05/09/2025
Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন মিশন হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা: তানভীর আহমেদ সনেট। সাইজ ছোট নয়, যেমনটা দেখছেন এমনই, আর এগুলো কোনো AI বা অবাস্তব কিছু নয়। এদের নাম Ascaris lumbricoides, একটু কষ্ট করে গুগল করলেই বিস্তারিত জানতে পারবেন। এরা ১৪০-১৫০ টি একত্রে জমা হয়ে Intestinal obstruction পর্যন্ত করতে পারে। এমনকি একটামাত্র Ascaris lumbricoide পিত্তনালী ব্লক করে Obstructive jaundice করতে পারে। খাদ্যনালী দিয়ে উঠে এসে শ্বাসনালী দিয়ে ফুসফুসে যেয়ে Eosinophilic pneumonia মতো জটিলতা তৈরি করতে পারে।
সুতরাং, প্লিজ আপনি নিজে খান, এবং আপনার পরিবারের সকল সদস্যকে প্রতি ৩ থেকে ৪ মাস পর পর বাধ্যতামূলকভাবে কৃমিনাশক ঔষধ খাওয়ান।
CP