জ্ঞানরস

জ্ঞানরস ইচ্ছে ডানায় নিজের স্বপ্ন আঁকি

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Ilham Alhafidz, Nila Mone, Issac Murmu
03/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Ilham Alhafidz, Nila Mone, Issac Murmu

বিয়ের প্রথম দিন বুঝতে না পারলেও আস্তে আস্তে উনি বুঝতে পারেন, উনার হাজবেন্ড এর মেইন সমস্যা টা।বিয়ের কথা বার্তা ফাইনাল হওয়...
02/09/2025

বিয়ের প্রথম দিন বুঝতে না পারলেও আস্তে আস্তে উনি বুঝতে পারেন, উনার হাজবেন্ড এর মেইন সমস্যা টা।

বিয়ের কথা বার্তা ফাইনাল হওয়ার ১ সপ্তাহের মধ্যে উনাদের আকদ হয়, তখন কথা ছিলো উনার পড়ালেখা শেষ হলে তারা উঠিয়ে নিবে, কিন্তু আকদ এর কিছু দিন পরেই শ্বাশুড়ির অসুস্থতা দেখিয়ে নিয়ে যায়। প্রথম দিন উনার হাজবেন্ডে স্বাভাবিক লাগলেও সেকেন্ড দিন থেকে অন্যরকম ব্যবহার ছিলো, উনি জিজ্ঞেস করেন সমস্যা কি? তখন উনার হাজবেন্ড বলেন আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কারন তুমি কালো, কালো মেয়ে আমার পছন্দ না, তাছাড়া আমি কোনো জবও করিনা৷ সারাদিন বাসায় থাকি, আমার কিছু ভালো লাগেনা, মানে এরকম অগোছালো কিছু কথা।

এই কথাগুলো উনি উনার শ্বাশুড়ি এবং দেবর কে বললে, উনারা বলেন, এগুলো তেমন বড় সমস্যা না, তাবিজ দিলে ঠিক হয়ে যাবে, তোমাকে ভালোবাসবে। আর দেবর বলল আমি আমার ভাইকে টাকা দিবো আপনাকে চালানোর জন্যে, আপনার আর সমস্যা কি? একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে।

আপু বললেন, জীবনে একটা ছেলের সাথেও কোনো হারাম রিলেশনশিপে যাইনি, ভালো কিছু পাবো বলে, আর এখন স্বামীর ভালোবাসা কি তাবিজ দিয়ে পেতে হবে? তাবিজ করতে চান না জানালেন শ্বাশুড়ি কে। পরে উনি উনার বাসায় সব জানান, তখন উনার বাবা মাও বলেন তোমার হাজবেন্ড একটু অসুস্থ, স্বামীর সেবা যত্ন করো, তখনো উনি বুঝতে পারছেলেন না, স্বামীর অসুস্থতা টা কি?

এরকমই চলতে থাকে কিছুদিন, হাজবেন্ড কে উনি দেখতেন একা একা কথা বলতো, বকা দিতো, কেমন জানি আচরন, শ্বাশুড়ি অনেক ধরনের মেডিসিন খাওয়াতেন, জিজ্ঞেস করলে বলতেন ঘুমের ঔষধ। এরমধ্যেই আল্লাহ'র ইচ্ছেয় উনার একটা মেয়ে হয়, উনার হাজবেন্ড তখন অন্য রুমে থাকতো হয়তোবা অস্বাভাবিক আচরনের জন্যে। উনার মেয়ের যখন আড়াই মাস তখন উনার হাজবেন্ড উনার মেয়েকে মারতে আসে একদিন। এরপরে আর উনার হাজবেন্ড কে উনার রুমে একদমই আসতে দেয়া হতো না। কিন্তু হাজবেন্ড এর প্রবলেম আস্তে আস্তে বাড়তে থাকলো, সু ই সাইড করতে চায় একদিন, উনি এসব আর নিতে না পেরে এবং বাচ্চার সেইফটির জন্যে বাবার বাড়ি চলে যান।

পরে তারা আপুর হাজবেন্ড কে ডাক্তায় দেখায় এবং তখন উনি ক্লিয়ার ভাবে জানলেন উনার হাজবেন্ড এর সিজোফ্রেনিয়া রোগ,, এখন উনার একটাই প্রশ্ন উনাকে না জানিয়ে কেনো উনার জীবন নিয়ে এমন একটা বিশ্রী খেলা খেললো দুই পরিবার? একটা মেয়ের জীবন কি এতোই সস্তা? নাকি এডজাস্টমেন্ট এর নামে অস্বাভাবিক একটা মানুষের সাথে স্বাভাবিক একটা মানুষ কে ভেতরে ভেতরে শেষ হওয়ার জন্যে সারাজীবন এর জন্য বেধে ফেলা?

