Naim's Diary

Naim's Diary https://naimsdiary.kit.com/ebook

YouTube: Naim's Diary
(1)

Travel | Self Growth | Communication | Mindset

⏳Videos on Personality & Communication
🚀500K views on YouTube
👨‍🏭Mindset growth
🛩️Love to travel
📚Learning & growing

Free ebook on confidence.

25/09/2025
25/09/2025

প্রতিহিংসায় অন্যের জীবন নিয়ে নেওয়ার মত চিন্তা ভাবনা আসা, কিংবা তাকে মারধর করার ইচ্ছা পোষণ করা, অথবা তার আয়ের উৎসের ক্ষতি করার মত চিন্তা ভাবনা আসার পর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে ধরে নিবেন আপনার মধ্যে আর মনুষ্যত্ব নাই।

25/09/2025

🔥 কাজী নজরুল ইসলামের ১০টি জীবন পরিবর্তনকারী উপদেশ 🔥

1️⃣ বিদ্রোহ করো অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পথে দাঁড়াও।
2️⃣ নারী-পুরুষ ভেদাভেদ নয়, দুজনই সমান মানব।
3️⃣ ধর্ম মানুষকে আলাদা করে না, ভালোবাসা এক করে।
4️⃣ শোষণকারী নয়, শ্রমজীবী মানুষই সভ্যতার ভিত্তি।
5️⃣ কলম ও কণ্ঠ, দুটোই হতে পারে মুক্তির অস্ত্র।
6️⃣ সাহসী হও, ভয় পেলে বেঁচে থাকা অসম্ভব।
7️⃣ প্রেম হলো জীবনের সবচেয়ে বড় শক্তি।
8️⃣ শিল্প-সাহিত্য কেবল সৌন্দর্যের জন্য নয়, মানুষের জাগরণের জন্য।
9️⃣ বর্ণ, জাত, ধর্ম নির্বিশেষে মানুষই মানুষের আপন।
🔟 অন্যায়ের কাছে মাথা নত করো না, মৃত্যু হলেও প্রতিরোধ করো।

✨ প্রতিদিন ১০টি করে নতুন লাইফ লেসন আসছে আমার ওয়ালে। সাথে থাকুন।

গুজরাটের ট্র‍্যাডিশনাল ডান্স। গর্বা ডান্স।
25/09/2025

গুজরাটের ট্র‍্যাডিশনাল ডান্স। গর্বা ডান্স।

24/09/2025

🌸 সান্ত রহিম-এর ১০টি জীবন পরিবর্তনকারী উপদেশ 🌸

1️⃣ দান এমনভাবে করো, যেন বাম হাত জানে না ডান হাত কী দিল।
2️⃣ অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে বড় করে।
3️⃣ দয়া ও সহমর্মিতা মানুষের আসল শক্তি।
4️⃣ সত্য লুকিয়ে রাখা যায় না, সে একদিন প্রকাশ হবেই।
5️⃣ যার ভেতর নম্রতা নেই, তার জ্ঞানও ব্যর্থ।
6️⃣ কঠিন কথার আঘাত তলোয়ারের চেয়েও গভীর।
7️⃣ ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে মানুষের সেবা করো।
8️⃣ ধৈর্যই জীবনের সবচেয়ে বড় ভাণ্ডার।
9️⃣ ভোগ নয়, সংযমেই শান্তি।
🔟 প্রেমই হলো জীবনের আসল ধর্ম।

✨ প্রতিদিন ১০টি করে নতুন লাইফ লেসন আসছে আমার ওয়ালে। সাথে থাকুন।

24/09/2025

ফেইক পার্সন চেনায় উপায়ঃ ০৩

আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যাদের আসল পার্সোনালিটি আর দেখানো personality এক নয়। এই সিরিজে আমি শেয়ার করছি কিভাবে ফেইক লোক চিনবেন, কিভাবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করবেন, আর কিভাবে রিলেশনশিপে সত্যিকারের মানুষকে আলাদা করতে পারবেন।

👉 যদি আপনি Self Growth, Communication, Personality Development, Confidence Building, আর পার্সোনালিটি উন্নতি করতে চান, তবে এই ভিডিওগুলো আপনার জন্য।
👉 কনটেন্ট 100% বাংলায়, তাই বাংলাদেশি আর ইন্ডিয়ান দর্শকদের জন্য একদম উপযুক্ত।

#পার্সোনালিটি

23/09/2025
23/09/2025

🕊️ সান্ত কবির-এর ১০টি জীবন পরিবর্তনকারী উপদেশ 🕊️

1️⃣ ঈশ্বর মন্দিরে-মসজিদে নয়, তিনি আছেন মানুষের হৃদয়ে।
2️⃣ জাত, বর্ণ, ধর্ম দিয়ে মানুষকে ভাগ করা অন্যায়।
3️⃣ সত্যিকারের সাধু সেই, যে মানুষের সেবা করে।
4️⃣ অজ্ঞতার অন্ধকার কেটে যায় জ্ঞানের আলোয়।
5️⃣ প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি।
6️⃣ ভণ্ডামি ভক্তি নয়, অন্তরের ভক্তিই আসল।
7️⃣ অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়।
8️⃣ দেহ নয়, আত্মার পরিচয়ই আসল পরিচয়।
9️⃣ পরনিন্দা করে কেউ মুক্তি পায় না।
🔟 সৎ কাজ করো, তাতেই ঈশ্বরকে পাওয়া যাবে।

✨ প্রতিদিন ১০টি করে নতুন লাইফ লেসন আসছে আমার ওয়ালে। সাথে থাকুন।

23/09/2025

আর ১০০ দিন পর ২০২৬ চলে আসবে,
২০২০ সাল আরো ৬ বছর আগে ছিলো।

একসময় মানুষ ছবি তুলার জন্য সুন্দর সুন্দর জায়গায় যাইতো। এখন ঐ দিন শেষ। এখন সৌন্দর্য উপভোগ করার জন্য যাওয়ার দিন আসছে।ছবি ত...
23/09/2025

একসময় মানুষ ছবি তুলার জন্য সুন্দর সুন্দর জায়গায় যাইতো। এখন ঐ দিন শেষ। এখন সৌন্দর্য উপভোগ করার জন্য যাওয়ার দিন আসছে।

ছবি তো এখন AI এই বানাই দেয়!

One Thing To Remember;Communication is about what they heae, not what you say.সহজ ভাষায়, কমিউনিকেশন স্কিল কয়েকটা সূত্র ব...
23/09/2025

One Thing To Remember;

Communication is about what they heae, not what you say.

সহজ ভাষায়, কমিউনিকেশন স্কিল কয়েকটা সূত্র বা ফর্মুলা এর উপর বেইজ করে ডেভেলপ করতে পারবেন না। Communication is not one size fits. ব্যাক্তি, পরিস্থিতি এবং জায়গা অনুযায়ী আপনার কমিউনিকেশন এর ধরণ পরিবর্তন হবে।

তাই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, প্রথমেই যে বিষয় এর দিকে ফোকাস করতে হয় তা হচ্ছে Emotional Intelligence. ইমোশনা ইন্টালিজেন্স সম্পর্কে যত ভালো ধারণা থাকবে আপনার কমিউনিকেশন স্কিল ও তত ভালো হবে।

#যোগাযোগ #কমিউনিকেশন

23/09/2025

Address

Companyganj
Sylhet
3140

Telephone

+919106835143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naim's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naim's Diary:

Share