02/11/2025
📰 অক্টোবরে এসএমপি’র জোড়ালো অভিযান: ৭২৫ আসামি গ্রেফতার, ১,৯৯১ যানবাহন আটক
অক্টোবর ২০২৫ মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মাদক, চোরাচালান, ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
🔹 গ্রেফতার ও অভিযান
গত মাসে পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে ৭২৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে—
চোর: ৫৬ জন
ছিনতাইকারী: ১৭ জন
মাদক ব্যবসায়ী: ৬৩ জন
জুয়াড়ি: ১২২ জন
অসামাজিক কাজে জড়িত: ১৯ জন
এছাড়া ৬টি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১৪ জন ভিকটিম উদ্ধার করা হয়।
🚔 যানবাহন জব্দ
এসএমপি’র ট্রাফিক ও থানা পুলিশ যৌথ অভিযানে ১,৯৯১টি যানবাহন আটক করেছে, যার মধ্যে রয়েছে সন্দেহজনক ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কার ও পিকআপসহ বিভিন্ন যানবাহন।
💊 মাদকদ্রব্য উদ্ধার
অভিযানে উদ্ধার হয়েছে—
ইয়াবা: ১,৭৩০ পিস
গাঁজা: ৪ কেজি ২২০ গ্রাম
বিদেশি মদ: ৭১৩ বোতল
চোলাই মদ: ১৪৫ লিটার
ফেন্সিডিল: ২১ বোতল
📦 চোরাচালান পণ্য জব্দ
চোরাচালানবিরোধী অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য—
পেয়াজ ৭,৯২০ কেজি,
কাতান ও অন্যান্য শাড়ি ২,১০২ পিস,
চকলেট ও কসমেটিকস সামগ্রী ৩৫,২২০ টাকার,
বিড়ি ৫,৮৮,০০০ শলাকা,
চা পাতা ৯,২১৪ কেজি,
কেনু ১,৪৪০ কেজি,
জিরা ৫২ বস্তা,
মোবাইল হ্যান্ডসেট ২৬টি,
বিদেশি সিগারেট ৭৭০ প্যাকেট,
কম্বল ৬৪ পিস,
স্কিন কেয়ার ক্রিম ১,৬০০ পিস।
👮♂️ এসএমপি’র প্রতিশ্রুতি
সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করে।
Facebook for Creators