Thoughts Of imran

Thoughts Of imran মহান আল্লাহ নসিবে যা লিখছে তাই হবে আমি শুধু চেষ্টা করে যাচ্ছি!

ভালো থাকুন, ভালো রাখুন।

24/07/2025
24/07/2025

পৃথিবীতে এমন একজন নারী ছিলেন।
যার পিতা ছিলেন নবী,
স্বামী ছিলেন নবী,
ভাই ছিলেন নবী এবং ছেলেও ছিলেন নবী, কে সে মহিয়সী নারী?

উত্তরা ও এয়ারপোর্ট: ঢাকার বুকে লুকানো টাইম বো*মা?একসময় উত্তরা আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ঢাকার বাইরের নিরিবি...
23/07/2025

উত্তরা ও এয়ারপোর্ট: ঢাকার বুকে লুকানো টাইম বো*মা?

একসময় উত্তরা আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ঢাকার বাইরের নিরিবিলি এলাকা।
১৯৬৬ সালে উত্তরা গড়ে ওঠে 'স্যাটেলাইট টাউন' হিসেবে।
১৯৮০ সালে চালু হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর।

সময়ের সঙ্গে ঢাকা বর্ধিত হয় উত্তর দিকে। উত্তরা, খিলক্ষেত, বনানী, বসুন্ধরা হয়ে যায় ঘনবসতিপূর্ণ আবাসিক-বাণিজ্যিক এলাকা।
বিমানবন্দরের চারপাশে গজিয়ে উঠে শত সুউচ্চ ভবন, অনেকটাই আন্তর্জাতিক নিয়ম ভেঙে।

২০০৭-০৮ সালে RAJUK-CAAB জরিপে ৩১৮টি ভবনকে 'বিপজ্জনক' ঘোষণা করা হয়I তাদের অনেকেই এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে!

সবচেয়ে ভয়ানক ব্যাপার?
HSIA তে শুধু একটি রানওয়ে। যাত্রীবাহী বিমান, সামরিক যুদ্ধবিমান আর ফ্লাইট ট্রেইনার সব একই রানওয়ে আর আকাশপথে ওড়ে! বিশ্বে এমন উদাহরণ হাতে গোনা কয়েকটি।
যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ বা কোনও দুর্ঘটনা হলে কোনো বিকল্প নেই।
আর চারপাশে আছে স্কুল, কলেজ, মার্কেট, হাসপাতাল আর হাজার হাজার মানুষের বসতি।

A single mistake = a city-level disaster!

অবিস্মরণীয় কিছু ঘটার আগেই কি আমরা জেগে উঠব?
(ছবি: প্রতীকী অর্থে ব্যবহৃত)

*লিপিড প্রোফাইল*একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে ব্যাখ্যা করে এক...
23/07/2025

*লিপিড প্রোফাইল*
একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে ব্যাখ্যা করে একটি সুন্দর গল্প শেয়ার করেছেন।

কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর। এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল - *কোলেস্টেরল*

তার কিছু সঙ্গীও আছে। অপরাধে তার প্রধান অংশীদার হল - *ট্রাইগ্লিসারাইড*

তাদের কাজ হল রাস্তায় ঘোরাঘুরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা।

*হৃদয়* এই শহরের শহরের কেন্দ্রস্থল। সমস্ত রাস্তা হৃদয়ের দিকে নিয়ে যায়।

যখন এই সমস্যা সৃষ্টিকারীরা বাড়তে শুরু করে, তখন আপনি কল্পনা করতে পারেন কী ঘটে। তারা হৃদয়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।

কিন্তু আমাদের দেহ-শহরেও একটি পুলিশ বাহিনী মোতায়েন করা আছে -

*এইচডিএল*

সেই ভালো পুলিশ এই সমস্যা সৃষ্টিকারীদের ধরে জেলে *(লিভার)* দেয়।

তারপর লিভার তাদের শরীর থেকে বের করে দেয় - আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে।

কিন্তু একজন খারাপ পুলিশও আছে - *এলডিএল* যে ক্ষমতার জন্য ক্ষুধার্ত।

LDL এই দুষ্কৃতীদের জেল থেকে বের করে রাস্তায় ফিরিয়ে আনে।

যখন ভালো পুলিশ *HDL* কমে যায়, তখন পুরো শহরটা তোলপাড় হয়ে যায়।

এমন শহরে কে থাকতে চাইবে?

আপনি কি এই দুষ্কৃতীদের কমাতে এবং ভালো পুলিশের সংখ্যা বাড়াতে চান?

*হাঁটা* শুরু করুন!

