জ্ঞানরস

জ্ঞানরস ইচ্ছে ডানায় নিজের স্বপ্ন আঁকি

প্রশান্ত মহাসাগরে জাপানি মাছ ধরার ট্রলারের জা*লে একবার একটি পেঙ্গুইন আ*ট*কা পড়ল। জেলেটি টের পেয়ে দ্রুত জা"ল কে-টে পেঙ্গু...
07/08/2025

প্রশান্ত মহাসাগরে জাপানি মাছ ধরার ট্রলারের জা*লে একবার একটি পেঙ্গুইন আ*ট*কা পড়ল। জেলেটি টের পেয়ে দ্রুত জা"ল কে-টে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেয়। কিন্তু কোন এক অদ্ভুত কারণে পেঙ্গুআইনটি চলে যাচ্ছিলো না। তাড়িয়ে দেয়া হলেও বারবার সে ফিরে আসছিলো। উপায় না পেয়ে জে"লেটি পেঙ্গুইনটিকে সাথে করে বাসায় নিয়ে আসে।

পেঙ্গুইনটির থাকার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করে। অতিরিক্ত গরমে বাঁ"চ"বে না বলে তার জন্য বিশেষভাবে এয়ারকন্ডিশনের ব্যবস্থা করা হয়। জেলে পরিবার নিজের ছেলের মত পেঙ্গুইনটিকে এডপ্ট করে নেয়, আদর করে তার নাম রাখে 'লা লা'।

সবচেয়ে মজার ব্যাপার হল, লালা পুরো মানুষের বাচ্চার মত পুরো মহল্লায় ঘুরে বেড়াতো। এলাকাবাসীও তাকে নিজেদের একজন ভেবেই ট্রিট করত। সবচেয়ে কিউট ব্যাপার হচ্ছে, প্রতিদিন সে পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে মহল্লায় টহল দিতে বের হত। প্রতিদিন নিয়ম করে সে স্থানীয় মাছের দোকানে ঢুঁ মা*r*ত আর দোকানদার তাকে একটি মাছ খাইয়ে আরও কিছু মাছ তার ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিত! লালা ১৯৯৮ সালে মৃ*** বরণ করে।
©
#

আপনি কি জানেন, মধু কখনো নষ্ট হয় না? 🍯✨মধুর ভেতরে অল্প পানির পরিমাণ, উচ্চ চিনি এবং মৌমাছির এনজাইম থাকার কারণে এটি এমন এক...
03/08/2025

আপনি কি জানেন, মধু কখনো নষ্ট হয় না? 🍯✨

মধুর ভেতরে অল্প পানির পরিমাণ, উচ্চ চিনি এবং মৌমাছির এনজাইম থাকার কারণে এটি এমন একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে, যেখানে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। মৌমাছি তাদের তৈরি মধুর মধ্যে বিশেষ এনজাইম যোগ করে, যা সামান্য হাইড্রোজেন পার-অক্সাইড তৈরি করে এটিও মধুকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে।

এই কারণেই প্রাচীন মিশরের পিরামিডে পাওয়া ৩,০০০ বছরের পুরোনো মধু এখনও খাওয়ার উপযোগী! সঠিকভাবে সংরক্ষণ করলে মধু হাজার বছর ধরে নষ্ট না হয়ে টিকে থাকতে পারে। 🍯🌿
©

আপনি জানেন কি, মানুষ কোনো আগুন ছাড়াই নিজের শরীরের ভেতর থেকেই জ্বলে উঠতে পারে?Spontaneous Human Combustion এমনই এক ভয়াবহ ...
03/08/2025

আপনি জানেন কি, মানুষ কোনো আগুন ছাড়াই নিজের শরীরের ভেতর থেকেই জ্বলে উঠতে পারে?
Spontaneous Human Combustion এমনই এক ভয়াবহ সত্য!

Spontaneous Human Combustion (SHC) কি?

