Momen Ahmed

Momen Ahmed Health worker

ধন্যবাদ জনকল্যাণ পা‌র্টির নেতা‌কে।
21/11/2025

ধন্যবাদ জনকল্যাণ পা‌র্টির নেতা‌কে।

বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী
গরিবের বন্ধু জননেতা জনাব আবু তাহের মোমেন💞💞
গরীব দূঃখী মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।
বি এ (অনার্স) এম এ (দর্শন)
১নং কলকলিয়া ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

17/11/2025

আমাদের দেশের নেতারা চাঁদাবাজির টাকা দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়।
(আবু হেনা রাজ্জাকী)

27/09/2025

পি আর পদ্ধতিতে ইলেকশন হবে কি হবে না সেটা সিদ্ধান্তের বিষয়।
কিন্তু রাজনীতিবিদরা পি আর কি এটা বলতে পারে না!
আর যদি সত্যিই না বুঝে তাহলে তাদের রাজনীতি করার ন্যূনতম অধিকার থাকে না, কারণ একজন জ্ঞানহীন এম পি সংসদে কি আইন পাশ করবে?
দায়িত্বশীল পদে থেকে সমালোচনা করতে হলে গঠনমূলক সমালোচনা করতে হবে।।
দে‌শের কল্যা‌ণে সুশি‌ক্ষিত বিচক্ষন লোক সংস‌দে প্র‌য়োজন.।

13/09/2025
08/09/2025
Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন মিশন হাসপাতালের ...
05/09/2025

Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন মিশন হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা: তানভীর আহমেদ সনেট। সাইজ ছোট নয়, যেমনটা দেখছেন এমনই, আর এগুলো কোনো AI বা অবাস্তব কিছু নয়। এদের নাম Ascaris lumbricoides, একটু কষ্ট করে গুগল করলেই বিস্তারিত জানতে পারবেন। এরা ১৪০-১৫০ টি একত্রে জমা হয়ে Intestinal obstruction পর্যন্ত করতে পারে। এমনকি একটামাত্র Ascaris lumbricoide পিত্তনালী ব্লক করে Obstructive jaundice করতে পারে। খাদ্যনালী দিয়ে উঠে এসে শ্বাসনালী দিয়ে ফুসফুসে যেয়ে Eosinophilic pneumonia মতো জটিলতা তৈরি করতে পারে।

সুতরাং, প্লিজ আপনি নিজে খান, এবং আপনার পরিবারের সকল সদস্যকে প্রতি ৩ থেকে ৪ মাস পর পর বাধ্যতামূলকভাবে কৃমিনাশক ঔষধ খাওয়ান।
CP

Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন মিশন হাসপাতালের ...
05/09/2025

Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন মিশন হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা: তানভীর আহমেদ সনেট। সাইজ ছোট নয়, যেমনটা দেখছেন এমনই, আর এগুলো কোনো AI বা অবাস্তব কিছু নয়। এদের নাম Ascaris lumbricoides, একটু কষ্ট করে গুগল করলেই বিস্তারিত জানতে পারবেন। এরা ১৪০-১৫০ টি একত্রে জমা হয়ে Intestinal obstruction পর্যন্ত করতে পারে। এমনকি একটামাত্র Ascaris lumbricoide পিত্তনালী ব্লক করে Obstructive jaundice করতে পারে। খাদ্যনালী দিয়ে উঠে এসে শ্বাসনালী দিয়ে ফুসফুসে যেয়ে Eosinophilic pneumonia মতো জটিলতা তৈরি করতে পারে।

সুতরাং, প্লিজ আপনি নিজে খান, এবং আপনার পরিবারের সকল সদস্যকে প্রতি ৩ থেকে ৪ মাস পর পর বাধ্যতামূলকভাবে কৃমিনাশক ঔষধ খাওয়ান।
Cp

★ ১৭ শতকের উপমহাদেশের মানচিত্র। ★ ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশের পূর্বে,★ ভারত পাকিস্তান বাংলাদেশ নামে কোন দেশ ছিল না।★ এ...
28/08/2025

★ ১৭ শতকের উপমহাদেশের মানচিত্র।
★ ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশের পূর্বে,
★ ভারত পাকিস্তান বাংলাদেশ নামে কোন দেশ ছিল না।
★ এই এলাকাটি বিভিন্ন সাম্রাজ্য মধ্যে বিভক্ত ছিল।
★ বিভিন্ন সংস্কৃতি, রাজা এবং জাতিগত বিভিন্ন সাম্রাজ্য।

জ্বর কা‌শির কল্যা‌ণে শ্রাবণ মা‌সে পৌষ মা‌সের অনুভু‌তি।।
13/08/2025

জ্বর কা‌শির কল্যা‌ণে শ্রাবণ মা‌সে পৌষ মা‌সের অনুভু‌তি।।

Address

Sylhet
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momen Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momen Ahmed:

Share