15/09/2023
শিক্ষকের মর্যাদা ||
আহমদ জাহিদুল ইসলাম || সহকারী অধ্যাপক
|||||| বর্তমান সময়ে ছাত্ররা বিয়াদবিকে গর্ববোধ মনে করে। নাকি জানেই না বিয়াদবি কি করে হয়। ইলিম শিখে কি লাভ যদি আদব শিখলনা । তাই গুরুত্ব সহকারে আদব শিক্ষা আবশ্যক। আজ জানব ওস্তাদজীকে কি ভাবে এবং কেন আদব করতে হয় এর ফায়দা কি --
√ হযরত আলী (রাঃ) শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে বলেন-
أنا عَبْدٌ مَنْ عَلَّمَنِى حَرْفًا وَاِحًدا، إنْ شَاءَ بَاعَ، وَ إِنْ شَاءَ أَعْتَقَ وَ إِنْ شَاءَ إِسْتَرَقَّ-
অর্থাৎ- আমি তার গোলাম, যিনি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছেন। তিনি চাইলে আমাকে বিক্রি করতে পারেন, অথবা মুক্ত করতে পারেন। আবার চাইলে দাসও বানিয়ে রাখতে পারেন।
√ ইমাম আবু ইউসুফ (রহ) বলেন-
مَنْ غفَلَ عَنْ حَقِّ الأُسْتَاذِ لَا يُفْلِحُ أَبَدًا-
অর্থাৎ- যে ছাত্র শিক্ষকের হক আদায়ে অমনযোগী, সে কখনোই সফলকাম হবে না।
√ তালিমুল মুতায়াল্লিম কিতাবে আছে-
إِنَّ الْعِلْمَ لَا يُفِيْدُ صَاحِبَهُ إِنْ لَمْ يَحْتَرِمْ أَسَاتِذَتَهُ وَ مُعَلِّمِيْهِ
অর্থাৎ- যতক্ষণ পর্যন্ত ছাত্র শিক্ষকের সম্মান করবে না, ততক্ষণ পর্যন্ত সে ইলম দ্বারা ফায়েদা লাভ করতে পারবে না।
√ আল্লামা ইমাম রবী (রহ) বলেন-
إنَّهُ لَمْ يُقَلِّبْ أَوْرَاقَ الْكِتَابِ بِالْقُوَّةِ خَشْيَةَ أن يَّتَأَذَّىٰ الْأسْتَاذُ بِهٰذا الصَّوْتِ -
অর্থাৎ- তিনি তার শিক্ষকের কষ্ট পাওয়ার আশংকায় তার সামনে জোর আওয়াজে কিতাবের পৃষ্ঠা উল্টাতেন না।
√ ইমাম মালেকের ছাত্রদের মধ্যে একজন হলেন ইমাম শাফেয়ি। বলা হয়ে থাকে, যখন তিনি ইমাম মালেকের সামনে পৃষ্ঠা উল্টাতেন তখন খুবই আস্তে উল্টাতেন যেন তার মনে কষ্টের কারণ না হয়। (প্রাগুক্ত পৃষ্ঠা ৮৮)।
√ খলিফা হারুন-অর রশীদ তার ছেলের লেখা-পড়ার খোজ খবর নেওয়ার জন্য শিক্ষক ইমাম আসমায়ী (রহ) এর নিকট খাদেম পাঠালেন। খদেম গিয়ে দেখল, ইমাম আসমায়ী অজুর শেষে পা ধৌত করতেছেন আর খলিফার ছেলে তার পায়ে পানি ঢালতেছেন। খলিফার নিকট এ সংবাদ পৌছলে তিনি ইমাম আসমায়ী (রহ) কে বললেন, আমি আপনার নিকট আমার ছেলেকে জ্ঞান ও উত্তম আদব শিখার জন্য দিয়েছিলাম। আপনি যদি ছেলেকে আদব শিক্ষা দিতেন! অতপর খলিফা বললেন, আপনি যদি আমার ছেলেকে এক হাতে আপনার পায়ে পানি ঢালা ও আরেক হাত দিয়ে পা ধুয়ে দেওয়ার আদেশ করতেন, তাহলে আমি খুব আনন্দিত হতাম।
হে ছাত্র সমাজ ! একটু গভীর মনযোগ দিয়ে লক্ষ্য কর, কিভাবে শিক্ষকের খেদমত করতেন পূর্ব যুগের ছাত্ররা?
সাবধান হও! প্রতিবাদী হউ কিন্তু বেয়াদব বাদী হইও না। কারণ শিক্ষক তোমার মাথার তাজ। তাঁর আহঃ শব্দে
জীবন অন্ধকার হয়ে যাবে।