প্রতি পদক্ষেপে *HDL* বৃদ্ধি পাবে, এবং *কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড* এবং *LDL* এর মতো দুষ্কৃতীরা কমবে।

আপনার শরীর (শহর) আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

আপনার হৃদয় - শহরের কেন্দ্র - দুষ্কৃতীদের ব্লকেজ *(হার্ট ব্লক)* থেকে সুরক্ষিত থাকবে।

এবং যখন হৃদয় সুস্থ থাকবে, তখন আপনিও সুস্থ থাকবেন।

তাই যখনই সুযোগ পাবেন - হাঁটা শুরু করুন!

*সুস্থ থাকুন...* এবং *আপনার সুস্বাস্থ্য কামনা করছি*
*এই প্রবন্ধটি আপনাকে HDL (ভালো কোলেস্টেরল) বৃদ্ধি এবং LDL (খারাপ কোলেস্টেরল) হ্রাস করার সর্বোত্তম উপায়, অর্থাৎ হাঁটার উপায় সম্পর্কে বলবে।*

প্রতিটি পদক্ষেপ HDL বৃদ্ধি করে।
তাই – *আসুন, এগিয়ে যান এবং এগিয়ে যেতে থাকুন।*

*শুভ প্রবীণ নাগরিক সপ্তাহ*

এই জিনিসগুলি কমিয়ে দিন:-

১. লবণ

২. চিনি

৩. ব্লিচ করা পরিশোধিত আটা

৪. দুগ্ধজাত দ্রব্য

৫. প্রক্রিয়াজাত খাবার

*প্রতিদিন এই জিনিসগুলি খান:-*

১. শাকসবজি

২. ডাল

৩. মটরশুটি

৪. বাদাম

৫. ডিম

৬. ঠান্ডা চাপযুক্ত তেল

Copy Paste.

দৃশ্যটা এমন হলেও পারতো 😔😢
22/07/2025

দৃশ্যটা এমন হলেও পারতো 😔😢

22/07/2025

লাইন গুলো... 🖤

আজ থেকে আর কোনো Home work নেই তাদের 😢
22/07/2025

আজ থেকে আর কোনো Home work নেই তাদের 😢

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)😭২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি "আমি কোন ক্লাসরু...
22/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)😭

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

"আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু'য়ো'রের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে
তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল...
মূলত এদের সাথে ই
★সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

🙏 হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গজব নাযিল কর... আমিন "

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।
copy post

দ-গ্ধ শ-রী-রে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহেরীন মিস আর বেঁচে নে-ই..মাতা-পিতার পরেই শিক্ষকের স্থান..এটাই তার প...
21/07/2025

দ-গ্ধ শ-রী-রে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহেরীন মিস আর বেঁচে নে-ই..মাতা-পিতার পরেই শিক্ষকের স্থান..এটাই তার প্রমাণ 💔

চিনের তৈরী প্রায় ৫০ বছর আগের যুদ্ধবিমান এফ সেভেন বিজিআই ।দুঃখের বিষয় বাংলাদেশের যুদ্ধবিমান বাংলাদেশে ক্রাশ হয় 😥এই যুদ্ধ...
21/07/2025

চিনের তৈরী প্রায় ৫০ বছর আগের যুদ্ধবিমান এফ সেভেন বিজিআই ।

দুঃখের বিষয় বাংলাদেশের যুদ্ধবিমান বাংলাদেশে ক্রাশ হয় 😥এই যুদ্ধ বিমান দিয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করবে কিভাবে?

দুপুর ১ টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশিক্ষণের জন্য আকাশ পথে উড়ে গেলে, সেটি মাইলস্টোন স্কুলের বিল্ডিং এর একটি ভবনে ক্রাস হয় 😥

এখন পর্যন্ত ১৮ জন নিহত, ১৬৪ জন আহত 😥

হে আল্লাহ আপনি নিহতদের বেহেস্ত নসিব করুন, আহতদের দ্রুত সুস্থ করে দিন।

| Bangladesh Air Force Crash |

সবই সময়ের খেলা। পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে  বলতেছিলো আল্লাহ আর কিছু...
21/07/2025

সবই সময়ের খেলা।
পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে বলতেছিলো আল্লাহ আর কিছু দূর গেলেই বেইস। আর অল্প একটু সময় বাড়ায়া দেও।

মাইলস্টোনের ছেলে মেয়ে গুলাও হয়তো বলতেছিলো কখন ক্লাসটা শেষ হবে আর বাসায় যাবো। বাসায় গেলেই শান্তি আর শান্তি, আরাম!

সবচেয়ে কঠিন হইলো সময় ক্রয় করা, যা আল্লাহ না চাইলে সম্ভব না। সে জন্যই আল্লাহ বলেন; “যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তারা এটাকে এক মুহূর্তও আগ পিছু করতে পারবে না।” (৭-সূরা আল আরাফ: আয়াত-৩৪)

আল্লাহ সহায় হোক, সবাই দোয়া করি 🤲

21/07/2025

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা – স্কুলে পড়ে গেলো জ্বলন্ত প্লেন!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts Of imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share