কল্পনা করুন, ঘরের ভেতরে একজন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, অথচ আশপাশে থাকা কাগজ, চেয়ার, এমনকি বিছানার কাপড়ও ঠিকঠাক! কোথাও আগুন লাগার চিহ্নটুকুও নেই!
নিঃশব্দে, নিঃচিহ্নে, কেউ টেরও পেলো না! এটা কি অলৌকিক? অতৃপ্ত আত্মার কাজ? না কোনো অভিশাপ?

না! এটা বাস্তব, এবং একে বলে: Spontaneous Human Combustion (SHC)

এটি এমন এক রহস্যময় ঘটনা, যেখানে মানুষ নিজের শরীরের ভেতর থেকে আগুনে জ্বলে উঠে, কিন্তু বাইরের কোনো আগুন বা বিস্ফোরণ থাকে না!

📜 কিছু বাস্তব ঘটনা:

🔸 ১৯৫১, ফ্লোরিডা, USA:
মারিও রিসার্ড নামে এক বৃদ্ধা নিজের ঘরে সম্পূর্ণ পুড়ে গিয়েছিলেন।
পোড়ার চিহ্ন কেবল তাঁর চেয়ারে, শরীরের চারপাশে ১ মিটার ব্যাসের ছোট জায়গা ছাড়া কিছুই নষ্ট হয়নি!

🔸 ১৯৮০, ইংল্যান্ড:
হেনরি টমাস নামক এক ব্যক্তি তাঁর ঘরের সোফায় বসে ছিলেন, পরে তাঁর দেহের কিছু অংশ পাওয়া যায় ছাইয়ের মধ্যে—কিন্তু তাঁর পায়ের জুতা ছিল অক্ষত!

🔬 বিজ্ঞান কী বলে?

সঠিক ব্যাখ্যা এখনো ১০০% পাওয়া যায়নি। কিন্তু কিছু বিজ্ঞানীরা সম্ভাব্য কারণগুলো তুলে ধরেন:

✅ Wick Effect:
যেখানে মানুষের চর্বি (fat) জ্বালানি হিসেবে কাজ করে, কাপড় সুতার মত কাজ করে—একটি জ্বলন্ত মোমবাতির মতো! শরীর ধীরে ধীরে পুড়তে থাকে।

✅ কিছু ওষুধ বা অ্যালকোহল শরীরে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদন বাড়িয়ে দেয়।

✅ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ব্যাকটেরিয়া বা এনজাইমের বিক্রিয়া থেকেও হঠাৎ উত্তাপ তৈরি হতে পারে।

✅ মস্তিষ্কের নিউরো-শক বা মানসিক চাপে হরমোনাল রিঅ্যাকশন? কিছু বিজ্ঞানী এমন তত্ত্বও দিয়েছেন!

তাহলে কি এটা সত্যিই হতে পারে?
হ্যাঁ! এটি একটি বিরল এবং রহস্যময় বৈজ্ঞানিক ঘটনা, যার বেশ কিছু ডকুমেন্টেড মেডিকেল কেস রয়েছে। তবে ভালো খবর: এটি চরম বিরল, এবং আধুনিক জীবনযাত্রায় এর সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।

বিজ্ঞান এখনও সব প্রশ্নের উত্তর জানে না।
SHC আমাদের শেখায়—মানবদেহ ও প্রকৃতি এখনও অনেক রহস্য বহন করে, যা আমাদের ভাবতে বাধ্য করে—"আমরা আসলে কতটা জানি?"
- MJ Emon

♦️Collected

03/08/2025

টাকা আর শারীরিক সৌন্দর্যের অহংকার পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার💔
যেখানে মানুষের নিজের কোন কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না🥹

আজকে যা নিয়ে অহংকার করে মানুষকে বড় বড় কথা বলছেন, কালকে সেটা নাও থাকতে পারে। তাই অহংকারের বশে কাউকে এমন কিছু বলবেন না যা মানুষের মনে আঘাত করে🙏

02/08/2025

Be patient. Every storm will pass with Allah’s mercy.”

