Momen Ahmed

Momen Ahmed Health worker

28/07/2025
রেমন প্রোগ্রাম ২৮/০৭/২০২৫পাড়ারগাঁও ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকউপ‌স্থিত গর্ভব‌তি মহিলাদের স্বাস্থ্য শিক্ষা, শা‌রীরিক পরীক্ষা এব...
28/07/2025

রেমন প্রোগ্রাম ২৮/০৭/২০২৫
পাড়ারগাঁও ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক

উপ‌স্থিত গর্ভব‌তি মহিলাদের স্বাস্থ্য শিক্ষা, শা‌রীরিক পরীক্ষা এবং প্র‌য়োজ‌নীয় ঔষধ দেওয়া হ‌চ্ছে।।

26/07/2025

জনাব মুস্তফা মিয়া,
গ্রাম: পাড়ারগাঁও
বয়স ১০০+
প্রায় সময় ক্লি‌নি‌কে স্বাস্থ্য সেবা/ঔষদ নি‌তে আ‌সেন।
খুব ভাল একজন মানুষ। উনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা ক‌রি।।।

20/07/2025

ক্লি‌নিক আজ ধু‌য়ে মু‌ছে ক্লিন করা হল।
স‌র্বোচ্চ চেষ্টা থা‌কে ক্লি‌নি‌কের প‌রিবেশ সুন্দর রে‌খে রোগী‌দের স্বাস্থ্য সেবা দিতে।

আপনি কোথায় জন্ম নিয়েছেন, তা আপনার ভাগ্য। কিন্তু আপনি কেমন জীবন যাপন করবেন, তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে। মানুষ মূলত ...
19/07/2025

আপনি কোথায় জন্ম নিয়েছেন, তা আপনার ভাগ্য। কিন্তু আপনি কেমন জীবন যাপন করবেন, তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে। মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না। কী সেসব বদভ্যাস? এর কতটি আপনার মধ্যে আছে? মিলিয়ে দেখুন।

১. ‘করব’—এই মনোভাব রাখা। যা কিছু আজ করে ফেলা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখা।

২. বছরের পর বছর অল্প বেতনের চাকরি করে যাওয়া। ভালো কিছুর জন্য আন্তরিকভাবে চেষ্টা না করা।

৩. অন্যে আপনাকে নিয়ে কী ভাবছে, তাতে গুরুত্ব দেওয়া।

৪. নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা।

৫. আর্থিকভাবে সচ্ছল বা ধনী হওয়ার চেয়ে ‘বড়লোকি’ দেখানোয় বেশি মনোযোগী হওয়া।

৬. ‘পারফেক্ট কন্ডিশন’ বা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করা। সাধারণত অপেক্ষা করতে করতেই জীবন কেটে যায়।

৭. অভিযোগ করা।

৮. অস্বস্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা।

৯. প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা ভাঙা। বিশেষ করে সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দেওয়া।

১০. একবার ব্যর্থ হওয়ার পর আর নতুন করে শুরু না করা।

১১. পরচর্চা করা।

১২. মধ্যমপন্থা অবলম্বন করা বা ‘সেফ গেম’ খেলা।

১৩. সারা দিন ব্যস্ত থাকা। কিন্তু কী কাজে? সেই ফলাফল কারও দৃষ্টিগোচর না হওয়া।

১৪. বেশি কথা বলা, কম শোনা, কম কাজ করা।

১৫. অন্যে কী করছে, সেদিকে মনোযোগ দেওয়া।

১৬. ভুল থেকে শিক্ষা না নেওয়া। একই ভুল বারবার করা।

১৭. ‘আমিই সঠিক’—এই মনোভাব পোষণ করা। অতিরিক্ত আত্মবিশ্বাস।

১৮. সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া আর আবেগতাড়িত হয়ে যাওয়া।

১৯. আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়ে যাওয়া।

২০. সঞ্চয় না বাড়ানো। একাধিক উৎস থেকে আয় না বাড়ানো। ঝুঁকি না নেওয়া। বিনিয়োগ না করা।

২১. সারাক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগা।

২২. সব সময় নিজের সঙ্গে অন্যের তুলনা করতে থাকা।

২৩. অন্যকে খুশি করে চলা।

২৪. শিক্ষার চেয়ে বিনোদনকে অধিক গুরুত্ব দেওয়া।

২৫. ‘মাইন্ডলেস স্ক্রলিং’—অর্থাৎ ক্রমাগত অহেতুক সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে থাকা।

18/07/2025

পৃথিবীতে এমন ঘটনা বিরল।
শুধুমাত্র আমাদের দেশেই জনগনকে সেবা করার সুযোগ পেতে,
রাজনৈতিক দলগুলো মা রা মা রি করে।
জনগ‌নের সেবা করেই ছাড়বে।

....
16/07/2025

....

মাত্র ১০১°
11/07/2025

মাত্র ১০১°

08/07/2025

তা‌লের চারা রোপন

08/07/2025

তা‌লের চারা

তা‌লের চারা রোপন হ‌চ্ছে।
08/07/2025

তা‌লের চারা রোপন হ‌চ্ছে।

Address

Sylhet
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momen Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momen Ahmed:

Share