শেয়ার দেয়ার জন্য রিকুয়েষ্ট ছিলো আপুর।
Credit : The Real By Shifa

01/09/2025

Zam zam water 💦
Pure water in the world 🩵

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন...
31/08/2025

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা।

তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।

★ ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

©

যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে, যেখানে আট বছর বয়সী শিশু লিয়াম তার মায়ের ফোন থেকে প্রায় ৭০ হাজার ...
28/08/2025

যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে, যেখানে আট বছর বয়সী শিশু লিয়াম তার মায়ের ফোন থেকে প্রায় ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছে। এই ললিপপের মূল্য প্রায় ৪ হাজার ডলার বা প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।
ঘটনাটি যখন প্রকাশ পায়, তখন লিয়ামের মা হলি লাফেভার্স প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ কেটে নেওয়ার সংবাদ পেয়ে তিনি চমকে ওঠেন। দ্রুত আমাজনের সাথে যোগাযোগ করেও অর্ডার বাতিল করতে পারেননি তিনি, কারণ তখন পর্যন্ত ললিপপগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল।

পরবর্তীতে ২২টি ললিপপের বাক্স তার বাড়িতে পৌঁছায় এবং আরও ৮টি বাক্স আসার কথা ছিল। হলি স্থানীয় পোস্ট অফিসে গিয়ে বাক্সগুলো আটকাতে সক্ষম হন। তার এরপরের সংগ্রাম শুরু হয় অর্থ ফেরত পাওয়ার জন্য। প্রথমদিকে আমাজন টাকা ফেরত দিতে অস্বীকার করলেও হলি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন।

হলির পোস্ট ভাইরাল হলে প্রতিবেশী, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকগুলো উদ্বৃত্ত ললিপপগুলো কিনতে এগিয়ে আসে। বিষয়টি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ার পর আমাজন অবশেষে পুরো অর্থ ফেরত দিতে সম্মত হয়।

এই ঘটনাটি একটি সতর্কতা হিসেবে ধরা হচ্ছে যে, শিশুদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সঠিক নজরদারি অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি, ই-কমার্স সংস্থাগুলোকেও উচিত আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যাতে এমন ভুল অর্ডার রোধ করা যায়।
©

এক বাংলাদেশী ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে --- তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল...
27/08/2025

এক বাংলাদেশী ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে --- তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।
তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল --- 'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100.'
সহজ বাংলা -- বিফলে মূল্য ফেরত।

এক ব্রিটিশ আইনজীবী চিন্তা করল ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ।

উকিল গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা, আমার চিকিৎসা করুন।

ডাক্তার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল--- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

ঔষধ খাওয়ানোর পর উকিল চেঁচিয়ে উঠল- এটা তো কেরোসিন!

ডাক্তার: গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করেছে, ২০ পাউন্ড দিন।

২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে উকিল দ্বিতীয় দিন আবার আসল ডাক্তারের কাছে।

উকিল: আমার স্মৃতি কাজ করছেনা, আপনি আমার চিকিৎসা করুন।

ডাক্তার আবার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

খাওয়ানোর পর উকিল রেগেমেগে একাকার। বলল: এই কেরোসিন তো জিহ্বায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল!

