ছিল।
দু’জনই ২০২২ সালে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে এসেছিলেন।

22/07/2025

আসিফ নজরুল জানালা দিয়ে যে বার্তা দিলেন শিক্ষার্থীদের!?

21/07/2025

মাইলস্টোন দুর্ঘটনায় ক্রেন দিয়ে সরানো হচ্ছে বিধ্বস্ত বিমান

Address

Osmaninagar
Sylhet
3124

Telephone

+8801719966463

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওসমানীনগর অনলাইন টিভি -Osmaninagar online tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share