🎀 রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য।👶 আপনার ...
02/08/2025

🎀 রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য।

👶 আপনার বাচ্চা জেদ করে?
👉 খেয়াল করেছেন কখন জেদ বাড়ে?

— যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন।
— যখন ওর আগ্রহকে আপনি “না” বলে চেপে দেন।
— যখন ওর চোখের সামনে আপনি রেগে যান।

শিশু তখন ভাবে,
🧠 "আমার কথা কেউ শোনে না"
🧠 "চিৎকার করলে, কান্না করলে, রাগ করলে তবেই সবাই শুনবে"

👉 এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে জেদি স্বভাব, রাগী মন, অস্থির আচরণ।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅কিন্তু খবরটা ভালো — কারণ আপনি চাইলে এটা বদলাতে পারেন।

💡 শিশুরা কথা নয়, আচরণ দেখে শেখে।
👉 আপনি যেমন, সেও তেমন হবেই।

🔹 আপনি যদি তাকে সময় দেন — সে নিরাপত্তা শেখে
🔹 আপনি যদি তাকে ভালোবাসেন — সে ভালোবাসা দিতে শেখে
🔹 আপনি যদি ধৈর্য ধরেন — সে ধৈর্য শেখে
🔹 আপনি যদি তার আগ্রহে সাড়া দেন — সে আত্মবিশ্বাস পায়

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
❗ একটা কথা মনে রাখবেন:

👉“না” বলাটা সহজ।
🥰কিন্তু “না”-এর জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন — কিন্তু সবচেয়ে জরুরি।

🔸 শিশুর ইচ্ছে মানে তাকে উড়িয়ে দেওয়া না
🔸 ওর কৌতূহল মানে শাস্তি না
🔸 ওর চোখে জেদ মানেই রাগের জবাব না

👉 বরং বুঝিয়ে দিন, ধরিয়ে দিন, পাশে থাকুন।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅ তাহলে কী করবেন?
✔ কোন কিছু ধরলে না বলার পরিবর্তে বিকল্প কিছু দিন
✔ যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন
✔ সবকিছুতে না নয়, কিছু জিনিস বুঝিয়ে বলুন
✔ রেগে গেলে থামুন, কারণ আপনার রাগ ওর শেখার জায়গা
✔ প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য
✔ ওকে বলুন: “তুমি গুরুত্বপূর্ণ”, “তোমার কথা আমি শুনি”, "তোমাকে আমি অনেক ভালবাসি "

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
🌸 মনে রাখবেন —
বাচ্চারা যা দেখে, তাই হয়।
আপনি যদি শান্ত থাকেন, ভালোবাসা দেন — সে-ও তাই শিখবে।

📢 এই পোস্টটা সব মা-বাবার সঙ্গে শেয়ার করুন, যিনি হঠাৎ একটু রেগে যান
হয়তো এই লেখা তার মনটা নরম করে দেবে। ❤️

রাত প্রায় ১১টা। ঘুমানোর আগে আনিস সাহেব অফিসের কিছু মেইল চেক করছিলেন। তার চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছাপ।কোনরকম বিছানায় ...
01/08/2025

রাত প্রায় ১১টা। ঘুমানোর আগে আনিস সাহেব অফিসের কিছু মেইল চেক করছিলেন। তার চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছাপ।কোনরকম বিছানায় গিয়ে চোখ দুটে বন্ধ করতে পারলেই যেন স্বস্তি। এমন সময় হঠাৎ তার ৭ বছরের ছেলে তার কাছে এসে বললো,
“বাবা, আজ একটু কথা বলবে আমার সঙ্গে?”

