Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official

Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official A charitable educational institution specialized in teaching the Holy Quran sciences.

আজ ২২ জুলাই ২০২৫ ই. রোজ মঙ্গলবার থেকে আগামী ২৬ জুলাই ২০২৫ ই. পর্যন্ত মুয়াজ বিন জাবাল ( রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ...
22/07/2025

আজ ২২ জুলাই ২০২৫ ই. রোজ মঙ্গলবার থেকে আগামী ২৬ জুলাই ২০২৫ ই. পর্যন্ত মুয়াজ বিন জাবাল ( রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর মাসিক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০:০০ থেকে ১২:০০ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য পবিত্র কুরআন খতম-দোয়া ও উপস্থিত ছাত্রদের নসিহতের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ এহসান উদ্দিন সাহেব এই ঘোষণা প্রদান করেন। আল্লাহ তায়ালা নিহতদের পরিবারকে সবরে জামিল ধারণ করার তাওফিক দান করুন। আহতদের শিফায়ে আ'জিলা দান করুন। আমাদের সকলকে নিরাপদ রাখুন।

12/07/2025

ইযাজা ও সনদের ক্বিরাআত আসরে তিলাওয়াত শুনাচ্ছেন মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ইযাজা ও সনদ বিভাগের সম্মানিত শিক্ষক আল-হাফিজ আল-মুযাজ আবু জাফর বিন নুরুল ইসলাম। তিলাওয়াত শুনছেন আল-ক্বারি আল-হাফিজ আল-মুযাজ শায়খ ড. আব্দুল্লাহ মুহাম্মদ গিলান - মসজিদে নববির ক্বিরআত বিভাগের সম্মানিত শিক্ষক ও সহকারী মহাসচিব খেদমাতুল ওয়াহইয়াইন ট্রাস্ট, মদীনা মুনাওয়ারা।

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা ক...
07/07/2025

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ ( সুরা আয-যুমারা, আয়াত- ৫৩ )

আলহামদুলিল্লাহ। মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ২য় মিড সেমিস্টার পরিক্ষা চলছে। ক্লাস অধ্যয়ন বিভাগের  ছ...
01/07/2025

আলহামদুলিল্লাহ। মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ২য় মিড সেমিস্টার পরিক্ষা চলছে। ক্লাস অধ্যয়ন বিভাগের ছাত্রবৃন্দ এখন পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ তায়ালা সবাইকে আশাতীত সফলতা দান করুন। সবাইকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করুন।

মুয়াজ বিন জাবাল (রা) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের সাবেক ২ কৃতী শিক্ষার্থী ১. Munazzir ahmad২. Emdad Ullah Ansarii মদীনা বি...
17/05/2025

মুয়াজ বিন জাবাল (রা) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের সাবেক ২ কৃতী শিক্ষার্থী
১. Munazzir ahmad
২. Emdad Ullah Ansarii
মদীনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করায় অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, প্রিন্সিপাল জনাব মুহাম্মদ এহসান উদ্দিন-সহ শিক্ষক মণ্ডলী।
https://dailyjalalabad.com/2025/05/376592/

https://www.facebook.com/share/p/1BftSJPb4s/

https://www.facebook.com/share/p/16DXDttHXh/

স্টাফ রিপোর্টার : পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা বিস্তারিত

আলহামদুলিল্লাহ। ২০২৫ ইংরেজি শিক্ষা বর্ষে ১ম ব্যাচ নাজারা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিফজুল কুরআন বিভাগে পদার্পণ করছেন ...
04/05/2025

আলহামদুলিল্লাহ। ২০২৫ ইংরেজি শিক্ষা বর্ষে ১ম ব্যাচ নাজারা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিফজুল কুরআন বিভাগে পদার্পণ করছেন আমাদের প্রতিষ্ঠানের ৭ জন ছাত্র।

১. আহমদ রাফি
২. নাফি ইসলাম চৌধুরী
৩. আমজাদ বিন ইসলাম
৪. সুমন আহমদ
৫. মুস্তাফিজুর রহমান
৬. মিনহাজ আহমদ শিহাব
৭. ফাহিয়ান আহমদ সাইফ

আল্লাহ তায়ালা তাদেরকে পবিত্র কুরআনের ধারক ও বাহক হিসাবে কবুল করুন।

আলহামদুলিল্লাহ। মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ক্লাস অধ্যয়ন বিভাগের ১ম সেমিস্টার পরিক্ষা শুরু হয়েছে গ...
21/04/2025