ডাক্তার: এই তো স্মৃতি ফিরে এসেছে। বিশ পাউন্ড দিন।

টাকা উদ্ধারের আশায় + প্রতিশোধের নেশায় -- পরের সপ্তাহে আবার এল উকিল ডাক্তারের তাঁবুতে। এবার চোখে কালো চশমা, হাতে সাদা ছড়ি।

উকিল: আমি কিছু দেখতে পাচ্ছিনা, আমার চোখ ভালো করে দিন।

ডাক্তার: এই চিকিৎসা আমার আওতার বাইরে, এই নিন ১০০ পাউন্ড, বলে একটা নোট বাড়িয়ে দিল।

উকিল খেয়াল করে দেখলো -- সেটা ৫ পাউন্ডের নোট। উকিল চেঁচিয়ে বলল: এটা তো পাঁচ পাউন্ডের নোট!
ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল: আপনার দৃষ্টি ফিরে এসেছে -- বিশ পাউন্ড দিন !!

আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের স...
26/08/2025

আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।
কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটি আমাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্ব। যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এবং স্মৃতিকে সংগঠিত করে। কিন্তু ঘুমের অভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, এমনকি ভয়ঙ্করভাবে উল্টেও যেতে পারে। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে তারা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে, নিজের কাঠামো ধ্বংস করে ফেলে।

- ভালো ঘুমে মস্তিষ্কের কোষগুলো বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে।

- ঘুম কম হলে, এই কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে নিজেদেরই ক্ষতি করে।

- অ্যাস্ট্রোসাইট কোষ "স্নায়ু সংযোগ" খেয়ে ফেলতে পারে—মনে রাখার ক্ষমতা কমে।

- মাইক্রোগ্লিয়াল কোষের অতিরিক্ত কাজ অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায়।

- পর্যাপ্ত ঘুম না হলে, মস্তিষ্ক ধীরে ধীরে নিজের কাঠামো নষ্ট করতে শুরু করে।
©

26/08/2025

#ফ্রান্সের এক ধনী পরিবারের জন্ম নিয়েছিল ছোট্ট এক মেয়ে। নাম তার "ব্ল্যাঞ্চ মনিয়ের"। জন্ম ১৮৪৯ সালের ১লা মার্চ। ফরাসি সমাজে তখন মনিয়ের পরিবার ছিল বেশ প্রভাবশালী। মা ম্যাডাম মনিয়ের দানশীলতার জন্য এলাকায় নাম কুড়িয়েছিলেন, এমনকি কমিউনিটি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এক ছেলে, এক মেয়ে— এভাবেই সুখের সংসার ছিল তাদের। ছেলে মার্সেল একজন উকিল, আর মেয়ে ব্ল্যাঞ্চ ছিল রূপের আধার।

শিশুকাল থেকেই ব্ল্যাঞ্চ ছিল সুন্দর, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য যেন আরও বেড়ে উঠলো বহুগুণে। মায়ের গর্বের শেষ ছিল না মেয়েকে নিয়ে। কিন্তু গর্বই শেষ পর্যন্ত বিষ হয়ে দাঁড়ালো মেয়ের জীবনে।

২৫ বছরের তরুণী ব্ল্যাঞ্চকে মা বিয়ে দিতে চাইলেন এক অভিজাত পরিবারের ছেলের সাথে। কিন্তু ততদিনে ব্ল্যাঞ্চ মন দিয়ে বসেছে একজন সাধারণ উকিলকে— যার পরিবার ছিল একেবারেই সাদামাটা। মেয়ের ভালোবাসার মানুষকে মায়ের সামনে আনতেই অগ্নিশর্মা হয়ে উঠলো মা। বললেন, ওকে কখনো এই ঘরের বউ করব না। তোমার বিয়ে হবে আমার পছন্দের মানুষের সাথে। অন্যথায় নয়।

কিন্তু ব্ল্যাঞ্চও ছিল একরোখা। স্পষ্ট জানিয়ে দিল— বিয়ে যদি করতেই হয়, তবে আমি আমার ভালোবাসার মানুষকেই করব। অন্য কাউকে নয়।

এই অবাধ্যতার শাস্তি দিতে মায়ের মনে হলো এক শয়তানি চিন্তা। একদিন মেয়েকে ডেকে নিয়ে তালা মেরে দিলেন বাড়ির এক ছোট্ট অন্ধকার রুমে। কঠিন গলায় বললেন— সেদিনই এই ঘর থেকে মুক্তি পাবে, যেদিন আমার সিদ্ধান্ত মেনে নেবে।