সারাদিনের হাজারো ব্যস্ততায় আনিস সাহেব এমনিতেই বিরক্ত।এর মধ্যে এত রাতে তিনি যে ছেলের সাথে গল্প করার মুডে নেই তা স্পষ্ট। তিনি বললেন,
“এত রাতে? স্কুলে তো অনেক গল্প করো, আবার কিসের খেজুরে আলাপ?”

ছেলেটা গম্ভীর মুখে বলল,
“না বাবা খেজুরে আলাপ না, এটা একটু জরুরি…”

বাবা এবার মনোযোগ দিলেন। ছেলেটা জিজ্ঞেস করলো, "আচ্ছা বাবা তুমি ১ ঘন্টায় কত টাকা ইনকাম করো, না মানে এমনিতেই জানতে চাচ্ছিলাম আর কি"..

ছোট্ট একটা বাচ্চার মুখে এমন উদ্ভট প্রশ্ন শুনে নিমিষেই আনিস সাহেবের বিরক্তি যেন ক্রোধে রূপ নিলো -- "এই তোমার জরুরি কথা, পড়াশুনা বাদ দিয়ে সারাদিন বাবার জগত নিয়ে গবেষণা চলে তাইনা ".....
উনি একটানা বলেই যাচ্ছেন আর বাচ্চাটা মাথা নিচু করে আছে।
".....আচ্ছা যাইহোক প্রশ্ন যখন করেই ফেলেছো শোন, আমি মাসিক স্যালারিতে চাকরি করি। তবুও যদি হিসেব করি তবে আমার প্রতিঘন্টার ইনকাম হবে ৪০০ টাকা। ঠিক আছে, যাও এখন ঘুমাও। "

আনিস সাহেবের কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ছেলে বললো, "বাবা তুমি আমাকে ২০০ টাকা ধার দিতে পারবে?"

আনিস সাহেব এবার ছেলেকে ধমক দিলেন --"তোমার যখন যা লাগে আমি কিনে দেই, প্রতিদিন স্কুলে টিফিন খাওয়ার জন্য টাকা দেই, তবুও তোমার হয়না? শোনো আমি না অনেক কস্ট করে টাকা ইনকাম করি, তোমার আজাইরা কাজে ব্যয় করার মত ফালতু টাকা আমার নেই। যাও ঘুমাও গিয়ে "

ছেলে আর কথা বাড়ালো না।সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। এদিকে আনিস সাহেবেও সবকিছু গুছিয়ে বিছানায় গেলেন।
কিন্তু বিছানায় যাওয়ার পর তার মোটেও ঘুম আসছিল না। তিনি ভাবতে লাগলেন, "ছেলেটা তো জীবনে কখনো টাকা চায়নি, এমনও তো হতে পারে স্কুলে সব বন্ধুরা মিলে পিকনিক করবে! যাই টাকাটা দিয়ে আসি"

ছেলের ঘরে গিয়ে সুইচ জ্বালাতেই দেখলেন, ছেলে বিছানার ওপর বসে কাঁদছে। ছেলের কান্না দেখে এবার আনিস সাহেবের আরো বেশি খারাপ লাগলো। বালিশটা সরিয়ে ছেলের পাশে বসলেন। এদিকে বালিশ সরাতেই দেখলেন বিছানার ওপর অনেকগুলো খুচরা টাকা ছড়িয়ে আছে।
"কি ব্যপার বাবু, তোমার কাছে তো অলরেডি এতগুলো টাকা আছে! তাহলে আমার কাছে আবার চাইলে কেন? আর এতগুলো টাকাই বা পেলে কোথায়?"