আলহামদুলিল্লাহ। মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ক্লাস অধ্যয়ন বিভাগের ১ম সেমিস্টার পরিক্ষা শুরু হয়েছে গতকাল থেকে। আল্লাহ তায়ালা সকল পরিক্ষার্থীকে আশাতীত সফলতা দান করুন।

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ আমন্ত্রণ। তারখি: ১৮ ই মার্চ, ২০২৫ ইং.সময়: বিকাল ৪:০০ থেকে মাগ...
17/03/2025

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ আমন্ত্রণ।

তারখি: ১৮ ই মার্চ, ২০২৫ ইং.
সময়: বিকাল ৪:০০ থেকে মাগরিব পর্যন্ত

দাওয়াতান্তে - মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, প্রিন্সিপাল

10/03/2025

স্কলারশিপ স্কলারশিপ স্কলারশিপ।

মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এ ভর্তি হলেই পবিত্র মাহে রামাদান উপলক্ষে উইজডম ট্রাস্ট দিচ্ছে ১০,০০০ টাকা স্কলারশিপ।
আমাদের বিভাগ সমূহ-
নাজারা বিভাগ
হিফজুল কুরআন বিভাগ
ইজাযা ও সনদ বিভাগ
ক্লাস অধ্যয়ন বিভাগ (১ম শ্রেণি-৭ম শ্রেণি)
ফি সমূহ
ভর্তি ফি – ১০,০০০ টাকা
পুনঃভর্তি – ৫,০০০ টাকা
টিউশন ফি – ২৫০০ টাকা
হোস্টেল ফি – ৬,০০০ টাকা
- ওয়েবসাইটঃ www.muajquranicinstitute.com
মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট
৮৯ ফাল্গুনী, মেজরটিলা, সিলেট। ০১৭২১৬০৬৯১৭, (অফিস), ০১৭১১-২৩৩৪১০ (প্রিন্সিপাল)
হোয়াটস্যাপ : ০১৭১১-২৩৩৪১০

খোশ আমদেদ মাহে রামাদান। রমাদান ১৪৪৬ হিজরি / ২০২৫ খ্রিস্টাব্দের সেহরি ও ইফতারের সময়সূচি
26/02/2025

খোশ আমদেদ মাহে রামাদান।

রমাদান ১৪৪৬ হিজরি / ২০২৫ খ্রিস্টাব্দের সেহরি ও ইফতারের সময়সূচি

আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী চলে গেছেন আল্...
20/01/2025

আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী চলে গেছেন আল্লাহ তায়ালার জিম্মায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মুয়াজ বিন জাবাল ( রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট - এর গভর্নিং বডি, প্রিন্সিপাল মহোদয়সহ শিক্ষকমণ্ডলী গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে ১৯৮৩ সালে স্বর্ণপদকপ্রাপ্ত বিরল সম্মানের অধিকারী ইসহাক আল মাদানী বাংলাদেশের ১ম ব্যাচের স্কলারশিপপ্রাপ্ত (১৯৭৮) কৃতি শিক্ষার্থী ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এমএ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ডিন এওয়ার্ডপ্রাপ্ত প্রখর মেধাবী ইসহাক আল মাদানী ঢাবির কলা অনুষদে সর্বোচ্চ মার্ক পেয়ে বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন।

সৌদি আরবের দারুল ইফতার সাবেক মাবউছ ইসহাক আল মাদানি সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী স্কলার হিসেবে প্রায় ৩৭ বছর (১৯৮৩-২০২০) বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার (পাঠানটুলা, সিলেট) প্রতিষ্ঠাকালীন শায়খুল হাদীস হিসেবে দীর্ঘদিন জ্ঞানের আলো বিতরণ করেছেন। তৈরী করেছেন অসংখ্য আলেম- যাঁরা দেশে বিদেশে ইসলামের দ্যুতি ছড়াচ্ছেন। আল্লাহ তায়ালা মহুমের সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। তাঁর সকল খিদমাত কবুল করুন। তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ, মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনকি ইনস্টিটিউ সিলেট এর ছাত্র হাফিজ সাকিব আল হাসান তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড ...
18/01/2025

আলহামদুলিল্লাহ, মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনকি ইনস্টিটিউ সিলেট এর ছাত্র হাফিজ সাকিব আল হাসান তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেট, ২০২৪ ঈসায়ী সনের বোর্ড সমাপনী পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেছেন। মাদরাসার গভর্নিং বডি ও শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে মোবারকবাদ ও অভিনন্দন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share