19/05/2025
"জীবনের সত্য" আহমেদ সাকিব
আজকে যে হাসছে, কাল সে কাঁদতেও পারে।
আজকে যে পাশে আছে, কাল সেও দূরে চলে যেতে পারে।
সময় কখনো এক জায়গায় থাকে না—
তাই অহংকার নয়, বিনয় চর্চা করো।
সম্পদ নয়, মূল্যবান সম্পর্ক গড়ে তোলো।
কারণ একদিন সময়ই শেখাবে,
কে আপন, কে পর।