কিন্তু মা যেমন জেদী, মেয়ে তেমনই একগুঁয়ে। দিন যায়, মাস যায়, বছর যায়—কেউ কাউকে হার মানায় না। ব্ল্যাঞ্চ ঠিক করলো, ভালোবাসার সঙ্গে প্রতারণা করবে না সে। আর মা-ও ঠিক করলেন, মেয়ের জীবন ভেঙে হলেও নিজের ইচ্ছাই চাপাবেন।

সময়ের সাথে একসময় ব্ল্যাঞ্চের ভালোবাসার মানুষ মারা গেল। তবুও মুক্তি মিললো না তার। বরং মা-ভাই বাইরে সমাজের চোখে ভান করে চলতে লাগলো—মেয়েকে নাকি হারিয়েছে, তাই শোকে কাতর তারা। অথচ সেই একই সময়ে চিলেকোঠার অন্ধকার ঘরে, আলো-বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে মরে যাচ্ছিল ব্ল্যাঞ্চ। ২৫ বছর— হ্যাঁ, টানা ২৫ বছর ধরে শেকলাবদ্ধ অবস্থায় পড়ে রইলো সে।

এই দীর্ঘ সময়ে চাকর-বাকররা অনেক কিছু জানতো, কিন্তু মনিয়ের পরিবারের প্রভাবের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। চারদিকে হাসি-আনন্দ, অথচ একটি জানালাবদ্ধ ঘরে ক্ষুধা, পচা খাবার আর কীটপতঙ্গের সাথে সংগ্রাম করছিল এক নারী— শুধু ভালোবাসার অপরাধে।

অবশেষে, ১৯০১ সালে, ভাগ্য নরম হলো। এক অজ্ঞাতনামা চিঠি গিয়ে পৌঁছালো প্যারিসের এটর্নি জেনারেলের কাছে। সেখানে লেখা—মনিয়ের পরিবার তাদের বাড়িতে বহু বছর ধরে এক নারীকে বন্দি করে রেখেছে।

প্রথমে বিশ্বাস করতে চায়নি কেউ। কারণ পরিবারটি ছিল সমাজে দানশীল আর সম্মানিত। তবে তদন্ত শুরু হলো। সৈন্যরা পুরো বাড়ি তল্লাশি চালিয়েও কিছু পেল না। ফেরার আগে হঠাৎ এক সৈন্যের নাকে এলো এক অদ্ভুত পঁচা গন্ধ। সেই গন্ধ অনুসরণ করে তারা পৌঁছালো চিলেকোঠায়। তালাবদ্ধ একটি দরজা। জানালায় মোটা পর্দা। সন্দেহ হওয়ায় কাচ ভেঙে ভেতরে তাকাতেই গা শিউরে উঠলো সবার।

ভেতরে এক নারীর কঙ্কালসার দেহ, শেকলে বাঁধা। চারপাশে পচা খাবার, কীটপতঙ্গ। ময়লার স্তূপে পড়ে আছে বিছানা। অচেনা, বিকৃত চেহারার দিকে তাকিয়ে হঠাৎ কেউ বলে উঠলো— এ যে ব্ল্যাঞ্চ মনিয়ের!

তৎক্ষণাৎ দরজা ভেঙে ভেতরে ঢুকলো সৈন্যরা। অসহায়, কঙ্কালসার ব্ল্যাঞ্চকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তখন তার ওজন ছিল মাত্র ২২ কেজি। শারীরিক কষ্টের চেয়েও ভয়াবহ ছিল মানসিক ক্ষত। আলো-বাতাসহীন ২৫ বছরের সেই নরকযন্ত্রণা মুছে ফেলা অসম্ভব হয়ে উঠলো তার কাছে। তাকে ভর্তি করা হলো মানসিক হাসপাতালে, যেখানে ১৯১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের শেষদিনগুলো কাটাতে হয় তাকে।

আর ব্ল্যাঞ্চের মা ও ভাই? তাদের গ্রেপ্তার করা হলো। মা জামিনে ছাড়া পেলেও সত্যিটা ফাঁস হয়ে গিয়েছিল সবার কাছে। সমাজের মানুষ ক্ষেপে উঠলো। ব্ল্যাঞ্চ উদ্ধার হওয়ার মাত্র ১৫ দিন পর ক্ষুব্ধ জনতা ভিড় জমালো তাদের বাড়ির সামনে। ভয়ে, আতঙ্কে সেদিন হার্ট অ্যাটাকে মারা গেল ম্যাডাম মনিয়ের।

অহংকার, জেদ আর সমাজের ভুয়া সম্মান রক্ষার খেলায় এক মায়ের হাতে ধ্বংস হয়ে গেলো তার নিজের সন্তানের জীবন। ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়াটা অপরাধ ছিল না—কিন্তু ব্ল্যাঞ্চ মনিয়েরকে এই অপরাধের শাস্তি পেতে হলো টানা ২৫ বছরের অন্ধকার বন্দিদশায়।
©

🖋বাবরী মসজিদ তথা অযোধ্যা মামলায় মুসলমান পক্ষের উকিল ছিল একজন হিন্দু! কিন্তু বিস্ময়কর তার যুক্তি :ড. রাজীব ধবন একজন হিন্দ...
24/08/2025

🖋বাবরী মসজিদ তথা অযোধ্যা মামলায় মুসলমান পক্ষের উকিল ছিল একজন হিন্দু! কিন্তু বিস্ময়কর তার যুক্তি
:
ড. রাজীব ধবন একজন হিন্দু উকিল কিন্তু ধর্ম নিরপেক্ষ ও মানবতাবাদী মানুষ। বাবরি মসজিদ ও রাম মন্দির মামলায় রামকে বিপদে ফেলে দিয়েছিলো!

অযোধ্যা-মামলার শুনানীর সময় কিছু প্রশ্ন করা হয়েছিল, যার জবাব সরকারী উকিলের কাছে ছিল না। কিছু প্রশ্ন ছিলো নিম্নরূপ:

(১) একই সময়ে দু’রকমের মানুষ কি করে হতে পারে? এক – পুচ্ছধারী, আর এক লেজবিহীন?
দু’ধরনের মানুষই মানুষের ভাষায় কথা বলে, দুইজনেরই পিতা রাজা,- এটা কি করে সম্ভব?

(২) ব্যাঙ থেকে মন্দোদরী কি করে হয়ে যায়/ কি করে জন্ম হতে পারে?

(৩) ল্যাঙটের দাগ ছাড়াতে গিয়ে কি করে অঙ্গদের জন্ম হতে পারে?
একটা পাখী কি করে মানুষের মত কাজ করতে পারে,- যেমন “গিধরাজ” – জটায়ু/গরুড়?

(৪) কোনো মানুষের দশটা মাথা হতেই পারে না। আজ পর্যন্ত ইতিহাস বা পুরাতত্ত্ব দিয়ে এটা প্রমাণ হয়নি যে কোনো মানুষের দশটা মাথা বা কুড়িটা হাত থাকতে পারে?

(৫) যে লঙ্কার কথা আপনারা বলছেন , তার নাম ইংরেজি ১৯৭২ সালে লঙ্কা হয়েছে। তার আগে ছিল সিলোন, আবার সিলোনের আগে ছিল সিংহলা, ইত্যাদি নাম ছিল। তো আসল লঙ্কা কোথায়?

(৬) একটা কলসী থেকে একটা মেয়ের জন্ম কি করে হতে পারে?
এক মাসের মধ্যে মকরধ্বজের কি করে জন্ম হতে পারে? এক মাসেই মকরধ্বজ পাতালপুরীতে চাকরি করতে লেগে গেল। এটা কি সম্ভব? যদি সম্ভব হয়, তবে প্রমাণ করুন।
একটা মাছের থেকে মানুষ কি করে জন্মাতে পারে?

(৭) ৫০০০ সাল পুরানো দ্রাবিড় ভাষা তো কেউ পড়তে পারে না। তো, ৭০০০ সাল পূর্বে অঙ্গদের ভাষা কি ছিল?
(৮) সম্রাট অশোকের কালে অযোধ্যার নাম ছিল সাকেত। অযোধ্যার পরে সাকেত, সাকেতের পরে অযোধ্যা নাম কি করে হল?
পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে একটাও প্রমাণ যদি থাকে, তো বলুন যে রামরাজ্য ছিল!

