RAZA

RAZA Thank you all for visiting and following my page

28/07/2025

আবুধাবিতে কর্মী নিয়োগ: লালা হাইপারমার্কেট
আবুধাবির মুসাফফাহ এলাকায় অবস্থিত বাংলাদেশি-ভারতীয় যৌথ মালিকানাধীন অভিজাত লালা হাইপারমার্কেট গ্রুপ তাদের দল শক্তিশালী করতে দুইজন আগ্রহী ও নিবেদিতপ্রাণ কর্মী খুঁজছে।
প্রতিষ্ঠানের নাম: লালা হাইপারমার্কেট
অবস্থান: মুসাফফাহ ৪ ও ৩৭ নং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আবুধাবি
খালি পদ:
* স্টোর সহকারী: ১ জন
* ক্লিনার: ১ জন
বেতন:
* স্টোর সহকারী: ১৫০০ দিরহাম
* ক্লিনার: ১৪০০ দিরহাম
(উভয় পদের ক্ষেত্রেই কাজের দক্ষতা ও নিষ্ঠা প্রমাণের ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।)
অন্যান্য সুযোগ-সুবিধা:
* থাকা-খাওয়ার সুব্যবস্থা কোম্পানি থেকে প্রদান করা হবে।
ভিসা:
প্রাথমিকভাবে, প্রার্থীদের বৈধ ও স্থানান্তরযোগ্য ভিসা (transferable valid visa) এবং আইডি থাকতে হবে। পরবর্তীতে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া চালু হলে যোগ্য প্রার্থীদের ভিসা প্রদান করা হবে।
জাতীয়তা:
শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট কাজে, বিশেষ করে সুপারমার্কেটে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগের বিস্তারিত:
আগ্রহী প্রার্থীরা অনুগ্রহ করে বেলা ১২টা থেকে রাত ১০টার মধ্যে যোগাযোগ করুন:
গিয়াস উদ্দিন
ব্যবস্থাপনা পরিচালক
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: 055 2878 715
বিশেষ দ্রষ্টব্য:
এই নিয়োগের জন্য কোনো প্রকার কমিশন বা দালালি প্রদানের প্রয়োজন নেই। সরাসরি মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কর্মসংস্থানের সুযোগ নিন।

27/07/2025
27/07/2025
23/07/2025
23/07/2025
যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন। করেন।...
23/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।

করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।

কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?

কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?

কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।

( সংগৃহীত)

#মাইলস্টোন

22/07/2025
নাইজেরিয়া এবং আমেরিকা থেকে পরিচালক একটা ফেসবুক পেইজে গতকালকে পোস্ট করা হয়েছিলো,"একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশুকে ন...
21/07/2025

নাইজেরিয়া এবং আমেরিকা থেকে পরিচালক একটা ফেসবুক পেইজে গতকালকে পোস্ট করা হয়েছিলো,

"একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশুকে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব।"

এবং আজকেই বাংলাদেশের মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্ত। অনেকে নিখোঁজ। অনেকে স্পট ডেট, অনেকে ৭০-৮০ শতাংশ দগ্ধ।

আজকে কিছুক্ষন আগে আবার একই পেইজ থেকে পোস্ট করা হয়েছে,

"আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে । আমরা নিশ্চিত যে, উল্লেখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়যন্ত্র করছে। হোটেল এবং হাসপাতালগুলিই প্রধান লক্ষ্য!"

(যুদ্ধ জাহাজ দিয়ে ট্রেনিং বিষয় টা মাথায় ধরছে না। পৃথিবীর কোথাও যুদ্ধ জাহাজ দিয়ে ট্রেনিং দেয়া হয়না।)

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহতদের জন্য ব্লাড লাগলে উক্ত  নাম্বারগুলোতে যোগাযোগ করুন   এর শিক্ষার্থীরা ইমার্জেন্সি এই লিস...
21/07/2025

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহতদের জন্য ব্লাড লাগলে উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করুন এর শিক্ষার্থীরা ইমার্জেন্সি এই লিস্ট তৈরি করেছেন তারা ব্লাড দিতে প্রস্তুত।

#বাংলাদেশ #মাইলস্টোন

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when RAZA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share