26/12/2024
কিছু ভয়ংকর বাস্তব না বললেই নয়!
আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মত মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।তিনি কিন্তু ক্ষমতায় এসেই প্রথমে ইজরাইলে গিয়ে তাদের সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সেই ব্যবস্থা করে এসেছেন। আপনার যদি একটু সময় থাকে তাহলে তার ইজরাইল সফরের পুরো ভাষনটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন মুসলমানদের জন্য আগামীতে কি অপেক্ষা করছে।আগেরবার ক্ষমতায় থাকাকালীন এই ডোনাল্ড ট্রাম্পই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছিল,এবং ফিলিস্তিন আক্রমণ এর জন্য যত ধরনের সহায়তা দরকার তা করেছিল।এগুলাকে আপনি স্বাভাবিক ভাবছেন??
এখন আসেন এইটা ভয়ংকর কেন এই বিষয়ে...
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা এবং
সিরিয়া আসাদ সরকার পতনের পর ইজরাইল সিরিয়ায় একের পর এক বিমান হামলা,নৌ'হামলা করে চলেছে,অন্যদিকে ফিলিস্তিনে তো নন স্টপ হামলা চলচেই।তারা কিন্তু তাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে,লক্ষ কোটি জীবন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমরা মুসলিমরা, আমরা কি করছি??
*মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যেটা নবীর দেশ নামে পরিচিত মক্কা মদিনায়, একেরপর এক কনসার্ট এর নামে বেহাপনার ব্যবস্থা করে দিচ্ছে!
*মালেশিয়া, কাতার দুবাই সহ মুসলিম প্রধান দেশগুল নাকে তেল দিয়ে ফিস্তিন সিরিয়া ধ্বংস হতে দেখছে,নুন্যতম প্রতিবাদটুকু করছে না।
* আমার দেশ বাংলাদেশের কথা আর কি বলব,টিকটক আর ইইউটিউবে সস্থা জনপ্রিয়তার লোভে ডুবে থাকা লম্পট শ্রেণীর কারনে দেশ আজ ধ্বংসের দারপ্রান্তে।
কাপলব্লগের নামে বেহায়াপনা করা জাতি, তোমাদের ঘুম কি কখনোই ভাংবে না??তোমরা কি দেখতে পাও না তারা তাদের প্ল্যান কিভাবে সাক্সেস করছে,কিভাবে মুসলিমদের টেররিস্ট ট্যাগ দিয়ে বিশ্বের কাঁছে হেয় করে উপস্থাপন করছে??
বিপিএল কনসার্ট নামে,বিজয় কনসার্ট নামে যেভাবে বিদেশি শিল্পী এনে কোটি কোটি টাকা খরচ করে দেশের উদীয়মান তরুন তরুণী দের যেনার দিকে এগিয়ে দিচ্ছ এর ফল কিন্তু হবে কল্পনাতীত ভয়াবহ 😢
এগুলা কেন বলছি,কারন খুব ভয় লাগে যখন দেখি মহানবী (স.) এর ভবিষ্যৎবানী একটা একটা করে চোখের সামনে প্রকাশ পাচ্ছে।
বিশ্বের দুই ভয়ংকর শক্তি এক হয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করছে,আর আমরা ঘুমিয়েছিলাম এখনো আছি,আর পার্থিব জীবনের লোভ লালসায় বিমোহিত হয়ে চোখের সামনে সব ধ্বংস হতে দেখছি😢
সব শেষে এইটাই বলব যে যার অবস্থানে আছেন একটু ভেবে দেখুন,কিয়ামত কিন্তু অতি সন্নিকট।।।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিতা...