
14/08/2025
জাতির পিতা স্মরণে আজ
ইমতিয়াজ সুলতান ইমরান
পনরো আগস্ট মধ্যরাতে
রিমিক-ঝিমিক বৃষ্টিপাতে
খাতা কলম ছাতা হাতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আসতে দেখি ভিজে,
এসে তিনি আমার দ্বারে
কড়া নাড়েন বারে বারে
দরজা খুলে দেখে তাঁরে
চরণ ছুঁয়ে সালাম দিলাম, খুশি হলাম কীযে!
বসে তিনি আমার কাছে
বলেন শুনো, কথা আছে
তোমার ছড়ায় হৃদয় নাচে
ছন্দে হাসে বিজয়-নিশান, মহান স্বাধীনতা।
বলেন তিনি, শুনো আরও
কান দিও না, মন্দে কারও
লিখতে থাকো যত পারো।
স্বপন দেখে, বেড়ে গেল মনের আকুলতা!
স্বপ্ন যদি সত্যি হতো! ইস!!...
জাতির পিতা স্মরণে আজ সহস্র কুর্নিশ!
____________________________________