(৯) সাত ঘোড়া নিয়ে সূর্য্য কি করে চলে? আপনার বইয়ে বলছে। যেখানে বিজ্ঞান বলছে সূর্য্য চলেই না।
রামের রাজ্যাভিষেক যখন হচ্ছিল, সুর্য্য এক মাসের জন্য থেমে গিয়েছিল,- আপনাদের বইয়ে লেখা আছে।
সূর্য্য যখন চলেই না। যদি সুর্য্য চলেই থাকে তো প্রমাণ করুন!

(১০) সূর্য্যকে হনুমান খেতে গেল, বগল দাবা করল, তো হনুমানের ‘স্পীড’ – গতি আর সাইজ কত বড় ছিল?
যে হনুমান সূর্যের আগুনে পুড়ে যেতে পারে না, সে লেজের আগুনে কি করে পুড়ে যায়?

(১১) বাল্মিকী রামায়ন বলছে যে চৈত্র-অমাবস্যায় রাবণ বধ হয়েছিল। আবার, তুলসিদাসী রামায়ণে লেখা, দশেরার দিন রাবণ বধ হয়। কোনটা সত্যি?

(১২) ৪০০০ বছর হল সোনা আবিষ্কার হয়েছে। তো, ৭০০০ বছর আগে সোনার লঙ্কা কোথা থেকে এল?
সোনার গলনাঙ্ক হল ৩০০০ ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি। তা হলে বলুন— লেজের আগুন এত বেড়ে গেল কি করে?
সোনার মহল ছিল, না সোনার লঙ্কা ছিল ?
৬০০০বছর আগে সবাই চামড়ার পোষাকই পড়তো, তো ৭০০০বছর আগে রাম কি করে কাপড়ের পোষাক পড়তেন?

(১৩) ব্রহ্মার মুখ থেকে যখন ব্রাহ্মণ জন্ম নিল, তো শুধু ভারতেই কেন জন্ম নিল? ব্রহ্মা যখন ব্রহ্মান্ডই বানিয়েছেন,
তখন – চীন, আমেরিকা, ব্রিটেন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার বাকি দেশগুলিতে কেন ব্রাহ্মণ জন্মায় নি, বা জন্মায় না? আজও কি ব্রাহ্মণ মুখ থেকেই জন্মায়, না কি জননাঙ্গ থেকে?

(১৪) ওটা কি ধরণের সফটওয়্যার ছিল, যা দিয়ে জানা যায় যে, সীতা লক্ষ্ণন-রেখা পার করলে কিছুই হবে না, কিন্তু রাবণ পার হলেই জ্বলে ওঠে?

(১৫) যে ধনুকটা রাবণ উঠাতে পারেনি, সেই ধনুক উঠাতে যে পারে সেই সীতাকে রাবণ কি করে উঠিয়ে নিল?

এমন হাজারো প্রশ্ন করা যায়৷ অযোধ্যা মামলার শুনানিতে এই রকম প্রশ্ন উঠেছে, যার জবাব সরকার পক্ষ বা প্রত্নতত্ত্ব-বিভাগ দিতে পারেনি। আপনিও জবাব দিতে পারবেন না৷ মহাকাব্যের একটি চরিত্র রাম৷ তাকে সত্য ধরে মূর্খরা যা করছে তা লজ্জাকর৷

