Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official

Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official A charitable educational institution specialized in teaching the Holy Quran sciences.

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। ‎‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬ টা...
30/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬ টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।

‎তাঁর মৃত্যুতে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট এর গভর্নিং বডির চেয়ারম্যান DrMohammed Enamul Haque Chowdhury ও প্রিন্সিপাল Muhammad Ahsan Uddin সহ শিক্ষকবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

‎মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

আলহামদুলিল্লাহ। আজ আমাদের প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী হিফজুল কুরআন দাওরা ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তারা হলেন যথাক্রমে ...
22/12/2025

আলহামদুলিল্লাহ। আজ আমাদের প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী হিফজুল কুরআন দাওরা ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তারা হলেন যথাক্রমে ডান থেকে -
১। সালিম বিন সোলাইমান
২। ইসমাইল আহমদ
৩। সোহান শরীফ খাঁন
আল্লাহ তায়ালা তাদের দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন।

আলহামদুলিল্লাহ। ১০ মাসে হিফজুল কুরআন সম্পন্ন করলেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র আরাফাত রহমান মাহি। আল্লাহ তায়ালা তাকে দ্বীন...
21/12/2025

আলহামদুলিল্লাহ। ১০ মাসে হিফজুল কুরআন সম্পন্ন করলেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র আরাফাত রহমান মাহি। আল্লাহ তায়ালা তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। আমিন।

চলছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম। আলহামদুলিল্লাহ।
17/12/2025

চলছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম। আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ। আজ আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শাহ মিনহাজুর রহমান হিফজুল কুরআন (সবক)  সম্পন্ন করেছেন। আল্লাহ তায়ালা তাকে দ...
15/12/2025

আলহামদুলিল্লাহ। আজ আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শাহ মিনহাজুর রহমান হিফজুল কুরআন (সবক) সম্পন্ন করেছেন। আল্লাহ তায়ালা তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন।

আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ৩ য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আল্লাহ তায়ালা সকল শিক...
07/12/2025

আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ৩ য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আল্লাহ তায়ালা সকল শিক্ষার্থীকে আশাতীত সফলতা দান করুন। আমিন।

25/11/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
‎মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এ ।
‎২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে
‎আমাদের বিভাগ সমূহ-
‎নাজারা বিভাগ
‎হিফজুল কুরআন বিভাগ
‎ইজাযা ও সনদ বিভাগ
‎ক্লাস অধ্যয়ন বিভাগ (১ম শ্রেণি-৭ম শ্রেণি)
‎ফি সমূহ
‎ভর্তি ফি – ১০,০০০ টাকা
‎পুনঃভর্তি – ৫,০০০ টাকা
‎টিউশন ফি – ২৫০০ টাকা
‎হোস্টেল ফি – ৬,০০০ টাকা
‎- ওয়েবসাইটঃ www.muajquranicinstitute.com
‎মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট
‎৮৯ ফাল্গুনী, মেজরটিলা, সিলেট। ০১৭২১৬০৬৯১৭, (অফিস), ০১৭১১-২৩৩৪১০ (প্রিন্সিপাল)
‎হোয়াটস্যাপ : ০১৭১১-২৩৩৪১০

24/11/2025

আমাদের প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হাফিজ মুনাজ্জির আহমদ আল মাদানী বর্তমান ছাত্রদের জন্য নসিহা মূলক বক্তব্য পেশ করছেন।

আজ তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দ পরিদর্শনে আসেন মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলে...
23/11/2025

আজ তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দ পরিদর্শনে আসেন মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট।
বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন৷ সদস্য সচিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, ড. এইচ এম সুলাইমান ও হাফিজ মাওলানা আব্দুল আহাদ সাহেব৷

আলহামদু লিল্লাহ। আজ ১০/১১/২০২৫ ই. সন্ধ্যায় মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের হিফজুল কুরআন বিভাগের দাওরা ন...
10/11/2025

আলহামদু লিল্লাহ। আজ ১০/১১/২০২৫ ই. সন্ধ্যায় মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের হিফজুল কুরআন বিভাগের দাওরা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রভাষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান ও হাফিজ সৈয়দ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট আইডিয়েল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এইচ এম সোলায়মান ও মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

আল্লাহ তায়ালা হিফজুল কুরআন দাওরা বোর্ড পরীক্ষায় আমাদের ছাত্রদের আশাতীত সফলতা দান করুন।

ছুটির নোটিশ
30/10/2025

ছুটির নোটিশ

Address

89 Falguni, South Islampur, Majortila
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share