Lal Sobujer Asor - লাল সবুজের আসর

Lal Sobujer Asor - লাল সবুজের আসর লাল-সবুজের আসর (ছোটোদের ছাপাকাগজ) হলো, মুক্তিযুদ্ধের চেতনাবাহী শিশু-কিশোর-সাহিত্যের একটি ম্যাগাজিন।

জাতির পিতা স্মরণে আজইমতিয়াজ সুলতান ইমরান পনরো আগস্ট মধ্যরাতে       রিমিক-ঝিমিক বৃষ্টিপাতে           খাতা কলম ছাতা হাতেবঙ...
14/08/2025

জাতির পিতা স্মরণে আজ
ইমতিয়াজ সুলতান ইমরান

পনরো আগস্ট মধ্যরাতে
রিমিক-ঝিমিক বৃষ্টিপাতে
খাতা কলম ছাতা হাতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আসতে দেখি ভিজে,
এসে তিনি আমার দ্বারে
কড়া নাড়েন বারে বারে
দরজা খুলে দেখে তাঁরে
চরণ ছুঁয়ে সালাম দিলাম, খুশি হলাম কীযে!

বসে তিনি আমার কাছে
বলেন শুনো, কথা আছে
তোমার ছড়ায় হৃদয় নাচে
ছন্দে হাসে বিজয়-নিশান, মহান স্বাধীনতা।
বলেন তিনি, শুনো আরও
কান দিও না, মন্দে কারও
লিখতে থাকো যত পারো।
স্বপন দেখে, বেড়ে গেল মনের আকুলতা!

স্বপ্ন যদি সত্যি হতো! ইস!!...
জাতির পিতা স্মরণে আজ সহস্র কুর্নিশ!
____________________________________

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিবেদিত একটি ছড়া...
13/08/2025

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিবেদিত একটি ছড়া...

গাছ লাগাব দেশ বাঁচাব
10/08/2025

গাছ লাগাব দেশ বাঁচাব

শোকাবহ আগস্টে খোকা গেল হারিয়ে ফিরে পেতে ডাকি তাঁকে দুইহাত বাড়িয়েফের তুমি ফিরে আসো মাঠ-ঘাট মাড়িয়ে বাংলার মাটি থেকে শোক দা...
01/08/2025

শোকাবহ আগস্টে খোকা গেল হারিয়ে
ফিরে পেতে ডাকি তাঁকে দুইহাত বাড়িয়ে
ফের তুমি ফিরে আসো মাঠ-ঘাট মাড়িয়ে
বাংলার মাটি থেকে শোক দাও তাড়িয়ে!

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: বুধবার | ১৪ জুন ২০২৩
13/06/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: বুধবার | ১৪ জুন ২০২৩

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: বৃহস্পতিবার | ১২ জুন ২০২৫
12/06/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: বৃহস্পতিবার | ১২ জুন ২০২৫

07/06/2025

ইদের ঘোরাঘুরি
ইমতিয়াজ সুলতান ইমরান
★★★★★★★★★★★

ইদের দিনে নতুন সাজে
ঘুরছি আমি যার সাথে
কচি মায়ায় মন মজেছে
বলব আমি তার সাথে।

গুট-গুটি হেঁটে বেড়ায়
পা চলে তার পা'র সাথে
বলছি এবার চলছি আমি
খুশি-মনে কার সাথে।

কার সাথে আর? নাতনি আমার
তাকে নিয়েই বাইরে যাই
আমার সাথে বাইরে গেলে
মন নাচে তার তাইরে নাই...

ফড়িং পাখি প্রজাপতি...
যা দেখে সব— প্রিয় তার
ইদ মুবারক! ইদ মুবারক!
ইদের সালাম নিয়ো তার।
——————
০৭/৬/২০২৫
এয়ারপোর্ট, সিলেট

কবি তোমার জীবদ্দশায় 'দুখি'র অলংকার আমার হলো নিত্য সাথি হার-মানা এক হার!হার-মানা-হার গলায় পরে শক্তি সাহস খুঁজি জীবনপথে পা...
25/05/2025

কবি তোমার জীবদ্দশায় 'দুখি'র অলংকার
আমার হলো নিত্য সাথি হার-মানা এক হার!
হার-মানা-হার গলায় পরে শক্তি সাহস খুঁজি
জীবনপথে পাচ্ছি আমি বেঁচে থাকার পুঁজি!

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: শনিবার | ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ
24/05/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: শনিবার | ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বিবেক বলে জেগে ওঠো ইমতিয়াজ সুলতান ইমরান যাচ্ছি আমি যাচ্ছি...যাচ্ছি যত, হচ্ছে মনেখুব পিছিয়ে যাচ্ছি!পিছিয়ে দিতে বিছিয়ে পথে...
22/05/2025

বিবেক বলে জেগে ওঠো
ইমতিয়াজ সুলতান ইমরান

যাচ্ছি আমি যাচ্ছি...
যাচ্ছি যত, হচ্ছে মনে
খুব পিছিয়ে যাচ্ছি!

পিছিয়ে দিতে বিছিয়ে পথে
লাল গালিচা দিচ্ছে
কারা যেন হারার ভয়ে
পিছন টেনে নিচ্ছে!

পিছন টেনে নিচ্ছে আমায়
নিচ্ছে দেশের কৃষ্টি
দেশের উপর পড়ছে যেন
চিল শকুনের দৃষ্টি!

চিল শকুনের সাথে যেন
করছে কারা দোস্তি
লম্বা সময় করতে তারা
আরাম-মৌজ-মস্তি!

বিবেক বলে, জেগে ওঠো
সাহস নিয়ে বক্ষে
ঐক্য গড়ে, এগিয়ে চলো
মা ও মাটির পক্ষে!

ঢাক বাজে ঢোল বাজেমঙ্গল যাত্রায়,ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ উল্লাসে সাঁতরায়!বৈশাখ নিয়ে এলো সুখ নব মাত্রায়!ইনায়ার নয়া জামাসীমা ...
14/04/2025

ঢাক বাজে ঢোল বাজে
মঙ্গল যাত্রায়,
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ
উল্লাসে সাঁতরায়!
বৈশাখ নিয়ে এলো
সুখ নব মাত্রায়!

ইনায়ার নয়া জামা
সীমা নেই হর্ষের
নানা আর নাতনির
প্রীতি নববর্ষের!

🕌┏━━━﷽━━━━┓🕌🕋🌙𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙🕋🕌┗━━━﷽━━━━┛🕌যতই থাকুক ক্লেশ, নাতনি যখন থাকে পাশেছন্দে আমার মনটা হাসেঅসুখবিসুখ হয় যে তখন একটু ...
31/03/2025

🕌┏━━━﷽━━━━┓🕌
🕋🌙𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙🕋
🕌┗━━━﷽━━━━┛🕌

যতই থাকুক ক্লেশ,
নাতনি যখন থাকে পাশে
ছন্দে আমার মনটা হাসে
অসুখবিসুখ হয় যে তখন একটু নিরুদ্দেশ!
নানা-নাতনির ইদের সালাম, শুভেচ্ছা অশেষ!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Lal Sobujer Asor - লাল সবুজের আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category