ড. রাজীব ধবন বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের হয়ে যেসব যুক্তি উপস্থাপন করেছিলেন, তার মধ্যে কয়েকটি সবচেয়ে আলোচিত যুক্তি নিচে দেওয়া হলো—
:
 বাবরি মসজিদ ১৫২৮ সালে নির্মিত হওয়ার পর থেকে শত শত বছর মুসলমানরা সেখানে নামাজ আদায় করে আসছে।
 এত দীর্ঘকাল ব্যবহার ও দখলের কারণে এটি স্পষ্টতই ওয়াকফ সম্পত্তি এবং মুসলিম সম্প্রদায়ের মালিকানায়।
 ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৪৯ সাল পর্যন্ত বাবরি মসজিদে নিয়মিত নামাজ পড়ার সরকারি দলিল, নথি ও সাক্ষ্য আদালতে তুলে ধরেন।
 ১৯৪৯ সালে রাতে মসজিদের ভেতরে গোপনে রামলালা মূর্তি স্থাপন করার আগে পর্যন্ত মসজিদ হিসেবেই ব্যবহার হচ্ছিল।
 তিনি যুক্তি দেন, “কোনো জায়গা কেবল বিশ্বাস বা পুরাণে উল্লেখ থাকার কারণে মালিকানা হয়ে যায় না।”
 আদালতে স্পষ্ট করেন যে জমির মালিকানা আইনি প্রমাণের ওপর নির্ভর করবে, কেবল ধর্মীয় বিশ্বাসে নয়।
 ১৯৪৯ সালে রামলালা মূর্তি গোপনে স্থাপনকে তিনি “অবৈধ ও ষড়যন্ত্রমূলক কাজ” হিসেবে দেখান।
 ১৯৯২ সালে মসজিদ ভাঙাকে তিনি “আইনের শাসনের চরম লঙ্ঘন” বলেন।
 তিনি যুক্তি দেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভিত্তিতে দাঁড়িয়ে আছে।
 রাষ্ট্র বা আদালত কোনো একটি ধর্মবিশ্বাসকে অন্যটির ওপরে স্থান দিতে পারে না।
 তিনি জোর দিয়ে বলেন, হিন্দু পক্ষ কোনো সময় জমির বৈধ মালিক ছিল না।
 শুধু বিশ্বাস বা জনশ্রুতি দিয়ে প্রমাণ হয় না যে, সেই স্থানে রামের জন্ম হয়েছিল।
:
দীর্ঘদিন ধরে টানা যুক্তি উপস্থাপন করার জন্য তিনি বারবার শারীরিকভাবে ক্লান্ত হলেও মামলা থেকে সরে আসেননি। হিন্দু হয়েও মুসলিম পক্ষের হয়ে দাঁড়ানোয় উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণ ও হুমকির শিকার হন। তাঁর যুক্তিগুলো মামলার ইতিহাসে অন্যতম সেরা আইনগত ব্যাখ্যা হিসেবে ধরা হয়। বিচারক স্বীকার করতে বাধ্য হন যে, বাবড়ি মসজিদ কোনো মন্দিরের ওপর স্থাপনের কোনো প্রমাণ মিলেনি।
সংগৃহীত

গায়ে হলুদের কম্বো সেটস্পেশালি গায়ে হলুদের জন্য,তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের জন্যও ইউজ করতে পারেনlকম্বো সেটে যা যা থাকছে...
28/01/2025

গায়ে হলুদের কম্বো সেট

স্পেশালি গায়ে হলুদের জন্য,
তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের জন্যও ইউজ করতে পারেনl

কম্বো সেটে যা যা থাকছে:-
1.গায়ে হলুদের শাড়ি
2.গায়ে হলুদের মালার সেট
-একটি গলার হার ও চিক হার
-একজোড়া কানের দুল ও টিকলি
-বেসলেট ও গাজরা
3.কাচের রেশমি চুরি এক ডজন(বক্স সহ)
4.একটি মেহেদী
5.একটি নেইল পলিশ

যেই পিকচারের যে আইটেম দেওয়া আছে ওই পিকচারের সেই আইটেম থাকবেl

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। Falguni skin print shareeফাগুন স্পেশাল স্কিন প্রিন্ট শ...
27/01/2025

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

Falguni skin print sharee
ফাগুন স্পেশাল স্কিন প্রিন্ট শাড়ি
সূর্যমূখী প্রিন্টের এই শাড়ি(১২ হাত )

এই ফাল্গুনে প্রিয়জনকে উপহার দিন এই সুন্দর শাড়ি টি

স্টুডেন্ট বাজেট শাড়ি কম্বো🥰কম্বো প্যাকেজে থাকছে,,,,,,,!! 🪷শাড়ি 🪷ব্লাউজ পিস🪷গহনা 🪷কানের দুল 🪷 চুড়ি 🪷বক্সNote:. ফুল থাকবে ...
27/01/2025

স্টুডেন্ট বাজেট শাড়ি কম্বো🥰
কম্বো প্যাকেজে থাকছে,,,,,,,!!
🪷শাড়ি
🪷ব্লাউজ পিস
🪷গহনা
🪷কানের দুল
🪷 চুড়ি
🪷বক্স
Note:. ফুল থাকবে না

Address

Sylhet
Sylhet

Telephone

+8801719477120

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানরস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share