সিলেট ক্রাইম রিপোর্ট

সিলেট ক্রাইম রিপোর্ট সময়ের সাথে বাস্তবতার প্রতিচ্ছবি

চলতি বছরের ১৩ই অক্টোবর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমান দীপ। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্...
12/11/2025

চলতি বছরের ১৩ই অক্টোবর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমান দীপ। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।

10/11/2025

সিলেট কোর্ট প্রাঙ্গনে নিষিদ্ধ সংঘটনের মিছিল

07/11/2025

এয়ারপোর্টে আনসার সদস্যের পোশাক থেকে এক এক করে বেরিয়ে এলো ১৫ টি মোবাইল ফোন
বিস্তারিত কমেন্টে..

নির্বাচনী মাঠে বারবার-ই চমক নিয়ে আসেন সিসিক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
05/11/2025

নির্বাচনী মাঠে বারবার-ই চমক নিয়ে আসেন সিসিক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

03/11/2025

সিলেটসহ দেশের ২৩৮ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করলো বিএনপি

📰 অক্টোবরে এসএমপি’র জোড়ালো অভিযান: ৭২৫ আসামি গ্রেফতার, ১,৯৯১ যানবাহন আটকঅক্টোবর ২০২৫ মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপ...
02/11/2025

📰 অক্টোবরে এসএমপি’র জোড়ালো অভিযান: ৭২৫ আসামি গ্রেফতার, ১,৯৯১ যানবাহন আটক

অক্টোবর ২০২৫ মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মাদক, চোরাচালান, ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

🔹 গ্রেফতার ও অভিযান

গত মাসে পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে ৭২৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে—

চোর: ৫৬ জন
ছিনতাইকারী: ১৭ জন
মাদক ব্যবসায়ী: ৬৩ জন
জুয়াড়ি: ১২২ জন
অসামাজিক কাজে জড়িত: ১৯ জন

এছাড়া ৬টি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১৪ জন ভিকটিম উদ্ধার করা হয়।

🚔 যানবাহন জব্দ

এসএমপি’র ট্রাফিক ও থানা পুলিশ যৌথ অভিযানে ১,৯৯১টি যানবাহন আটক করেছে, যার মধ্যে রয়েছে সন্দেহজনক ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কার ও পিকআপসহ বিভিন্ন যানবাহন।

💊 মাদকদ্রব্য উদ্ধার
অভিযানে উদ্ধার হয়েছে—

ইয়াবা: ১,৭৩০ পিস
গাঁজা: ৪ কেজি ২২০ গ্রাম
বিদেশি মদ: ৭১৩ বোতল
চোলাই মদ: ১৪৫ লিটার
ফেন্সিডিল: ২১ বোতল

📦 চোরাচালান পণ্য জব্দ

চোরাচালানবিরোধী অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য—

পেয়াজ ৭,৯২০ কেজি,
কাতান ও অন্যান্য শাড়ি ২,১০২ পিস,
চকলেট ও কসমেটিকস সামগ্রী ৩৫,২২০ টাকার,
বিড়ি ৫,৮৮,০০০ শলাকা,
চা পাতা ৯,২১৪ কেজি,
কেনু ১,৪৪০ কেজি,
জিরা ৫২ বস্তা,
মোবাইল হ্যান্ডসেট ২৬টি,
বিদেশি সিগারেট ৭৭০ প্যাকেট,
কম্বল ৬৪ পিস,
স্কিন কেয়ার ক্রিম ১,৬০০ পিস।

👮‍♂️ এসএমপি’র প্রতিশ্রুতি

সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করে।

Facebook for Creators

হ্যা এবং না ব্যনারে সরগরম সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক। এরইমধ্যে দিয়ে গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে। ন...
30/10/2025

হ্যা এবং না ব্যনারে সরগরম সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক। এরইমধ্যে দিয়ে গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে। নিউজফিডজুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ না পোস্টের নীরব নেটওয়ার্ক ভিত্তিক প্রতিযোগিতা।

জানা গেছে, গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

পতিত সরকার দলীয় নেতা সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সৈয়দ মকসুদ আহমদ গ্রেফতার।বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট ...
26/10/2025

পতিত সরকার দলীয় নেতা সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সৈয়দ মকসুদ আহমদ গ্রেফতার।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার অফিসারস ইনচার্জ

১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের কোম্পানি মেটা
25/10/2025

১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের কোম্পানি মেটা

সেন্টমার্টিন ভ্রমনার্থী পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
22/10/2025

সেন্টমার্টিন ভ্রমনার্থী পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

পটপরিবর্তনের পর সিলেট-১ আসনে দ্বিতীয় বারের মতো প্রচারণা শুরু করলেন সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীদেশের সাম্প্রতিক রাজ...
22/10/2025

পটপরিবর্তনের পর সিলেট-১ আসনে দ্বিতীয় বারের মতো প্রচারণা শুরু করলেন সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেট-১ আসনে দ্বিতীয় দফায় নির্বাচনী মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল মাজার জিয়ারত করে কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এসময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন কামনা করেন আরিফুল হক।

গণসংযোগকালে তিনি বলেন, ‘দেশে এখন নতুন অধ্যায় শুরু হয়েছে। জনগণের সরকার গঠনের সুযোগ এসেছে। অতীতে যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করেছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’

আরিফুল হক আরও বলেন, ‘সিলেট-১ আসনের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও মুক্ত রাজনৈতিক পরিবেশ চায়। আমি দীর্ঘদিন সিলেটের নাগরিকদের সেবা করেছি—আবারও সুযোগ পেলে শহর ও গ্রামীণ এলাকার অবহেলিত জনগণের পাশে দাঁড়াব।’

প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল ও যুবদল সহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। তারা পোস্টার-ব্যানার নিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রচারণায় অংশ নেন।

উল্লেখ্য, সিলেট-১ আসনে (সিটি করপোরেশন ও দক্ষিণ সুরমা) আরিফুল হক চৌধুরী এর আগে প্রথম দফায় বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংক্ষিপ্তভাবে প্রচারণায় অংশ নিয়েছিলেন। পটপরিবর্তনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার তিনি পূর্ণমাত্রায় নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সিলেটের এই গুরুত্বপূর্ণ আসনে আরিফুল হক চৌধুরী এবারও অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রা/ণ ভি/ক্ষা চেয়েছিলে জুবায়েদ, মন গলেনি বর্ষার!!
21/10/2025

প্রা/ণ ভি/ক্ষা চেয়েছিলে জুবায়েদ, মন গলেনি বর্ষার!!

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট ক্রাইম রিপোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share