29/10/2025
গাইজ, মুক্তা ভাবির ভিডিও আমার হাতে চলে আসছে ভিডিও পাবলিশ করবো আগামীকাল সন্ধা ৬ টাই কিন্ত ভিডিও দেখার আগে কিছু কথা শিখিয়ে দেই যেনো কারো বুঝতে বাকি না হয়।
ভিডিও যখন দেখবেন ধৈর্য নিয়ে দেখবেন এবং মুক্তার ভয়েস চিহারা আর ঝিনাইদহ ভাষা বুঝার চেষ্টা করবেন, এই যেমন খাবানি যাবানি ইত্যাদি 🤣
আর একটা কথা বলি:-
আপনারা অনেকে প্রশ্ন করেন এসব কেন করছি আমার লাভ কি, আর একটা মেয়ে যদি ভালো হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিৎ anyway
প্রশ্নের উত্তর :-
আপনাদের যেনে রাখা উচিৎ যে এই মুক্তার আর আলম হাসান দুজনে শর্মিলা নামের মেয়ে যে খুবি সহজ সরল একটা মেয়ে ছিলো তারে মানুসিক টোর্চার বাজে ভাষাই গালাগালি, মিথ্যে অপবাদ দিয়ে বাসা থেকে বাপের বাড়িতে বেরিয়ে আসো বলে পাঠিয়ে দেওয়ার পর আলম হাসান ফেসবুকে স্টাটাস লাইভে, শর্মিলাকে মিথ্যে অপবাদ দেন এবং তার মাকেও জঘন্য ভাষাই গালি দেন, এখনো দিচ্ছেন।
অপবাদ গুলো কি ছিলো :-
যেমন
ইমুফ্রিলেন্সার
প্রসটিটিউট
বারের মাইয়া
আগের জামাইয়ের সাথে পরকিয়া
২০ হাজার টাকার শিডিউল যেতো ইত্যাদি
অথচ এই সবের কোনো প্রমাণ আলম হাসান দিতে পারে নাই।
আর একটা প্রশ্ন তাহলে কেনো মানুষ শর্মিলাকে গালাগালি করছেন।
উত্তর :-
for example আপনার বউ খুব ভালো গ্রামের সবাই জানে হটাত একদিন আপনি ১৫ লহ্ম মানুষের সামনে মিডিয়াতপ এসে, বা আপনার গ্রামের সবাইকে ঢাকঢোল পিটিয়ে বললেন, আপনার বউ খারাপ পরকিয়া করে, বারে যায় ইত্যাদি।
তখন আপনার গ্রামের বা ১৫ লহ্ম মানুষের মধ্যে ১০০%
মানুষ বিশ্বাস না করলেও ৩০% মানুষ তে বিশ্বাস করবে তাই না, ঠিক আজকে শর্মিলাকে যে অসম্মান করা হয় অপবাদ দেওয়া হয় সেটা বাংলাদেশের কিছু বানচোদ পাবলিক বিশ্বাস করে শর্মিলাকে গালাগালি করতাছে কোনো প্রমাণ ছাড়াই।
এইজন্য আজ আমার মুক্তার পিছনে লাগার কারণ বিনা কারণে যাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো, আর যে অপবাদ শর্মিলাকে দেওয়া হয় সেই অপরাধের অপরাধী একটা মেয়েকে তুমি আলম হাসান ঘরে তুলে সুন্দর সংসার করবা এটা আমি বাছে থাকতে হতে দিবো না।
আপনারা এখন বলেন এটাকি ঠিক করছে না ভুল যদি ভুল করে থাকে তাহলে কেনো আপনারা বলছেন একটা মেয়ে যদি ভালো হতে চায় তাকে সুযোগ দেন।
কেনো দিবো সুযোগ, শর্মিলার জীবন নষ্ট করে, মিথ্যে অপবাদ দিয়ে প্রসটিটিউট নিয়ে সংসার করবা এটা কখনে হবে না,
হয় আলম লাইভে এসে শর্মিলার কাছে হ্মমা চাইবে ভুল শিকার করবে আর নয়তো আমি আমার নিজ গতিতে চলবো,,,,(আলমকে বলে