"বাবা, ওগুলো আমি টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছি। ওখানে ২০০ টাকা আছে। তুমিতো অনেক ব্যস্ত, আমাকে সময় দেয়ার মত কোন সময়ই তোমার নেই।এদিকে প্রতি উইকেন্ডে আমার সমস্ত বন্ধুকে তাদের বাবা বেড়াতে নিয়ে যায়। আমারও ভীষণ ইচ্ছে করে বাবা তোমার সাথে সময় কাটাতে।কিন্তু তুমিতো অনেক ব্যস্ত। তাই আমি তোমার কাছ থেকে ১ ঘন্টা সময় কিনতে চেয়েছিলাম।এজন্যই আরো ২০০ টাকা তোমার কাছে ধার চেয়েছিলাম, যাতে ৪০০ মিলিয়ে তোমাকে দিতে পারি।"

ছেলে কথা বলে যাচ্ছে আর এদিকে আনিস সাহেবের চোখ দিয়ে অনবরত পানি ঝরেই যাচ্ছে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন।বাচ্চাটাকে বুকে জাপটে ধরে তিনি বললেন, "সোনা বাবা আমার, এখন থেকে যত যাই হয়ে যাক -- প্রতি উইকেন্ডে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাবো।"

গল্পটি থেকে কি শিখলেন?আপনার অতিরিক্ত ব্যস্ততার জন্য আপনার আদরের সন্তানটিও নিরবে কস্ট পাচ্ছে না তো??

01/08/2025

সবাই ছুটি পাবে কেউ আগে আর কেউ পরে

গায়ে হলুদের কম্বো সেটস্পেশালি গায়ে হলুদের জন্য,তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের জন্যও ইউজ করতে পারেনlকম্বো সেটে যা যা থাকছে...
28/01/2025

গায়ে হলুদের কম্বো সেট

স্পেশালি গায়ে হলুদের জন্য,
তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের জন্যও ইউজ করতে পারেনl

কম্বো সেটে যা যা থাকছে:-
1.গায়ে হলুদের শাড়ি
2.গায়ে হলুদের মালার সেট
-একটি গলার হার ও চিক হার
-একজোড়া কানের দুল ও টিকলি
-বেসলেট ও গাজরা
3.কাচের রেশমি চুরি এক ডজন(বক্স সহ)
4.একটি মেহেদী
5.একটি নেইল পলিশ

যেই পিকচারের যে আইটেম দেওয়া আছে ওই পিকচারের সেই আইটেম থাকবেl

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। Falguni skin print shareeফাগুন স্পেশাল স্কিন প্রিন্ট শ...
27/01/2025

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

Falguni skin print sharee
ফাগুন স্পেশাল স্কিন প্রিন্ট শাড়ি
সূর্যমূখী প্রিন্টের এই শাড়ি(১২ হাত )

এই ফাল্গুনে প্রিয়জনকে উপহার দিন এই সুন্দর শাড়ি টি

স্টুডেন্ট বাজেট শাড়ি কম্বো🥰কম্বো প্যাকেজে থাকছে,,,,,,,!! 🪷শাড়ি 🪷ব্লাউজ পিস🪷গহনা 🪷কানের দুল 🪷 চুড়ি 🪷বক্সNote:. ফুল থাকবে ...
27/01/2025

স্টুডেন্ট বাজেট শাড়ি কম্বো🥰
কম্বো প্যাকেজে থাকছে,,,,,,,!!
🪷শাড়ি
🪷ব্লাউজ পিস
🪷গহনা
🪷কানের দুল
🪷 চুড়ি
🪷বক্স
Note:. ফুল থাকবে না

কম্ব প্যাকেজ,, 🥀প্যাকেজে থাকছে 🍀স্কার্প ওড়না ২ পিস🍀কানের দুল 🍀চুড়ি ☘️হিজাব পিন ☘️আংটি 🍀চকলেট 🍀বক্সঅর্ডার করতে ইনবক্স প্ল...
26/01/2025

কম্ব প্যাকেজ,, 🥀
প্যাকেজে থাকছে
🍀স্কার্প ওড়না ২ পিস
🍀কানের দুল
🍀চুড়ি
☘️হিজাব পিন
☘️আংটি
🍀চকলেট
🍀বক্স
অর্ডার করতে ইনবক্স প্লিজ🥰

Address

Sylhet
Sylhet

Telephone

+8801719477120

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানরস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share